ঈদ সামনে রেখে বাটিক কারিগরদের ব্যস্ততা
২৬ মার্চ ২০২৫, ০১:৩০ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০১:৩০ এএম

ঈদকে সামনে রেখে কুমিল্লার বাটিক গ্রামে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। বাটিক শিল্পীদের রঙ তুলিতে রঙিন হয়ে উঠছে শাড়ি, থ্রি-পিচসহ বাহারি পাঞ্জাবি। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এবারে ডিজাইনেও বৈচিত্র্যতা এনেছেন কারিগররা।
জেলার বেশ কয়েকটি গ্রামে যুগ যুগ ধরে তৈরি হচ্ছে বাটিক কাপড়। বাটিক কাপড় তৈরি হয় সম্পূর্ণ হাতে। কাঠের প্লেটে খোদাই করে নকশা তৈরি করা হয়। পরে মোমের ব্লক দিয়ে ফুটিয়ে তোলা হয় হরেক রকম ডিজাইন। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে সরবরাহের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে এসব কাপড়।
স্থানীয়রা জানান, কুমিল্লায় খদ্দর কাপড়ের পাশাপাশি বাটিক কাপড়ও জনপ্রিয় হয়ে ওঠে কয়েক যুগ আগ থেকে। কালের আবর্তে খদ্দর কাপড় হারিয়ে যেতে বসলেও বাটিক রয়েছে সগৌরবে। জেলার সদর উপজেলার কমলপুর ও সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামে বাটিক কাপড় তৈরি হচ্ছে স্বাধীনতার বহু আগ থেকে।
বৃটিশ বিরোধী আন্দোলন থেকে গৌরব আর ঐতিহ্য ধরে রেখেছে কুমিল্লার খাদি ও বাটিক শিল্প। ঈদকে সামনে রেখে এবারো জেলার বাটিক গ্রাম হিসেবে পরিচিত কমলপুর ও গালিয়ারা কারখানাগুলোতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। শিল্পীদের রঙের তুলিতে রঙিন হয়ে উঠছে শাড়ি, থ্রি পিচ, ওড়না, বিছানা ও পর্দার কাপড়সহ বাহারি পাঞ্জাবি। কারিগররা জানান, ক্রেতাদের সময় মতো কাপড় পৌঁছে দিতে বাড়তি জনবল দিয়ে কাজ করছেন তারা। কুমিল্লার দুটি গ্রামে ১৫টিরও বেশি বাটিক কারখানা রয়েছে। শাড়ি, থ্রি পিস, বিছানার চাদর, ওড়নাসহ হরেক রকম কাপড় তৈরি হয় গ্রাম গুলোতে।
বাটিক কারিগর রাসেল হোসেন বলেন, বাটিক কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় এর বিপুল চাহিদা রয়েছে। তাই তারাও কাজে ব্যস্ত থাকছে। এতে মজুরীও ভালো মিলছে। দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের বাটিক কাপড় ব্যবসায়ী সিরাজুল কাদের বলেন, এখন দিনরাত চলছে কাপড় তৈরির কাজ। চাহিদা থাকায় উৎপাদনও বেশ ভালো। কারিগররাও লাভবান হচ্ছে। ভালো মজুরী পায় তারা। বাটিক ব্যাবসায়ী কুমিল্লার চন্দন দেব রায় জানান, বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত কুমিল্লার বাটিক শিল্প খদ্দরের পাশাপাশি শ্রীবৃদ্ধি পাচ্ছে সারা দেশে। চন্দন দেব রায় বলেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনে বৈচিত্র্যতা আনায় এবার বেচা বিক্রি ভালো হবে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী চন্দন দেব রায়। বাটিক শিল্প ঘিরে জেলায় গড়ে ওঠেছে বেশ কিছু দোকান। এছাড়া দেশের গন্ডি পেরিয়ে এসব কাপড় রপ্তানি হচ্ছে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। খাদি ও বাটিক কাপড় যেমন আরাদদায়ক তেমনি দামে সস্তা হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে এই শিল্প।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ