সুপেয় পানি সঙ্কটে উপকূলবাসী
১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
‘এখন দুপুর। অনেক রোদ। শীত কমে গেছে। তাই পানি আনতি যাচ্ছি। একা একা যাচ্ছিনে। আমি, আম্মু আর বড় কাকি। দাদুগের কলসি আর পানির বোতলও নিছি নৌকায়। বড়কাকি নৌকা বাতি পারে। পানি নিয়ে বাড়ি আসতি প্রায় দু’ঘণ্টা লাগে। বাড়ি আইসে গা ধোবো।’
এভাবে কথাগুলো বলছিল খুলনার পাইকগাছা উপজেলার বাতিখালি এলাকার রবিন মন্ডল (১০)। রবিন এবার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে উঠেছে। স্কুল বন্ধ থাকলে সে পরিবারের অন্য সদস্যদের সাথে পানি সংগ্রহের জন্য যায়।
স্থানীয়রা জানায়, পাইকগাছায় বিশুদ্ধ পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। ফলে পুকুরের শ্যাওলা ভর্তি, দুর্গন্ধযুক্ত পানি পান করতে বাধ্য হয় অনেকে। বিশুদ্ধ পানির আশায় অনেকে আবার প্রায় তিন-চার কিলোমিটার দূরে ছোটে। এছাড়া সামর্থ্যবানরা পানি কিনে পান করেন। আর দরিদ্ররা, দূরের পুকুর থেকে পানি সংগ্রহ করেন।
পাইকগাছা পৌর সভার বাসিন্দারা জানান, পৌরসভা থেকে যে পানি সরবরাহ করা হচ্ছে তা অপ্রতুল। দিনে দুই বার পানি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে একবার। এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানির জন্য ৩ থেকে ৪ কিলোমিটার দূরেও ছুটে যাচ্ছেন মানুষ। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া-কলেরাসহ নানা রোগব্যাধি দেখা দিয়েছে।
সম্প্রতি সময়ে নলকূপগুলোতে পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা। অনেকেই পানি সংগ্রহ করছেন পৌর সদরস্থ মধুমতি পার্কে পানি প্রকল্পের আওতায়ধীন বি ব্লক থেকে।
পানি সংগ্রহে আসা সুশান্ত মন্ডল বলেন, পৌরসভা যে পানি দেয় খাওয়া যায় না। আমি প্রতিদিন এখান থেকে পানি সংগ্রহ করি, যা আমার বাড়ি থেকে ৩-৪ কিলোমিটার দূরে। শিববাটি, সরল ও বাতিখালী গ্রামের অনেক মানুষদের খাওয়ার জন্য এখান থেকে পানি নিয়ে যায়।
প্রায় দেড় কিলোমিটার দূর থেকে আসা চঞ্চলা রাণী, আরতী ও নাজমা আক্তার বলেন, এখান থেকে আমরা কয়েক দিন ধরে পানি নিচ্ছি। নিরুপায় হয়ে এতো দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
জানা যায়, পানির সঙ্কট নিরসনে প্রাথমিক পর্যায়ে ২০১৪ সাল থেকে পৌর পানি শাখার মাধ্যমে ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে পানি সরবরাহ শুরু করেন পৌর কর্তৃপক্ষ। ওই বছরই সরল পুকুর পাড়ে তিনটি পাম্প হাউজের মাধ্যমে পানি উত্তোলন করে ট্রিটমেন্ট করে সরবরাহ করেন। তখন গ্রাহক সংখ্যা ছিল মাত্র ২৫০টি। বর্তমানে হাউজের সংখ্যা ৫ হাজারের বেশি। বিপুল চাহিদার পরও পৌর কর্তৃপক্ষ ১২শ’ গ্রাহকদের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করছে। তীব্র পানি সঙ্কটে ভুগছেন বান্দিকাটি, গোপালপুরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বাসিন্দারা। পানি সঙ্কটে ওই তিন ওয়ার্ড পানি দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন কর্তৃপক্ষ।
লতা ইউনিয়নের সচিব বলেন, আধার মানিক সরকারি পুকুরে পানি নিতে আসে অনেক দূর থেকে। যদিও ওই পুকুর থেকে একটি পাইকলাইন করে অনেক দূরে পানিরলাইন দেয়া হয়েছে। যাতে মানুষ সুবিধা পায়। তারপরও এই ইউনিয়নে শুধু নয়, পুরো উপজেলাজুড়ে সুপেয় পানি সঙ্কট রয়েছে।
পৌর পানি সরবরাহ শাখার বিল ক্লার্ক মো. শাহিনুর হোসেন বলেন, পানির গুণাগুণ ভালো আছে কি-না তার জন্য ৬ মাস পর পর খুলনা (কুয়েট) হতে পানি টেস্ট করা হয়। গ্রাহককে ভালো পানি দেওয়ার জন্য ২০১৮ সালে পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন গদাইপুরের মানিকতলা এলাকায় একটা বোরিং করে সেখান থেকে পানি সরবরাহ করে আসছে। কিন্তু দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ায় একটা পাম্প হাউজ দিয়ে পানি সরবরাহ করা কঠিন হয়ে পড়ে।
লতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হাওলাদার জানান, আমাদের চারিপাশে পানি আর পানি। কিন্তু খাওয়ার বা পান করার পানি নেই। দূর থেকে পানি এনে পান করতে হয়। অনেকে কিনে খায়। তবে বেশিরভাগ মানুষ পুকুরে ধরে রাখা বৃষ্টির পানি পান করে। অনেক নারীরা নৌকা নিয়ে দূর থেকে সরকারি পুকুরের পানি নিয়ে আসে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এ অঞ্চলটি লবণ পানি-অধ্যুষিত, চারিদিকে পানি। তবে বিশুদ্ধ পানি নেই। পৌরসভার বর্তমান পানির গ্রাহকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। চাহিদার তুলনায় পানি সরবরাহ অনেক কম থাকায় এ সঙ্কট উত্তরণে গদাইপুরে পাম্প হাউজের কাজ চলমান। কাজটি দ্রুত বাস্তবায়ন হলে পৌরসভাসহ আশপাশের এলাকার মানুষের সুপেয় পানির সঙ্কট থাকবে না।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি