গাড়ি উঠলেই কেঁপে ওঠে
২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া (খেয়াঘাট পাড়) এলাকায় কীর্তিনাশা শাখা নদীর ওপর প্রায় তিন যুগ আগে নির্মিত পাকা সেতুটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১০-১২ বছর ধরে সেতুটি মেরামতের অভাবে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। প্রতিদিন দুই উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের যানবাহন চলাচল করায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ।
স্থানীয় বাসিন্দা খোকন মাদবর বলেন, এ সেতুটি আমাদের যোগাযোগের একমাত্র ভরসা। এটি আমাদের ভাগ্য বদলেছে, কিন্তু এখন এতটাই নড়বড়ে যে, যানবাহন চলাচলের সময় কেঁপে ওঠে। ভয় লাগে, কখন যেন ধসে পড়ে। রহিম মাদবর জানান, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। শুধু অল্প কিছু সংস্কার করে রাখে, যা কোনো কাজেই আসে না।
স্থানীয় দোকানদার আয়নাল ঢালী বলেন, এই সেতুটি ভেঙে গেলে আমাদের বিকল্প কোনো পথ নেই। তখন কী করব? দ্রুত নতুন সেতুর ব্যবস্থা করা দরকার।
মূলনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান মাদবর বলেন, এটি সত্যিই ভয়াবহ পরিস্থিতি। জনগণ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
মূলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মাদবর বলেন, সেতুটি আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের প্রয়োজন। আমি প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ নিক।
শরীয়তপুর সড়ক ও জনপদ অধিদফতরের প্রকৌশলী নাবিল হোসেন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। সেতুটির রেলিং এর সংস্কার কাজ করেছি। তাই নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা হবে।
স্থানীয়রা বলছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেয়া হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের অনুরোধ, যেন জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণ করা হয়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজশাহীতে ঈদ জামাতে ভেদাভেদ ভুলে সম্প্রীতির জন্য দোয়া

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিং কংগ্রেসে বিল উত্থাপন

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

যে কারণে ৭১’র জন্ম হয়, ঠিক একই কারণেই জন্ম হয় ২৪’র গণঅভ্যুত্থানের : ব্যারিস্টার ফুয়াদ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ

গাজায় পর্যাপ্ত খাদ্যের ইসরায়েলি দাবি ‘হাস্যকর’: জাতিসংঘের সমালোচনা

আট মাস পর হাসান মাহমুদকে দেখা গেল লন্ডনে

ঈদ অনুষ্ঠানে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জীর মন্তব্যকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ জন

কবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?

ধানের শীষে ভোট দেয়ায় নারীকে ধর্ষণ, বিচার চেয়েও পায়নি

ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ

মানিকগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

হাজীগঞ্জে সিগারেটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত

ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম

চট্টগ্রামে জোড়া খুন, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট, আছেন নিবিড় পর্যবেক্ষণে