সীমান্তাঞ্চলে বেড়েছে বিচ্ছেদ
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
গারো পাহাড় সীমান্তাঞ্চলে আশঙ্কাজনকভাবে বেড়েছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। গত ১ বছরে বিয়ে নিবন্ধের ৪৪ শতাংশই ঘটেছে বিবাহ বিচ্ছেদ। পুরুষের চেয়ে বিচ্ছেদে নারীরাই এগিয়ে। এজন্য দাম্পত্য জীবনে কলহ, অভাব, যৌতুক, বাল্যবিয়ে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককেই দায়ী করছেন অনেকেই। ডিভোর্সে শিক্ষিতের সংখ্যাই বেশি। তার মধ্যে প্রেমঘটিত বিয়ে ভাঙার হার সবচেয়ে বেশি।
শেরপুর জেলা রেজিস্ট্রার সূত্র জানায়, গত ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন ১ বছরে জেলায় মোট বিবাহ নিবন্ধন হয়েছে ৮ হাজার ৭২০টি। শ্রীবরদীতে ১ হাজার ৭১৩টি, ঝিনাইগাতীতে ১ হাজার ৪৩টি, শেরপুর সদর উপজেলায় ২ হাজার ৫৮৯টি, নকলায় ৯৮৯টি ও নালিতাবাড়ীতে ২ হাজার ৩৮৬টি। তালাক নিবন্ধন হয়েছে ৩ হাজার ৮৪৪টি। যা মোট বিবাহ নিবন্ধনের ৪৪ শতাংশ। তালাক হয়েছে শেরপুর সদর উপজেলায় ১ হাজার ৯১টি, নকলায় ৫১১টি, নালিতাবাড়ীতে ৯২১টি, শ্রীবরদীতে ৮৯৫টি ও ঝিনাইগাতীতে ৪২৬টি। তার মধ্যে শ্রীবরদীতে বেশি বিবাহ বিচ্ছেদ ঘটেছে ৫২.২৫ শতাংশ। কম বিবাহ বিচ্ছেদ ঘটেছে নালিতাবাড়ীতে ৩৮.৬০ শতাংশ। তবে গোপনে হওয়ায় অনেক তালাকই নিবন্ধনের আওতায় আসে না। সংশ্লিষ্টদের ধারণা প্রকৃত বিবাহ বিচ্ছেদের সংখ্যা আরো বেশি হবে।
কয়েকজন কাজীর সঙ্গে কথা বলে জানা যায়, তালাক ছিল প্রধানত দারিদ্রতা বা পারিবারিক ব্যয় বহনের অক্ষমতা, শ্বশুর-শাশুড়ি দ্বন্দ, পারিবারিক অশান্তি ও কলহ-বিবাদে স্বামী কতৃক স্ত্রীকে শারীরিক নির্যাতন। যে সব সংসারে অভাব-অনটন বেশি সেসব পরিবারেই হতো তালাক। গ্রামের দরিদ্র বাবা মা সন্তান লালন-পালনের সক্ষমতা না থাকায় মেয়ে একটু বড় হলেই বিয়ে দিয়ে দেন। বেশি বয়সের স্বামীর ঘর করতে না পারায় হয় তালাক। সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অনুশাসন কম, নৈতিক অবক্ষয়, অবাধ তথ্য প্রযুক্তি ব্যবহারে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনে তালাক বেশি হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম কম বিচ্ছেদ বেশি। বিচ্ছেদ হয় ভালবাসার অভাব ও পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে।
পৌরসভার কাজি আবুজর আল আমিন জানান, প্রতিদিনই বিয়ের নিবন্ধন করি। তালাক নিবন্ধনও করি। বিয়ের পর স্বামী-স্ত্রী উভয় পক্ষ কাবিননামা বুঝিয়ে ২ পক্ষকেই নকল প্রদান করি। আগে তালাক রেজিস্ট্রেশন কম হতো। বর্তমানে বেড়েছে আশঙ্কাজনকভাবে। আগে ছেলে পক্ষ থেকে তালাক বেশি হতো। বর্তমানে মেয়ে পক্ষ থেকেই তালাক বেশি হচ্ছে।
শেরপুর জেলার জামিয়া সিদ্দিকীয়া তেরাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ বলেন, ডিভোর্সে দু’জনের জীবনে জড়িয়ে থাকা অন্য জীবনও সমস্যায় পড়ে। সামাজিক বন্ধন শিথিল করে। মুসলিম সমাজে বিচ্ছেদ দুঃখজনক। ইসলামে ডিভোর্সকে নিরুৎসাহিত করা হয়েছে। বর্তমান ইন্টারনেট সহজলভ্য হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে নারী-পুরুষ। তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারের কুফল এটি। ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা করলে মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে না।
শেরপুরের সিনিয়র আইনজীবী অ্যাড. আলমগীর কিবরিয়া কামরুল জানান, বিবাহ বিচ্ছেদ বাড়াছে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়াল দেখে। পরকীয়া, অপরিণত বয়সে বিয়ে, পারিবারিক বন্ধনে দূরত্ব সৃষ্টি ও শ্রদ্ধাবোধ কমে যাওয়ার কারণে বিচ্ছেদ বাড়ছে।
শেরপুর জেলা রেজিস্টার নূর নেওয়াজ দৈনিক ইনকিলাবকে জানান, শুধু বিবাহ রেজিস্ট্রেশনে অংশ নেই। হোক সেটা বিবাহ অথবা তালাক। এর বাইরে কোনো কাজ নেই। প্রত্যেক কাজীই বিবাহ নিবন্ধনে স্বামী-স্ত্রীর হক, দায়িত্ব-কর্তব্য উভয়কেই জানিয়ে দেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ
জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষর
শিক্ষার্থীদের মতের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি চলবে : নাছির
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার, চলাচল স্বাভাবিক
না.গঞ্জে ২৪ ঘন্টায় ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত
খরচ চালাতে লকার রুম, দরজা বিক্রি করছে রিয়াল মাদ্রিদ
যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ক্ষেতের মধ্যে রেললাইন, জীবিকা হারানোর মুখে কাশ্মীরের আপেল চাষিরা
সাতক্ষীরায় সাফজয়ী তিন ফুটবলারের গণসংবর্ধনা
মার্কিনের পর এবার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের
আহমেদাবাদ শিশু চলচ্চিত্র উৎসবে ৩৫ ইরানি ছবি
কিউই সিরিজের কথা ভুলে অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিকের অভিযানে ভারত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, ড. ইউনূসের সঙ্গে কুশল বিনিময়
সউদী আরবের ফ্যাশন শো নিয়ে যেসব কারণে ক্ষুব্ধ ইসলামী পণ্ডিতরা