আমন ধানে কারেন্ট পোকা দিশাহারা চৌগাছার কৃষক
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
যশোরের চৌগাছায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা হযে পড়েছেন কৃষক। উপজেলার হাজারো চাষির রাতের ঘুম কেড়ে নিয়েছে কারেন্ট পোকা। চলতি মৌসুমের শেষের দিকে আমন ধানে এই পোকার আক্রমণ দেখা দিয়েছে। অল্প সময়ে খেতে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছে উপজেলার পৌরসভা ও ১১ ইউনিয়নের কৃষকেরা। কিভাবে এই পোকা দমন করা যায় তা তারা বুঝতেই পারছেন না। বিপর্যয় ঠেকাতে কৃষি বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কৃষকেরা।
উপজেলার স্বরুপদাহ গ্রামের ধানচাষি জাহাঙ্গীর আলম বলেন, এক একর ৩৩ শতাংশ ধান চাষের ১৬ শতাংশ জমির ধান স¤পূর্ণ নষ্ট হয়েছে। চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামেরচাষি আব্দুল গফুর, আব্দুর রাজ্জাক বলেন, ৩ বার ¯েপ্র করেও এই পোকার আক্রমণ থেকে রক্ষা পায়নি আমন ধান। এমন সমস্যা গতবার আমন মৌসুমেও কিছুটা হয়েছিলো কিন্তু এর ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি কৃষি বিভাগ জানান এই চাষি। প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ মণ ধান পেতাম এবার কারেন্ট পোকার আক্রমণের ফলে এক বিঘা জমিতে ১০/১২ মন ধান পাচ্ছিনা এবং অনেক জমির ধান পরিপক্ক হওয়ার আগেই কারেন্ট পোকার আক্রমণের ভয়ে কেটে ফেলতে হচ্ছে।
উপজেলার পাশাপোল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সেলিম বিশ্বাস ও আনারুল ইসলাম বলেন, কারেন্ট পোকার আক্রমণে আমার ৩৬ শতাংশ জমির ধান বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। কারেন্ট পোকার আক্রমণের ফলে ফসল দ্রুত কাটতে হচ্ছে। ধানের দাম সন্তোষজনক থাকলেও আশানুরূপ ফলন না হওয়ায় বিপাকে পড়েছে উপজেলার হাজারো কৃষক। সুখপুকুরিয়া ইউনিয়ন মাকাপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ দুই বিঘা, নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আবু তালেবের ৩৩ শতাংশ জমিতে কারেন পোকার আক্রমণ দেখা দিয়েছে।
পৌর শহরের হিন্দুপাড়ার কৃষক সচিন চন্দ্র রায়ের দুই একর ৩৩ শতাংশ আমন ধান চাষ করেছেন। তার প্রতিটি ক্ষেতেই পোকা আক্রমণ করেছে। পোকার আক্রমণে ফসল নষ্ট হচ্ছে। তিনি তার চাষাবাদের প্রতি বিঘায় (৩৩ শতাংশ) ফলন দু’হতে তিন মন কম হওয়ার আশঙ্কা করছেন।
চৌগাছা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসাব্বির হুসাইন বলেন, উপজেলার সব এলাকা ঘুরে ধানে পোকার আক্রমণের ব্যাপারে আমরা কৃষকদের সচেতন করেছি, লিফলেটসহ ফলন বৃদ্ধির ব্যাপারে পরামর্শ প্রদান করেছি। এবারে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণ হলেও অন্যবারের চেয়ে অনেক ভালো ফলন হয়েছে। এবার উপজেলায় ১৮ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। তার মধ্যে উফশী জাত ১৬ হাজার ১৯০ হেক্টর, স্থানীয় ধানজাত ৪৫ হেক্টর ও হাইব্রিড ২ হাজার দু’শত হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ