সিলেটে হাইকোর্টের আদেশ জালিয়াতি করে দুই আসামির জামিন লাভ!
২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়েরী একটি নারী নির্যাতন মামলায় মহামান্য হাইকোর্টের আদেশকে জালিয়াতি ও প্রতারণা করে দুই আসামি জামিল লাভ করে। জামিনপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব ভবানিপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র এনামুল হক ও তার স্ত্রী রেহানা বেগম। ২০২৪ সালের ৪ ডিসেম্বর নারী শিশু নির্যাতন দমন আইনে ৪ জন আসামির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জিআর-২০৬/২৪ইং মামলাটি দায়ের করা হয়।
মামলা দায়ের পর ৩জন আসামি গত ৯ ফেব্রুয়ারি মহামান্য হাইকোটে (ফৌজদারি বিবিধ মামলা নং-১২৫১৮/২৫ইং) মামলা মূলে আগাম জামিনের আবেদন করলে মহামান্য হাইকোট ৪সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং আসমিরা নির্ধারিত সময়ের মধ্যে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে বেইলবন্ড দাখিল ও পুণরায় জামিন চাওয়ার নির্দেশ দেন। কিন্তু আসামিরা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে যথা সময়ে বেইলবন্ড দাখিল ও জামিনের আবেদন করেনি। ৪ সপ্তাহের ১০ দিন পর গত ১৮ মার্চ সংশ্লিষ্ট আদালতে প্রতারনামূলকভাবে ৬ সপ্তাহের একটি উকিল সার্টিফিকেট আদালতে দাখিল করে কৌশলে ২জন জামিন লাভ করে এবং আসামি নজরুল ইসলাম খোকনকে আদালত জেল হাজতে প্রেরণ করেন। বাদিপক্ষেন আইনজীবী আসামিদের দাখিলকৃত উকিল সার্টিফিকেটের কপি সংগ্রহ করে বিষ্মিত হয়ে পড়েন। গত ২০এপ্রিল সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজতি আসামি নজরুল ইসলাম খোকনের জামিনের আবেদন শোনানীকালে বাদী পক্ষের আইজীবী আদালতকে প্রতারণার বিষয়টি অবহিত করেন। এএসএস গফুর আদালতকে উচ্চ আদালতের একটি নির্দেশনা দাখিল করে প্রমান করেন যে, আসামিরা হাইকোর্টের নিদের্শের পর বেইলবন্ড দাখিল না করলে জামিন বাতিল হয়ে যায়। আসামি খোকনের জামিন না মঞ্জুর করেন এবং আসামি পক্ষের আইজীবীদের ভৎসনা করেন। উকিল সাটিফিকেটে দেখা যায় হাইকোটের রেহানা পারভীন নামক একজন আইনজীবী ৬ সপ্তাহ জামিন মঞ্জুর হয়েছে মর্মে সার্টিফিকেট দিয়েছেন।
আইনজীবী রেহানা পারভীনের ০১৭১২-৯২১৩০৫ নম্বরে কল করলে তিনি ৬ সপ্তাহের উকিল সার্টিফিকেট দিয়েছেন বলে স্বীকার করেন এবং সাংবাদিক পরিচয় দিয়ে হাইকোর্টের আদেশ বড় না, আপনার সার্টিফিকেট বড় এমন প্রশ্নের জবাবের পর পরই তিনি কল কেটে দেন। বাদী পক্ষের সিনিয়র আইনজীবী এএসএম গফুর জানান, কোন মতেই হাইকোটের আদেশের বিরুদ্ধে উকিল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় এবং আসামিদের আইগতভাবে জামিন বাতিল যোগ্য হবে। তিনি বলেন, এ ঘটনা মহামান্য হাইকোর্টকে চরমভাবে অবমাননা করা হয়েছে।
উল্লেখ্য যে, বিশ্বনাথের একজন সিনিয়র সাংবাদিকের একমাত্র মেধাবী মেয়ে ইউরোপের একটি দেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার পর আসামি ফারহান সাদিক রায়হানের সাথে বিবাহ দিয়েছিলেন। রায়হান সাদিক পলাতক রয়েছে এবং আসামিপক্ষ সন্ত্রাসী বাহিনী দিয়ে বাদিকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। বাদী দক্ষিণ সুমরা থানায় একটি জিডি নং-১০৭০ করেছেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

হজের আগে মক্কায় তীব্র শিলাবৃষ্টি ও ধুলিঝড়

ভারতের গোয়ায় মন্দির উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ৭

ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুব্রত সেনগুপ্ত’

শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন : সাবেক এমপি মঞ্জু

যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে: চাটমোহরে হাবিব

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী সামরিক হামলায় নিহত ২০০ জনের বেশি

জিম্মি মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা : নেতানিয়াহু

হোয়াইট হাউসে ট্রাম্প-নাভরোৎসকি সাক্ষাৎ নিয়ে পোল্যান্ডে উত্তেজনা

সকালে কাতার গেলেন সেনাপ্রধান

৪৩ ফ্লাইটে সউদী আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

ইউরোপে টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা

ফ্লোরিডায় এক সপ্তাহে ১ হাজার ১২০ অবৈধ অভিবাসী আটক

ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিজিবি

সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশ, ভোর থেকেই নেতাকর্মীদের ঢল

ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে নিহত ৪৩

শৈলকুপায় কৃষকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

ঢাবির প্রায় ৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

পাথর কোয়ারীতে হরিলুট চলছে: এডভোকেট আব্দুল আহাদ

সিলভার মাইলফলক ম্যাচে সিটিকে জেতালেন ডি ব্রুইনা