ভোগান্তির অপর নাম দাকোপের বাজুয়া-দিগরাজ খেয়াঘাট
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া-দিগরাজ আন্তঃ জেলা খেয়া ঘাটের বেহাল দশা। ঘাট সংস্কার বা পল্টন না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ভাটার সময় যাত্রীদের কাদাপানিতে নেমে এমনকি ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে ট্রলারে উঠতে হচ্ছে। সঠিক সেবারমান না থাকলেও যাত্রীদের নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে ট্রলারে যাতায়াত করতে হয়।
সরেজমিনে দেখা গেছে, এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। খুলনা-মোংলাসহ দেশের সকল জায়গায় যেতে হলে এই এলাকার মানুষকে এ ঘাট দিয়ে ট্রলারে পার হতে হয়। আর আসা-যাওয়ার সময় যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয় পল্টুন না থাকায়। যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা না থাকায় এখানে যাতায়াতের শেষ ভরসা ট্রলারে করে নদী পার হতে হয়। কিন্তু প্রতিদিন হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, শিশু, বৃদ্ধ নারী পুরুষ সকলকে উঠতে হয় প্রচুর কষ্ট করে এই ঘাট দিয়ে।
জানা গেছে, এই খেয়া ঘাটটি চলতি বছর মোংলা উপজেলা প্রশাসন থেকে রাজস্ব দিয়ে ইজারা গ্রহণ করেন খেয়াঘাটের মাঝিরা। ঘাট সমিতির সভাপতি হাবি সরদার বলেন, এত টাকা রাজস্ব দিয়ে ঘাট কিনে এখন বিপদে আছি। দিগরাজের পারে ঘাট এলাকায় ভাঙ্গন লেগেছে। কিছুতেই ভাঙ্গন রোধ করতে পারছি না। এছাড়া বাজুয়ার পারেও পাকা ঘাটের শেষে বাঁশের সাঁকোর ঘাট থাকায় জোয়ারে স্রোত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঘাট ভেঙে গেছে। ঘাট ভেঙে যাওয়ায় কাদাপানিতে মাড়িয়ে যাত্রীরা উঠতে চায় না। তারপরও মালামাল উঠানো-নামানোর ক্ষেত্রে রয়েছে আরও সমস্যা।
উপজেলার লাউডোব ইউনিয়নের কাকড়া ব্যবসায়ী বাবু বলেন, শুধু বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপ ইউনিয়নের লোকজন এ ঘাট দিয়ে চলাচল করে তা নয়, পাশের অনেক জেলার ও ইউনিয়নের লোকজনও যাতায়াত করে থাকে। মালামাল এবং অনেক সময় অসুস্থ রোগী ট্রলারে উঠতে বেগ পেতে হয়।
স্থানীয় ইউপি সদস্য নিতাই জোয়ারদার বলেন, এটা আন্তঃজেলা খেয়াঘাট। এই ঘাট দিয়ে সরকার বছরে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। আর সেই ঘাটে পল্টন না থাকায় বাঁশের সাঁকোর ঘাট দিয়ে ট্রলারে উঠতে হয় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের।
ট্রলার থেকে উঠার সময় অসুস্থ হালিমা নামের এক মহিলা বলেন, বাবারে এই ঘাট দিয়ে কিভাবে আমরা রোগী ট্রলারে উঠি এবং ট্রলার থেকে নামি বলতে পারেন? এমন ভাঙ্গা ঘাট দিয়ে কি উঠা নামা করা যায়। আমার স্বামীর ঘাড়ে ভার দিয়ে ট্রলার থেকে লাঠি ভর করে উঠছি, বাবা জীবন বের হয়ে যাওয়ার মতো।
একই কথা বলেন পলাশ নামের অন্য এক যাত্রী। তিনি বলেন, ঘাটের যে অবস্থা, তাতে আমাদের চলতে খুবই সমস্যা হচ্ছে। ঘাট সংস্কারসহ একটা পল্টুন দেওয়া খুবই দরকার।
ঘাটের ট্রলার মাঝি কামরুল বলেন, ঘাট সংস্কার না করায় ভাঙ্গা ঘাটের কারণে এই ঘাট দিয়ে যাত্রী উঠা নামা করতে গিয়ে নানা সমস্যায় পড়ছে। তাই ঘাটের জন্য পল্টুন এর ব্যবস্থা করা প্রয়োজন। জোয়ারের পানির চাপে বাঁশের সাঁকোর ঘাট ভেঙে যাচ্ছে। ফলে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।
তবে, ঘাটে চলাচলরত যাত্রীরা জোর দাবী দিয়ে জানান, জরুরি ভিত্তিতে এই ঘাটে একটি পন্টুনের ব্যবস্থা করে জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবী জানান তারা।
এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন বলেন এ খেয়া ঘাটের দৈর্ঘটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। ইতিমধ্যে ৩৮০ ফিট পযন্ত দীর্ঘ আরসিসি ঢালাই করা ঘাট নির্মান করা হয়েছে। আরো প্রায় ২০/৩০ ফুট ঢালাই রাস্তা করলে যাত্রীদের পারা পারে আর কোন অসুবিধা হবে না। তিনি আরও বলেন, আমি সরেজমিনে ঘাটি পরিদর্শন করে যাত্রী ব্যবহারের বিশ্রামাগার ও ওয়াশ বক পরিস্কার পরিচ্ছন্ন রাখবার জন্য ঘাট তদারক কারিদের বলেছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী