বরগুনায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন
১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

বরগুনা জেলায় ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংলরি ও অন্যান্য যন্ত্রচালিত যানবাহনের ওপর অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরগুনা পৌরসভা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। এই টোল আদায় পরিবহন খাতে বাড়তি চাপ সৃষ্টি করছে এবং সাধারণ পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাসাধারণ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা বলেন, আইনি বৈধতা ছাড়া পৌর কর্তৃপক্ষ যে হারে টোল আদায় করছে তা সম্পূর্ণ অন্যায় ও জনগণের প্রতি চরম অবিচার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এই অবৈধ টোল আদায় বন্ধের দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে কঠোর আন্দোলন ও কর্মবিরতির মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা।
সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমরা এই ট্যাক্সের বিরুদ্ধে, এই ট্যাক্স আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা মালিক-শ্রমিক একসাথে একত্রিত হয়েছি। এই ট্যাক্স যদি তুলে না নেয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। আমরা পৌরসভাকে বলতে চাই এই অবৈধ টোল আমরা মানবো না। সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে গেছে, খরচ বেড়েছে, যন্ত্রপাতির দাম বেড়েছে তার ওপর আবার এই ট্যাক্স। আমরা দাবি জানাই, এই অবৈধ পৌর টোল দ্রুত বন্ধ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা সদর ট্রাক, টেংলরি, টেক্টর, কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতির মো. মোস্তাফিজুর রহমান সোহেল, লাইনম্যান মো. সফিকুল ইসলাম বাদল, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান জুলহাস প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। এ বিষয়ে বরগুনা পৌরসভার কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

সাগর-রুনির হত্যাকারী দু’জন, টাস্কফোর্সের প্রতিবেদনে দাবি

ফিলিস্তিনের পূণ্য ভূমির মর্যাদা রক্ষা ধর্মীয় ও মানবিক দায়িত্ব

নেতাকর্মীদের জরুরি যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের ৭ ইউনিট

ঝিনাইদহের সাংবাদিক আব্দুল মান্নানের ইন্তেকাল

বাংলাদেশের মুসলিমরা বিশ্ব মুসলিমের সঙ্গে একাত্ম: মুসলিম লীগ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্মাননা পেলেন কুমিল্লার ছয় সাংবাদিক

মারা যাওয়া সন্তানের আকিকা দেওয়া প্রসঙ্গে।

সিলেট বিমানবন্দর হয়ে যাচ্ছেন না বেগম জিয়া !

ছাত্ররা যা করেছে তাদেরকে স্যালুট জানাই- ডা: সালাউদ্দিন বাবু

ছাগলনাইয়ায় মসজিদ মিশন এর উদ্যোগে ইমাম ও ওলামা সমাবেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের এই জনশ্রোত কেন ?

রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বিশ্বনাথ আওয়ামী লীগের নুরুল হক

ফেনীতে চায়না -বাংলাদেশ ফ্রেন্ডশীপহাসপাতাল স্হাপনের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মির্জাপুরে মাটিমাটায় ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা আদায়

সাংবাদিকদের সহযোগিতা আমার কর্মপথকে সহজ করেছে : বুড়িচংয়ের বিদায়ী ইউএনও

চট্টগ্রামের আল্লামা সুলতান যওক নদভী’র দাফন সম্পন্ন

আরচ্যারী বিশ্বকাপে লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

জয়ে অবদান রাখতে পেরেই খুশি জাওয়াদ