ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্পে মিটার কারসাজি

চুরি হচ্ছে তেল, ঠকছেন ভোক্তারা

Daily Inqilab কামাল আতাতুর্ক মিসেল

২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

অসাধু কিছু পেট্রোল পাম্প কর্মচারী ও মালিকের যোগসাজশে দুর্মূল্যের এই বাজারেও কষ্টার্জিত টাকায় কেনা তেল সঠিক পরিমাণে পাচ্ছেন না গ্রাহকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা এসব বিভিন্ন পেট্রোল পাম্পে সুক্ষ কারসাজির মাধ্যমে অর্ডারের তুলনায় গ্রাহককে দেয়া হচ্ছে কম তেল। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জালিয়াতি। তবে পুরো দাম নিয়েও পরিমাণে কম তেল দেওয়ায় অভিযোগ গাড়ি চালকদের। সর্বশেষ পরিমাণে তেল কম দেওয়ার অভিযোগে মহাসড়কের কুমিল্লায় নুরুল হুদা পেট্রোল পাম্পকে কারচুপির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
জানা যায়, তেল দেওয়ার সময়, নিখুঁত মিটার রিডিংকেও ফাঁকি দিয়ে ক্রেতাকে প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, অকটেনে ৩২০ মিলি এবং পেট্রলে ৩৪০ মিলি কম প্রদান করছিল। এভাবে গ্রাহকদের কাছ থেকে শত শত লিটার চুরি করছে পেট্রল পাম্প কর্তৃপক্ষ।
বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, এসব অভিযোগে বেশকিছু পেট্রোল পাম্পকে জরিমানা ও সিলগালা করেও তেল কম দেয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অনিয়ম ঠেকাতে দায়িত্বপ্রাপ্ত সরকারের এই প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা বলছেন, পেট্রোল পাম্পের এই জালিয়াতি থামাতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনে প্রায় ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেয়া হচ্ছে। আদায় করা হচ্ছে জরিমানা। পাশাপাশি পাম্প মালিকদের সতর্ক করা হচ্ছে। এর আগে চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত মেসার্স এস কে ফিলিং স্টেশনে পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মি.লি তেল কম দেওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুইটি ডিটেইন বন্ধ করে দেয়া হয় এবং ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম প্রদান করায় ডিসপেন্সিং ইউনিট দুইটি বন্ধ করা হয় এবং একই সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই অভিযানে নেতৃত্ব দেয়া বিএসটিআই উপ-পরিচালক (সিএম) মো. পূজন কর্মকার বলেন, ফিলিং স্টেশনে পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলি তেল কম দেয়ায় দুই পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, যেসব নজেলে কম পেয়েছি, জরিমানার পাশাপাশি আমরা এগুলো লক করে দিয়েছি। বিএসটিআই থেকে নতুন করে ক্যালিব্রেশন ছাড়া তারা এসব নজেল থেকে তেল বিক্রি করতে পারবে না। যানবাহন চালক ও মালিকরা মনে করেন, বিএসটিআই ও ভোক্তা অধিকারের এমন আশ্বাস, স্থায়ী সমাধান নয়। সরকারের যেসব সংস্থা এসব পাম্পের অনুমতি দেয়, নীতিমালা বাস্তবায়ন ও রাজস্ব আদায় করে সেসব সংস্থাগুলোর নজরদারিই পারে এমন কারচুপি নির্মূল করতে।
এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কোনোভাবে তেল কম দিয়ে টাকা বেশি নেয়া হোক বা যেটাই করা হোক না কেন মিটারে তো রিডিংটা উঠতে হবে। ফলে দেখা যায় যে তেল কম যাচ্ছে, বিল বেশি নিচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে অনিয়ম খুবই বেশি। আমরা জরিমানা করেও থামাতে পারি না। গতকালও অভিযান হয়েছে, জরিমানা করে এসেছি। আমরা চলে এলেই আবার মাপে কম দেওয়া শুরু হয়ে যায়। তিনি বলেন, বেশি পেট্রোল পাম্প মালিকদের সততা থাকাটা জরুরি। তাহলে প্রতিযোগিতার কারণে অনিয়ম কমবে।
প্রশাসনের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত বলেন, জ্বালানি তেলে কারচুপির মতো জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন, বিএসটিআই ও ভোক্তা অধিকার এই যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে

পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে

এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ

এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ

কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ