ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

জলঢাকায় প্রাথমিকে চলছে দায়সারা পাঠদান

Daily Inqilab শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা (নীলফামারী) থেকে

২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাথমিক কিছু বিদ্যালয়ে চলছে দায়সারা পাঠদান। এতে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিসহ অনেকেই কিন্ডার গার্ডেন, প্রাইভেট কিংবা কোচিং শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে। এমন অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার অভিভাবক মহলে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, একটিতে চলমান আইনী জটিলতা ছাড়া ২৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ২৪টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়, ৭টি ইবতেদায়ী মাদরাসা, ৬৫টি বেসরকারি বিদ্যালয়, ১৬টি এনজিও বিদ্যালয় ও একটি ব্রাক বিদ্যালয় আছে। এছাড়া বিভিন্ন অসঙ্গতিতে অনুমোদিতহীন বেসরকারি ২১টি, ১৪টি কিন্ডার গার্ডেন, ৬টি ইবতেদায়ী মাদরাসা ও একটি ব্রাক বিদ্যালয় আছে।
সরেজমিন উপজেলার কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, গত ১২ নভেম্বর পশ্চিম কাঠালী কালির ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে তৃপ্ত ও সৌরভ নামে দু’জন শিক্ষার্থী বসে আছে। অপরদিকে ৫ম শ্রেণিতে পল্লব ও বিথী রানীকে নিয়ে ক্লাশ নিচ্ছেন শিক্ষকা জান্নাতুল আর শিক্ষিকা সোমা রানী ৪র্থ শ্রেণিতে তার একমাত্র উপস্থিত শিক্ষার্থী রত্না রানীকে ছাত্রী হিসাবে পরিচয় করে দিলেও পরে বেড়িয়ে আসে সে তার বাড়ির কাজের মেয়ে। ওই স্কুলের শিক্ষিকা শাহানাজ পারভীন জানান, ‘আমরা প্রধান শিক্ষকসহ ৫ জন কর্মরত আছি। একজন শিক্ষক আজ আসেন নাই, আর প্রধান শিক্ষক বাইরে আছেন’।
গত ১৮ নভেম্বর পূর্ব গোলমুন্ডা আনন্দ কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী মিল্লাত, লাকী ও মিশু জানায়, রোদের কারণে আমাদের সমাবেশ ক্লাশ হয় না। তাই দুপুর ১২টায় আমাদের ২য় শিফট শুরু হয়। ওই শিফটে ৪র্থ শ্রেনিতে ২জন ও ৫ম শ্রেণিতে ৪জন শিক্ষার্থী দেখা গেলেও সেখানে ঘাড়ির কাটা সাড়ে ১২টা পর্যন্ত কোন শিক্ষককে ক্লাশে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের অফিস কক্ষে তারা খোশ গল্পে ব্যস্ত।
ওইদিন দুপুর ১টা ১৫ মিনিটে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির একমাত্র উপস্থিত শিক্ষার্থী বিজয় চন্দ্র, ৩য় শ্রেণিতে কোন শিক্ষার্থী নাই। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী লাবিবা মৌনতা, তানজিম ও আরফিন জানায়, যোহরের আজানের পর আমাদের ২য় শিফটের ক্লাশ শুরু হয়। তারপর ক্লাশ শেষ হলে কখন ছুটি হয় জানতে চাইলে তারা বলতে পারে না। দ্বিতল ভবনের নিচ তলায় অফিস কক্ষে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এনামুল হক। তিনি জানান, তার প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ১৭৮জন। আমিসহ এখানে তিনজন শিক্ষক কর্মরত আছি। আর শিক্ষার্থী না আসলে আমি কি করবো। ধান কাটার মৌসুমে অনেকে ক্ষেতের মাঠে যেতে পারে।
ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন জন শিক্ষক থাকার কথা থাকলেও সুলতান নামে একজন শিক্ষক তৃতীয় শ্রেণির ক্লাশ নিচ্ছেন। ৪র্থ শ্রেনির শিক্ষার্থীরা ফজলুল হক স্যারের অপেক্ষায়। আর প্রধান শিক্ষক আইনুল হক না থাকায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা চলে গেছে।
দক্ষিণ হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় ৪র্থ ও ৫ম শ্রেণির ক্লাশ নিচ্ছেন আব্দুল কুদ্দুস নামে একজন শিক্ষক। ৩য় শ্রেণিতে কোন শিক্ষার্থীর উপস্থিতি মেলেনি। আসাদুজ্জামান নামে একজন শিক্ষক অনুপস্থিত। সংবাদকর্মীদের আসার সংবাদে ছুটে আসেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হালিমুর রহমান। তিনি শিক্ষার্থী উপস্থিতির জন্য অভিভাবকদের সাথে কথা বলতে গিয়েছিলেন বলে জানান।
এসব প্রতিষ্ঠান এলাকার অভিভাবক ও এলাকাবাসী জানান, আমরা সন্তানদের শিক্ষা জীবন নিয়ে খুবই চিন্তিত। বাচ্চাদের ভিত্তিটা যদি ঠিক না হয়। তাহলে উচ্চ শিক্ষার স্বপ্ন কিভাবে দেখবো? প্রত্যন্ত এলাকার স্কুলগুলো অনেকটা কাজির গোয়ালের মতো। কেতাবে আছে, গোয়ালে নেই। স্থানীয় কর্তৃপক্ষের নিয়মিত তদারকি নাই। সহকারী শিক্ষা অফিসার অনেকেই অত্র উপজেলায় থাকেন না। তারা বিভাগীয় শহরে বাস করেন। কর্ম এলাকা হতে যার দুরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
উপজেলা শিক্ষা অফিসারসহ এসব সহকারী শিক্ষা অফিসার নিজ দপÍরে আসতে প্রায় দুপুর হয়। তাই শিক্ষকও তার মর্জি মতো প্রতিষ্ঠানে আসেন। তারপর শিক্ষার্থীদের হাজিরা খাতায় তার মতো উপস্থিত-অনুপস্থিত চিহ্ন মারেন। মাস শেষে উপজেলা পর্যায়ে তাদের কাজের প্রতিবেদন দিয়ে তাদের বেতন জায়েজ করেন।
সদ্য অবসরপ্রাপ্ত অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, সবাই আন্তরিক না হলে কোন কাজই সফলভাবে সম্পন্ন করা সম্ভব না। সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতামূলক পরিদর্শন বাড়ানো উচিত। আর শিক্ষাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলে এমন সমস্যা নিরসন করা সম্ভব।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার ইনকিলাবকে বলেন, ‘এখানে দাপ্তরিক কাজ বেশী। তারপরেও আমি স্কুলগুলো পরিদর্শন করে থাকি। শিক্ষকদের নিয়ে মিটিং করা হচ্ছে। নির্দেশনা দেয়া হচ্ছে। শিক্ষার্থী আনতে আমরাতো পরামর্শ দিচ্ছি। মা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম চালু আছে। শিক্ষার্থী তো নিয়ে আসতে হবে। সবখানে এমন অবস্থা নাই। তবে এরকম থাকতে পারে। শিক্ষার্থী কেন নাই অবশ্যই জবাবদিহিতা আছে। স্কুলগুলোর নাম অনুযায়ী তথ্যগুলো দেন আমরা ব্যবস্থা নিব।’


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ

এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ

কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম