পাউবোর খাল ভরাট করে মার্কেট নির্মাণ : ১০ হাজার মানুষ পানিবন্দি হওয়ার শঙ্কা
২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম

ল²ীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামী কৃষকলীগেরসহ সভাপতি আজিজুল হক ফারুকের ছোট ভাই স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন উপজেলার তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিশাল এই খাল ভরাটের ফলে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোক পানিবন্দী হওয়ার আশংকা দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, কমলনগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য একমাত্র খাল মুছার খাল। এই খালের সঙ্গে সংযোগ অংশ তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল। এই ওয়াপদা খালকে বিভিন্ন ব্যক্তি নিজেদের গনিমত মনে করে যে যার মতো করে দখলপূর্বক ভরাট করে দোকানপাট নির্মাণ করে বাজার দোকান মালিকানার গর্বিত মালিক বনে যান। তারই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণের করে মুসার খাল ও ওয়াপদা খালের মোহনা অংশে ইট বালি মাটি ভরাট করে মার্কেট নির্মাণের কর্মযজ্ঞ চালিয়েছেন উপজেলার তোরাবগঞ্জ এলাকার এক সময়ের আওয়ামী লীগের দাপুটে শীর্ষ নেতা আজিজুল হক ফারুকের ছোট সহোদর একই ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন।
প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য আর ৮০ ফুট প্রস্তের বিশাল খাল দখল করে আওয়ামী পরিবারের এই উদীয়মান বিএনপি নেতা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন তীব্র গতিতে। দিনরাত অনেকগুলো ট্রাক্টরটলি আর ট্রাকে চেপে ইট মাটি তার ভরাটের ফলে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত হওয়ার চরম আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় বাহার উদ্দিন জানান, বিএনপি ভার্সনে আওয়ামী লীগ নেতা ও বিএনপির উপর অত্যাচারী পরিবারটি রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে রাতারাতি মুসার খালের সংযোগ ওয়াপদা খাল ভরাট করে তোরাবগঞ্জ অঞ্চলের হাজার হাজার লোককে কৃত্রিম বন্যার মুখে ঠেলে দেয়ার পাঁয়তারা করছেন। খাল ভরাট করে দোকান নির্মাণে বিষয়ে স্থানীয় জহির উদ্দিন জানান, মোসলেহ উদ্দিনের পরিবার আওয়ামী লীগের পুরো ১৬ বছরের শাসনামলে বিগত সরকারের সকল সুবিধা গ্রহণ করে থাকেন তার বড় ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তিনি বিএনপির পদ যেকরেই হোক ভাগিয়ে নিয়ে ৫ আগস্টের পর থেকে তিনি তোরাবগঞ্জের বাজারের আনাচে কানাচে দোকান ভিটি দখলে ব্যস্ত হয়ে পড়েছেন।
তিনি বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ খালের মুখে বাঁধ নির্মাণ করে মার্কেট তৈরি করছেন এতে করে বর্ষা মৌসুমে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার(ভ‚মি) রাহাহ উজ জামান বলেন, আমরা অভিযোগ পেয়ে ইতোমধ্যে কাজ বন্ধ রাখার জন্য বলে এসেছি। তিনি আরো বলেন জায়গাটা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সেহেতু তাঁদের বক্তব্য নেয়া যেতে পারে। এ দিকে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রকৌশলী নাঈমুল ইসলামের কাছে খাল দখল-ভরাট সংক্রান্তে জানতে চাইলে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে কমলনগরের দায়িত্বে নিয়োজিত অপর কর্মকর্তা উপ সহকারী প্রকৈশলী পানি উন্নয়ন বোর্ড আবদুর রহিম জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করার জন্য বলে এসেছি। কাজ বন্ধ না হলে আমরা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে আইনগত পদক্ষেপ নেবো। অভিযুক্ত মোসলেহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন উত্তর দিতে সম্মত হয়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ