অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস নির্বাচনে লেবার পার্টির বড় জয়
২৬ মার্চ ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:০৫ এএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য নির্বাচন বড় জয় পেয়েছে লেবার পার্টি। এর মধ্যদিয়ে প্রায় ১২ বছর পর এ রাজ্যে ক্ষমতায় ফিরছে দলটি। কর্মী-সমর্থকদের নিয়ে জয় উদযাপন করছেন রাজ্য লেবার নেতা মুখ্যমন্ত্রী ক্রিস মিনস। গত শুক্রবার লেবার পার্টির ঘাঁটিখ্যাত নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৫৮তম রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে লেবার পার্টি। টানা তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকার পর পরাজিত হয়েছে দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টি।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা না হলেও বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল লেবার পার্টি। মোট ৯৩টি আসনের মধ্যে ৭৭টি আসনে ভোট গণনার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪৩টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টি। সরকার গঠনে দরকার ৪৭টি আসন। অন্যদিকে লিবারেল পার্টি পেয়েছে ২৫টি আসন।
অন্য দলগুলো সব মিলিয়ে ৯টি আসনে জয়ী হয়েছে। বাকি ১৬টি আসনের প্রায় ৪০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ ৭টি আসনের ৫টি আসনেই নিরাপদ অবস্থানে রয়েছে লেবার পার্টি। এ হারের মাধ্যমে দেশটির ফেডারেল সরকার থেকে শুরু করে মূল ভূখ-ে সব ক্ষমতা হারাল লিবারেল পার্টি। শুধুমাত্র দ্বীপরাজ্য তাসমানিয়ায় লিবারেল জোট দলের সরকার থাকল।
এবারের নির্বাচনের মধ্যদিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী লিবারেল নেতা ডমিনিক পেরোটেটকে হারিয়ে ৪৭তম মুখ্যমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা ক্রিস মিনস। ডমিনিক পোরেটট ইতোমধ্যে পরাজয় মেনে নিয়েছেন। সেই সঙ্গে নিউ সাউথ ওয়েলস লিবারেল দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে নিজেকে বিজয়ী ঘোষণা করে উদযাপন শুরু করেছেন ক্রিস মিনস। গতকাল নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে দলের এক অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের উপস্থিতি বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
অস্ট্রেলিয়ার দুটো প্রধান দল হচ্ছে লেবার ও লিবারেল পার্টি। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি অভিবাসী অধ্যুষিত নিউ সাউথ ওয়েলস রাজ্য হচ্ছে লেবার পার্টির ঘাঁটি। ১৯৪১ সালে থেকে ২০১১ পর্যন্ত পাঁচ দশকেরও বেশি ক্ষতায় ছিল লেবার পার্টি।
কিন্তু ২০১১ সালে ন্যাশনাল পার্টির সাথে জোট গড়ে লেবার পার্টিকে উৎখাত করে লিবারেল পার্টি। সেই থেকে গত ১২ বছর ধরে জোট সরকারের দখলেই ছিল নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্ট। গত জাতীয় নির্বাচনে লিবারেল পার্টিকে হারিয়ে অস্ট্রেলিয়ার ক্ষমতায় আসে লেবার পার্টি। লিবারেল নেতা স্কট মরিসনের জায়গায় প্রধানমন্ত্রী হন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। সূত্র : দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন