৪ লাখ মানুষের জন্য ডাক্তার মাত্র ৭ জন
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে জোড়াতালির মাঝে চলছে স্বাস্থ্যসেবা। ফলে বিভিন্ন জটিল রোগ নিয়ে আগত রোগীরা প্রতিদিনই গোঙানি কাতরানির মাঝে সামর্থের মধ্যে কেউ উন্নত চিকিৎসা নিতে রংপুর মেডিকেল কলেজে যাচ্ছেন। কেউবা চিরতরে বিদায় নিচ্ছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগি রোগীসহ তাদের স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৭৫ সালে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপিত হয়। এবং ২০১১ সালে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। ২০১১ সাল থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হলেও শুধু খাবার অনুমোদন দেয়া হয়। জনবল অনুমোদন দেওয়া হয়নি। ৩১ শয্যার জনবল দিয়েই চলছে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। আর ৩১ শয্যায়ও নেই মঞ্জুরীকৃত জনবল।
সূত্র আরও জানায়, ৩১ শয্যার জন্য মঞ্জুরীকৃত জনবল ১৯৯ জন। কর্মরত আছেন ১১৬ জন। শুন্যপদ আছে ৮৩টি। এখানে ১ম শ্রেণির মঞ্জুরীকৃত ৩৩টি পদ থাকলেও কর্মরত আছেন ১১জন। সেখানেও ৪ জন নেই। তাদের মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে ১ জন, প্রেষণে ১ জন, ফাউন্ডেশন ট্রেনিংয়ে ১ জন ও সংযুক্তি ঢাকায় ১ জন আছেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তদন্তকারী আসাদুল হক জানায়, উপজেলায় মোট জনসংখ্যা তিন লাখ ৮৬ হাজার ৭৯০ জন। পুরুষ এক লাখ ৯১ হাজার ৫৪১ জন, মহিলা এক লাখ ৯৫ হাজার ২৪৯ জন ও শুন্য থেকে ১৪ বছরের এক লাখ ২২ হাজার ৫৬৮ জন শিশু আছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, বিভিন্ন রোগ নিয়ে আগত ৪টি রোগীর সারি। তারা বহিঃবিভাগে চিকিৎসার জন্য কেউ টিকিট সরবরাহ করছেন। কেউ ডাক্তার দেখাতে সারিতে দাঁড়িয়েছেন। কেউবা ডাক্তার দেখার পর ওষুধ নিতে সারিবদ্ধ হয়েছেন।
এ সময় শিশু জুঁইয়ের চোখের সমস্যা হওয়ায় তার মা রুবিনা বেগম ডাক্তার দেখাতে নিয়ে আসেন। আইএসসিআই ও পুষ্টি কর্ণারে রোগী দেখছেন উপ-সহকারি মেডিকেল অফিসার সোহেল। সেখানে চর্ম রোগে আক্রান্ত দেড় বছরের শিশু শুভকে দেখাতে নিয়ে আসেন তার মা নাসরিন আক্তার। আরেক সারিতে প্রশ্রাবের সমস্যায় কাতরাচ্ছেন নাইম ইসলাম।
একই দিনে সকাল ১১.৪৭ মিনিটে জরুরি বিভাগ ফাঁকা। সেখানে নেই কর্তব্যরত কোন চিকিৎসক কিংবা ওয়ার্ডবয়। জরুরি বিভাগের দরজায় সুবল চন্দ্র ও আবু তালেব নামে দু’জন রোগী কাতরাচ্ছেন।
প্রসূতি ওয়ার্ডে রোগীদের জন্য ৮টি বিছানা আছে বলে জানায় মিডওয়াইফ মিনু। সেখানে নয় মাসের গর্ভবতী মনিজা বেগম ওপর পেটের ব্যাথা নিয়ে ভর্তি হয়েছেন। পাশের বিছানায় নয় মাসের গর্ভবতী লায়লা বেগম। তার কোমড় ও নিচ পেট ব্যাথা। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ভর্তি আছেন আঁখিতারা।
মনিজা, লায়লা ও আঁখিতারা জানায়, আজ এই ওয়ার্ডে আমরা তিনজনেই ভর্তি আছি। আমরা বিভিন্ন রোগ নিয়ে এখানে ভর্তি হলেও নার্সদের ওপর চিকিৎসা নির্ভর থাকতে হয়। শুধুমাত্র সাদা রঙের ২টা বড়ি সকালে নার্সরা দেয়। আর স্যালাইন-ইঞ্জেকশন বাইরে থেকে কিনতে হয়। এই ওয়ার্ডে পানি সাপ্লাই নাই। তাই দুর্গন্ধ, অপরিচ্ছন্নতার মাঝে আমাদেরকে চিকিৎসা সেবার জন্য এখানে থাকতে হচ্ছে।
কিছুদিন ধরে গাইনী ওয়ার্ডে পানি সাপ্লাই দেয়া সম্ভব হচ্ছে না। রোগীরা বালতি দিয়ে পানি এনে তাদের চাহিদা মেটাচ্ছেন। আমাদের এখানে ৩টি পাম্প মেশিন আছে। তার মধ্যে ২টি অকেজো বলে নিশ্চিত করেন জুনিয়র মেকানিক্স সেলিম শাহ। জ¦র ও শ^াসকষ্ট নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে রাফিয়া(৩)। দুইদিন ধরে সন্তানের পাশে বিনিদ্র রাত কাটাচ্ছেন রাফিয়ার বাবা রুহুল আমিন। অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডে ১০ মাসের সন্তান তাজফিয়াকে ওরস্যালাইন খাওয়াচ্ছেন তার মা লতা বেগম।
এসময় লতা বেগম ও রুহুল আমিন জানান, এখানে রোগ নিয়ে সুস্থ হতে আসলেও অনেকেই যেন রোগী হয়ে ফিরে যায়। এসব নামেই শিশু ওয়ার্ড। দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশ অনেকটা দায়ে পড়ে থাকা। এখানে নেই কোন টয়লেটের ব্যবস্থা। এসব ওয়ার্ডের ভর্তি শিশুদের পায়খানা প্রস্রাবের চাপ আসলেই নিয়ে ছুটতে হয় পুরুষ কিংবা মহিলা ওয়ার্ডে। সেখানেও লাইন খাটতে হয়। পানি থাকেনা। ততক্ষণে পায়খানা প্রস্রাব আর বমিতে বাচ্চার সাথে তাদের বাবা-মাকেও রোগী হতে হয়।
ওষুধ ভান্ডার রক্ষক তহমিদুর রহমান জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে এক কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে ৮০% অ্যাসেনসিয়াল ড্রাগ ওষুধ সরবরাহ করে আর ২০% দিয়ে স্থানীয়ভাবে ওষুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সরবরাহ করা হয়। তবে যা বরাদ্দ আসে চাহিদার তুলনায় অপ্রতুল।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর ইনকিলাবকে বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা যাচ্ছে না। রোগীর তুলনায় চিকিৎসক অপ্রতুল। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তাই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে জরুরি বিভাগসহ হাসপাতালের কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এখানকার সমস্যা সবাই অবগত হলেও সমাধান হচ্ছে না। পানি সরবরাহ নিশ্চিতকরণের জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তর প্রকৌশলকে পত্র মারফত জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত পানির পাম্প তারা ঠিক করেনি।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড