শস্য রফতানি চুক্তির মেয়াদ আরেক দফা বাড়ল
১৯ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়িয়েছে রাশিয়া। শনিবার এ ঘোষণা দিয়েছেন এ চুক্তির মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করে রাশিয়ার কাছে। খবর আনাদোলুর। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী আলেক্সেন্ডার কুবরাকোভ জানিয়েছেন, তৃতীয় দফা আরও ১২০ দিন সময় বাড়াল রাশিয়া। ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সঙ্কট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ১২০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ। খবরে বলা হয়, বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের আশঙ্কায় জাতিসংঘ ও তুরস্ক গত জুলাইয়ে রফতানি চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছিল। বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশের মধ্যে ইউক্রেন অন্যতম একটি দেশ। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগর বন্দরে ইউক্রেনের জাহাজের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল। ইয়েমেনের মতো যে দেশগুলো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে সেসব দেশ এই সরবরাহের ওপর খুব বেশি নির্ভর করে। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান শনিবার চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। এরদোগান বলেন, ‘এই চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাশিয়া ও ইউক্রেনকে ধন্যবাদ জানাই চুক্তিটি নতুনভাবে সম্প্রসারণে তাদের প্রচেষ্টার জন্য এবং সেই সাথে জাতিসংঘের মহাসচিবকেও’। তবে এরদোগান বা জাতিসংঘ কেউই স্পষ্ট করেনি যে, এটি কতদিন স্থায়ী হবে। ইউক্রেন চেয়েছিল যে এটি ১২০ দিনের জন্য বাড়ানো হোক। কিন্তু রাশিয়া বলেছে যে তারা ৬০ দিনের জন্য চুক্তিটি নবায়ন করতে ইচ্ছুক। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া শুক্রবার বলেছেন ইইউ, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি চুক্তিটি বহাল রাখতে চায় তবে রাশিয়ার কৃষি খাতের ওপর থেকে যে কোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দুই মাস সময় রয়েছে। মস্কো চায় রাশিয়ার উৎপাদনকারীরা বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি খাদ্য ও সার রফতানি করুক। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তাদের বাধা দিচ্ছে। যদিও খাদ্য ও সার রফতানিকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়নি। রাশিয়া বলছে যে অর্থ লেনদেন, বিমাকারী ও জাহাজের উপর নিষেধাজ্ঞা রফতানিকে কঠিন করে তুলেছে। ক্রিমিয়ায় নৌবহরে হামলার অভিযোগ এনে রাশিয়া গত বছরের নভেম্বরে চুক্তি থেকে অল্প কয়েক দিনের জন্য নিজেদের প্রত্যাহার করে নেয়। কিন্তু কয়েকদিন পরে আবার চুক্তিতে ফিরে আসে। অপর দিকে, এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিসর ও তুরস্ক। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা ‘উপযুক্ত সময়ে’ হবে। প্রায় ১০ বছর পর কায়রো সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব জোরদার করবে তুরস্ক।’ তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে ভবিষ্যতে ফের আমাদের সম্পর্ক ছিন্ন না হয়।’ অন্যদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি তার বক্তব্যে বলেন, ‘রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে আমরা উপযুক্ত সময়ে আলোচনায় বসব। এটা আসলে নির্ভর করছে একটি ইতিবাচক আলোচনার ওপর।’ ২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মাসে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হলে, সংহতি দেখানোর জন্য শুকরি তুরস্ক সফর করেছিলেন। আনাদোলু, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

৭০০ বছর আগের ঐতিহাসিক গরজরিপা বারদুয়ারি মসজিদ!

পেকুয়ায় চুরির সন্দেহে ১ হোটেল শ্রমিককে হত্যা

শেরপুরে নালিতাবাড়ীতে ড্রামট্রাকের চাপায় নিহত ইজিবাইক চালক আহত ৫ যাত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড করে জুয়ার লাইভ

যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, রাওয়ালপিন্ডি-সহ একাধিক শহরে বসল যুদ্ধের সাইরেন

সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কায়কোবাদের

সাগর-রুনির হত্যাকারী দু’জন, টাস্কফোর্সের প্রতিবেদনে দাবি

ফিলিস্তিনের পূণ্য ভূমির মর্যাদা রক্ষা ধর্মীয় ও মানবিক দায়িত্ব

নেতাকর্মীদের জরুরি যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ঝিনাইদহের সাংবাদিক আব্দুল মান্নানের ইন্তেকাল

বাংলাদেশের মুসলিমরা বিশ্ব মুসলিমের সঙ্গে একাত্ম: মুসলিম লীগ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্মাননা পেলেন কুমিল্লার ছয় সাংবাদিক

মারা যাওয়া সন্তানের আকিকা দেওয়া প্রসঙ্গে।

সিলেট বিমানবন্দর হয়ে যাচ্ছেন না বেগম জিয়া !

ছাত্ররা যা করেছে তাদেরকে স্যালুট জানাই- ডা: সালাউদ্দিন বাবু

ছাগলনাইয়ায় মসজিদ মিশন এর উদ্যোগে ইমাম ও ওলামা সমাবেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের এই জনশ্রোত কেন ?

রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বিশ্বনাথ আওয়ামী লীগের নুরুল হক

ফেনীতে চায়না -বাংলাদেশ ফ্রেন্ডশীপহাসপাতাল স্হাপনের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত