নানা সমস্যায় নিয়েই চলছে পাঠদান
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষক সমস্যাসহ নানা সমস্যায় জর্জরিত। এমন সমস্যা নিয়েই প্রতিদিন হচ্ছে পাঠদান। দ্রুত এমন সমস্যাগুলো দূর করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকগন দাবি জানান।
জানা যায়, ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ৬ জন শিক্ষক বিদ্যালয়টিতে পাঠদানের সাথে যুক্ত আছেন। এর মধ্যে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও একজন মানসিক ভারসম্যহীন শিক্ষক রয়েছেন। আর পাঠদানের ক্ষেত্রে এখানেই যত সমস্যার সৃষ্টি হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক পারভীন আক্তারেকে পাঠদানে কোনরকম সহযোগিতা করে চালিয়ে নিচ্ছেন স্বামী হাবিবুর রহমান। কিন্তু পাঠদানে সমস্যার সৃষ্টি করছেন মানসিক ভারসম্যহীন শিক্ষক শরীফা বেগম। শরীফা বেগম ৩ মার্চ ২০১৮ সালে বিদ্যালয়টিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মেধাবী শিক্ষক হিসেবেও প্রসংশা কুড়িয়ে ছিলেন। ২০২২ সালের দিকে এসে তার মানসিক সমস্যা দেখা দেয়। ২০২৩ সালে মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করলে ওই বছরের ১১ নভেম্বর চিকিৎসার জন্য থাকে ৬ মাসের ছুটি দেয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর চলতি বছরের ২৪ মে তিনি আবারও বিদ্যালয়ে যোগদেন। কিন্তু তিনি বিদ্যালয়ে এসে উদ্ভট আচরণ শুরু করেন। তার উদ্ভট আচরণে শিক্ষার্থীরা চরম ভয় পায়। অন্য শিক্ষকগণ শ্রেণিকক্ষে পাঠদানের সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শুধু এই বিদ্যালয়েই নয় তিনি আশপাশের বেশক’টি বিদ্যালয়ে গিয়েও সমস্যা সৃষ্টি করেন।
বিদ্যালয়টিতে পাঠদানের এমন সমস্যা ছাড়াও রয়েছে রাস্তার সমস্যা। বিদ্যালয়টিতে যাতায়াতের রাস্তা নেই। এক পাশে একটি রাস্তা থাকলেও তা রাস্তার চিত্র ধারণ করে না। অন্যপাশে প্রতীবেশীদের বসতঘরের তল পেরিয়ে সুরু রাস্তা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কোন রকম যাতায়াত করছে। বিদ্যালয়টিতে দুটি একতলা বিশিষ্ট্য ভবন থাকলেও একটির অবস্থা খুবই খারাপ। শিশুরা ঝুঁকি নিয়ে ওখানে পাঠ নিচ্ছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শরিফা খাতুন জানায়, বিদ্যালয়ে আসার ভালো রাস্তা না থাকায় যাতায়াতে তাদের খুব কষ্ট হয়। আর মানসিক ভারসম্যহীন শিক্ষক শরীফা বেগম শ্রেণিকক্ষে গেলে তাদের খুব ভয় করে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবি আক্তারের মা নার্গিস আক্তার বলেন, শরীফা বেগম ম্যাডামকে দেখে বাচ্চারা ভয় পায়। তিনি একেক সময় একেক ধরণের আচরণ করেন। মানসিক সমস্যার কারণে তিনি পাঠদানের হিতাহিত জ্ঞান হারিয়েছেন। আমার অনুরোধ থাকবে তাকে বিদ্যালয়ের পাঠদান থেকে সরিয়ে নেয়ার। সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য অনুরোধ করছি।
অভিভাবক সৈয়দ নূরুল আমীন বলেন, শিক্ষক শরীফাকে নিয়ে পাঠদানের সমস্যা হচ্ছে। তাকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে। প্রায় সময়ই আশপাশের বাড়িতে ঢুকে পড়ে লঙ্কা কা- করে বসছেন। তার ভালো চিকিৎসার প্রয়োজন। তাকে সরিয়ে নিলে অন্য শিক্ষকগণ অন্তত পাঠদানে বাধাগ্রস্ত হতেন না। বাচ্চারাও পাঠগ্রহণে ক্ষতিগ্রস্থ হতো না।
প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, শিক্ষক শরীফাকে নিয়ে সমস্যায় আছি। শরীফা মানসিকভাবে চরম বিপর্যস্ত। তিনি পাঠদান করতে পারেন না। উল্টো বাচ্চাদের ভয়ের কারণ হয়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এছাড়াও বিদ্যালয়টিতে যাতায়াতের ভালো রাস্তা নেই। একটি পুরনো ভবনে বাচ্চারা ঝুঁকি নিয়ে ক্লাশ করছে। আমি বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে একাধিক বার উর্ধ্বতন কর্তৃপক্ষেরর কাছে আলোচনা করেছি কিন্তু অদ্যাবধি এর কোন সমাধান মেলেনি।
উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, প্রথমতো বিদ্যালয়ের রাস্তাটি নিয়ে অনেক চেষ্টা করেছি। রাস্তাটি ব্যাক্তি মালিকানাধীন জায়গা দিয়ে আসায় রাস্তার কোন সুরাহা হয়নি। শিক্ষকের বিষয়টি তিনি হোয়াটসআপে জানিয়ে ছিলেনে। ওই শিক্ষকের মানসিক সমস্যা আছে। তিনি ইতোমধ্যে চিকিৎসা নিয়েছেন তবে পুরোপুরি সুস্থ হয়নি। পাঠদানের সমস্যার বিষয়টি লিখিতভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, বিদ্যালয়ের পাঠদানসহ সমস্যাগুলো চিহ্নিত করে আমার কাছে লিখিত অভিযোগ করলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আমি চাই প্রতিটি বিদ্যালয়ে বাধাগ্রস্থহীন পাঠদান অব্যাহত থাকুক।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন