খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গ্রাম আদালতের কার্যক্রম
১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে আদালতে করা মামলা পাঠিয়ে দেওয়া হয় বাড়ির সন্নিকটে থাকা গ্রাম আদালতে। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে মামলাটির নিস্পত্তি হয়। এতো সহজে মামলার নিস্পত্তি হবে ভাবতেও পারেননি ঐ মামলার বাদি। গ্রাম আদালতের মাধ্যমে উপকৃত হওয়া এভাবেই নিজের ক্ষেত্রে ঘটা গল্পটি করছিলেন উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামের মৃত সাব্দার আলীর ছেলে রুস্তম আলী। গ্রাম আদালত গতিশীল থাকলে স্থানীয় অনেক মামলায় রুস্তম আলীর মতো নিস্পত্তি হতো। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য উপজেলার ১১টি ইউনিয়নে আদালত পরিচালনা করার কথা থাকলেও তা যথাযথভাবে করা হয়না। মূলত মানুষের অসেচতনতা, জনপ্রতিনিধিদের অনাগ্রহ, এজলাস না থাকাসহ নানা কারণে গ্রাম আদালতের সুফল পাচ্ছেনা গ্রাম বাংলার মানুষ।
গ্রাম বাংলার সর্বস্তরের জনগনকে কম সময়ে নাম মাত্র খরচে বিচারিক সেবা প্রদান করার জন্য গ্রাম আদালত অধ্যাদেশ জারি হয় ১৯৭৬ সালে। গ্রাম আদালত আইনে রুপ নেই ২০০৬ সালে, এরপর থেকে ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়ন-এর আথিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্প আকারে কার্যকর হয়। বর্তমানে স্থানীয় সরকার বিভাগের তত্বাবধানে গ্রাম আদালত আইন, ২০০৬ (সংশোধনী-২০০৪) কার্যকর করার মাধ্যমে পল্লী এলাকার নারী, দরিদ্র, অনগ্রসর ও সুবিধাবতি জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদলত কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ সংশোধনী ২০২৪ অনুযায়ী গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে পরিবর্তন করে ৩ লাখ টাকা করাসহ তফসিলে দ্বিতীয় অংশে (দেওয়ানী) ৭ নং ক্রমিকে নতুন বিষয় যুক্ত করা হয়েছে।
বর্তমানে উচ্চ আলাদত থেকেও বিভিন্ন মামলা নিস্পত্তির জন্য গ্রাম আদালতে পাঠাচ্ছেন বিচারকগণ। নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বাড়ানো আর জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার ব্যপারে সরকার সচেষ্ট হলেও কালীগঞ্জ উপজেলায় ৪টা ইউনিয়ন পরিষদে এজলাসই নেই। এজলাস না থাকার কারনে এইসব ইউনিয়ন পরিষদে আদালত কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। যার ফলে গ্রাম আদালতের সুফল থেকে বঞি¦ত হচ্ছে এইসব ইউনিয়নের জনগন।
উচ্চ আদালত থেকে পাঠানো মামলা গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিস্পত্তির নজির খুব বেশী না হলেও কিছু কিছু মামলা এখন গ্রাম আদালতের মাধ্যমে নিশপত্তির ঘটনা দেখা যাচ্ছে। উচ্চ আদালতে মামলার আবেদনকারীর রুস্তম আলী তার আপন বড় ভাই আকবর আলী সিদ্দিকীর বিরুদ্ধে জমির মামলা করেন। বাদি বিবাদি উপজেলার বারোবাজা ইউনিয়নের বাদেডিহি গ্রামের মৃত সাব্দার আলীর ছেলে। মামলাটি উচ্চ আদালতের নজরে আসলে মামলাটি গ্রাম আদালতে নিস্পত্তির জন্য পাঠানো হয়। সর্বশেষ মামলাটি নি¤œ আদালতে নিস্পত্তিও হয়েছে।
গ্রাম আদালত উপজেলা সমন্বয়ক মনিরুজ্জামান উজ্জল বলেন, গ্রাম আদালতের কার্যক্রমে প্রসার না হওয়ার প্রধান কারণ হলো স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণের মাঝে গ্রাম আদালতের বিষয় সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে অধিকাংশ লোকজন গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত নয়, সে কারণে তাহারা গ্রাম আদালতে না গিয়ে থানা বা উচ্চ আদালতের দিকে ধাবিত হয়। সেক্ষেত্রে থানা বা পুলিশ ক্যাম্পগুলো যদি তাদেরকে প্রাথমিক পর্যায়ে উচ্চ আদালতের দিকে ধাবিত না করে গ্রাম আদালতের দিকে অগ্রসর করেন তাহলে মানুষ এই আদালত সম্পর্কে আরো বেশি অবগত হবে। এবং গ্রাম আদালতের সকল সুযোগ সুবিধা নিতে পারবেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুুল ইসলাম হাওলাদার বলেন, যেকোন অভিযোগ পেলে বাদিকে আমি প্রথমে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেই। কিন্তু অনেকেই সেখানে যেতে চায় না। তবে গ্রাম আদালত সক্রিয় হলে আদালত ও থানার ওপর মামলার চাপ কমবে।
উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য ইতোমধ্যে ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসকদেরকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। যে ইউনিয়নগুলোতে এজলাস নেই সেখানে আমরা তৈরি করে দেবো। গ্রাম আদালতেও বিবাদমান সমস্যার সুষ্ঠু সমাধান বা নিষ্পত্তি হতে পারে এই বিশ্বাসটি মানুষের মধ্যে ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানেন। এখন পয়োজন গ্রাম আদালতের প্রতি তাদের আস্থার জায়গা তৈরি করা। সর্বোপরি নানামুখী প্রচার-প্রচারণা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালতকে আরো গতিশীল করা যেতে পারে বলে আমি মনে করি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি