ট্যাংকার ভ্যান ব্যবহারে পাল্টে গেছে গোয়ালার জীবন
০৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
নাম হুমায়ুন, বয়স ২৭ বছর। প্রতিদিন সকালে নিজের খামারের পাশাপাশি আশপাশের বিভিন্ন গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে বাসাবাড়ি ও মিষ্টির দোকানে বিক্রয় করেন তিনি। ক্রেতারা তাকে চেনেন গোয়ালা হুমায়ুন নামে। চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে তার বাড়ি। স্ত্রী, দুই বছর বয়সের মেয়ে এবং মা-বাবাকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে বসবাস করেন তিনি। এক বছর আগেও হুমায়ুন অন্যের অধীনে চাকরি করতেন, এখন তিনি সফল উদ্যোক্তা, তার সফলতার গল্প শুনে জানা যায়, ছোট বেলায় হুমায়ুনের মৎস্যজীবী বাবা রফিকুল ইসলাম মৎস্য আহরণ করে যে অর্থ আয় করত সেটা দিয়েই অভাব অনটনে কোন রকমে দুই ভাই এক বোনসহ পাঁচ জনের সংসার চলতো। সংসারে হুমায়ুন বড় ছেলে। অভাবের সংসারে খুব পড়ালেখা সম্ভব হয়নি। সংসার চালাতে গিয়ে কিছু ধার-দেনায় পড়ে তার বাবা নিজ গ্রাম ছেড়ে চট্টগ্রাম চলে যেতে বাধ্য হন।
এ অবস্থায় হুমায়ুন বাবার অবর্তমানে সংসার চালাতে গ্রামে কাজের সন্ধান করে না পেয়ে চট্টগ্রামে বাবার কাছে চলে যান। সেখানে দীর্ঘ ৫ বছর একটি টিন ফ্যাক্টরিতে মাসিক চুক্তিতে লেবার হিসাবে কাজ করেন। কিন্তু নিজ গ্রামে ফিরে নিজে কিছু করবেন এই স্বপ্ন তাকে পেয়ে বসে। সেই লক্ষ্যে তিনি ধীরে ধীরে বাবার দেনা পরিশোধ করে, নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে গ্রামে এসে ছোট একটি গরুর খামার শুরু করেন। কিছু দিনের মধ্যেই হুমায়ুন বুঝতে পারেন, অল্প পুজি নিয়ে শুধুমাত্র গরুর খামার করে জীর্বিকা নিবাহ করা কঠিন, এজন্য তিনি নিজের এবং বিভিন্ন খামার থেকে দুধ সংগ্রহ করে চরফ্যাশনে বাসা-বাড়ি এবং স্থানীয় বিভিন্ন বাজারে দুধ ফেরি করে বিক্রি শুরু করেন। প্রথমে তিনি সাইকেল দিয়ে দুধ বিক্রি করেন কিন্তু তার কর্মস্থলে দুধের প্রচুর চাহিদা থাকায় পাঁয়ে চালিত সাইকেলে সব স্থানে সময় মত দুধ পৌঁছানো সম্ভব হচ্ছিল না, ফলে অনেক সময় দুধ নষ্ট হয়ে যেতো, তাই তিনি তার এক বন্ধুর কাছ থেকে ২৫,০০০ টাকা ধার নিয়ে একটি পুুরাতন মোটরবাইক ক্রয় করে তা দিয়ে সময় মতো ক্রেতাদের কাছে দুধ পৌছে দেন।
কিন্তু মোটরবাইকে জ্বালানির খরচ মিটিয়ে দিন শেষে তার মুনাফা খুব একটা হয় না, তাছাড়া ক্রেতার সংখ্যা বাড়ায় দৈনিক ১১০ কেজি দুধ মোটরবাইকে পরিবহন করা বেশ কষ্টসাধ্য হয়। এতে তিনি বিভিন্ন পরিকল্পনা করলেও তাতে আশানুরুপ কোন ফলাফল পাচ্ছিলেন না। একদিন তিনি দক্ষিণ আইচা বাজারে মিষ্টির দোকানে দুধ দেওয়ার সময় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আরএমটিপি এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর এর সাথে দেখা হয় এবং তার কাছ থেকে গোয়ালাদের নিরাপদ দুধ পরিবহনে ‘আরএমটিপি’ প্রকল্পের আধুনিক ট্যাংকার ভ্যান সম্পর্কে তিনি জানতে পারেন। হুমায়ুন আধুনিক ট্যাংকার ভ্যানে নিরাপদে সামান্য খরচে বেশি দুধ পরিবহনের ধারণা পেয়ে নতুন উদ্যমে কাজে আগ্রহী হয়ে ওঠেন। তিনি সংস্থাটির কাছ থেকে ট্যাংকার ভ্যান ক্রয়ে অনুদান পান। পরে তার ব্যবহৃত বাইক বিক্রয় করে, অনুদান পাওয়া টাকার সাথে আরও কিছু টাকা যুক্ত করে একটি ইজিবাইক এবং সংস্থাটির সহায়তায় ১৪০ লিটার দুধ ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ফুডগ্রেড ট্যাংকার ক্রয় করেন। যা দিয়ে সময়মতো, মান রক্ষা করে দৈনিক প্রায় সাড়ে তিন মন দুধ বিক্রি করে খরচ বাদে মাসে প্রায় ৩৫ হাজার টাকা তার আয় হয়। বর্তমানে তার দুধ সংগ্রহের খামার সংখ্যা ৭টি, দুধ বিক্রয়ে ক্রেতার সংখ্যা ৪৩ জন। সে এখন আর্থিকভাবে স্বচ্ছল। গোয়ালা হুমায়ুন বলেন, প্রচুর পরিমান দুধের সহজ পরিবহন ও মান রক্ষায় ফুড গ্রেড ট্যাংকার ভ্যান ব্যবহার করছি বিধায় আমাকে ব্যবসার পরিধি বাড়াতে হচ্ছে, এতে আমার প্রতিষ্ঠানে কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী