তদারকির অভাবে যাত্রীসেবা ব্যাহত
২৫ মার্চ ২০২৫, ০১:০৭ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:০৭ এএম

নানামুখী সমস্যার বেড়াজালে আবদ্ধ ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বর এলাকা। পাশাপাশি যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঢাকাগামী সাধারণ জনগণ। যাত্রী সেবার মান নিশ্চিত না করেই নির্ধারিত যাত্রী ছাউনি থেকে ওই গোলচত্বর এলাকায় স্থানান্তরিত করে বাস স্টোপিজটি।
যাত্রীছাউনি এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটার ফলে ওই সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত করার কথা থাকলেও মাস গিয়ে বছর চলে গেলেও দৃশ্যমান হচ্ছে না কোনোরকম সংস্কারমুলক কাজ।
সরেজমিনে উপস্থিত হয়ে একাধিক ঢাকাগামী যাত্রীর নিকট ওই স্ট্যান্ডের সেবার মান নিয়ে জানতে চাইলে তারা বলেন, তপ্ত দুপুরে খোলা আকাশের নিচে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, নেই কোনো যাত্রী ছাউনি। রোদের মধ্যে দাড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পাশের বিভিন্ন দোকানে বিশ্রাম নিতে হয়। এতে করে গাড়ি মিস করার বিড়ম্বনায়ও পারতে হচ্ছে তাদের। নারী ও রোগীদের জন্য বিষয়টি বেশ কষ্টদায়ক। পরিবহনে গাড়িতে ওঠার জন্য এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকতে হয়। এতে করে দুর্ঘটনার ঝুঁকির আশংকা রয়েছে।
এছাড়াও লোকাল বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা করায়, ওই এলাকায় মাঝে মধ্যেই জ্যামের সৃষ্টি হয়। যাতায়াতরত যানবাহনের মধ্যে শৃঙ্খলা রাখার জন্য পুরো গোল চত্বর এলাকা ঘুরে কোথাও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি।
এদিকে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য একটিমাত্র রাস্তা তাও আবার প্রয়োজনের তুলনায় বেশ সরু। একসাথে একাধিক গাড়ি যাতায়াত করতে না পারায় সৃষ্টি হচ্ছে জ্যামের। সামনেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। এখনই এর কোনো সুরাহা করা না হলে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠতে পারে।
এদিকে পুরো চত্বর এলাকায় নেই কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা। সন্ধ্যা হলেই একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।
এতে করে সাধারণ যাত্রীদের চুরি-ডাকাতির আশংকায় থাকতে হয়। এছাড়াও ঢাকামুখী ফিরতি মাইক্রো, প্রাইভেট এমনকি অ্যাম্বুলেন্সগুলোতে অল্প ভাড়ার লোভে ওই গাড়িতে উঠে ডাকত চক্রের কবলে পরতে হয়। গেলো কয়েকদিন আগে পাঁচ্চর এলাকার এক বৃদ্ধের সাথে এরকমই একটা ঘটে। এরপর থেকে ওই এলাকার সাধারণ যাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে।
গোলচত্বর এলাকার বাস মালিক সমিতির সভাপতি উসমান গনি ইনকিলাবকে বলেন, আমরা জেলা ও কেন্দ্রীয় কমিটির নিকট এই প্রতিটি পরিবহনের জন্য আলাদাভাবে কাউন্টার স্থাপনের বিষয়ে আলোচনা ও আবেদন করেছি। আশা করি দ্রুতই যাত্রীদের এধরণের সমস্যার সমাধান হয়ে যাবে।
মাইক্রো ও প্রাইভেটকার সমিতির সভাপতি ফারুক মোল্লা বলেন, কয়েকদিন আগে পাঁচ্চর এলাকার এক বৃদ্ধ ডাকাত দলের কবলে পড়ে তার সর্বস্ব হারিয়েছে, যা খুবই দুঃখজনক।
ওই ধরনের দুর্ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখানে সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যাবস্থা থাকা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, যাত্রীদের সেবার মান বৃদ্ধি করার জন্য যথাযথ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ