হরিণাকুন্ডুতে সাড়ে ৬ কিলোমিটার সড়কে ২২টি বৈদ্যুতিক খুঁটি!
২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম

রাস্তা মাত্র সাড়ে ৬ কিলোমিটার অথচ এই অল্প দুরত্বের সড়কে ২২টি বৈদ্যুতিক খুঁটি রেখেই রাস্তা নির্মাণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকাও জমা দিয়েছেন। কিন্তু এখনো খুঁটিগুলো রাস্তার ওপর থেকে সরানো হয়নি। এদিকে বৈদ্যুতিক খুঁটি রেখে প্রশস্ত রাস্তা নির্মাণ করায় ওই সড়কে চলাচলকৃত যানবাহন ও পথচারীদের মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার পায়রাডাঙ্গা-সিংগা-পারফলসি সড়কের উপর এই ২২টি বৈদ্যুতিক খুঁটির সন্ধান মিলেছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ৮৭ কোটি টাকা ব্যায়ে একটি প্যাকেজের আওতায় সড়কটি নির্মাণ করা হয়। নির্মিত মোট ২৯ কিলোমিটার সড়কের মধ্যে হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা-সিংগা-পারফলসি সড়কটি ৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ। গ্রামের মধ্য দিয়ে আঁকা বাঁকা সড়কটি মিশেছে হরিণাকুন্ডু শহরে। রাস্তার দুই-তিন ফুট মধ্যেই বৈদ্যুতিক খুঁটি রেখে পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এ নিয়ে গ্রামবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পায়রাডাঙ্গা গ্রামের প্রভাষক ওলিয়ার রহমান মন্ডল জানান, সড়কটি কৈরী করায় মানুষের কষ্ট লাঘব হলেও রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি থাকায় মৃত্যু ঝুঁকি তৈরী হয়েছে। খুঁটিগুলো দ্রæত অপসারণ জরুরী হয়ে পড়েছে। পার্শ^বর্তী সিংগা গ্রামের আনিসুর রহমান বলেন, রাস্তার উপর খুঁটি রেখে পিচ করার সময় গ্রামবাসি আপত্তি জানিয়েছিল। কিন্তু তারা কথা শোনেনি। ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দীন বাঁশির প্রজেক্ট ম্যানেজার ইয়াদ আলী জানান, কোম্পানী ঝিনাইদহ পল্লী বিদ্যুতে টাকা জমা দিয়েছে। খুব দ্রæত সড়কের উপর থেকে খুঁটি সরানো হবে। হরিণাকুÐু উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান গত ১৮ মার্চ ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিকে টাকা পরিশোধ করেছে। ঈদের আগেই বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ শুরু করবে বলে প্রতিষ্ঠানটি তাকে জানিয়েছে। বিষয়টি জানতে হরিণাকুন্ডু পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালামের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে টাকা জমা দিয়ে বৈদ্যুতিক পোল সরানোর আবেদন করেছে বলে তিনি মুনেছেন। এ জন্য ওই এলাকার কারেন্ট লাইন সাটডাউন করার জন্য তার কাছে বলা হয়েছে। আজকালের মধ্যে রাস্তার উপর থেকে খুঁটি সরানোর কাজ শুরু হবে বলে তিনি জানান।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ