প্রধান বিচারপতির ক্ষমতা কমাতে বিল পাস পাকিস্তানের সংসদে
২৯ মার্চ ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি বুধবার সুপ্রিম কোর্ট (অভ্যাস এবং পদ্ধতি), বিল ২০২৩ পাস করেছে, যার লক্ষ্য পাকিস্তানের প্রধান বিচারপতির (সিজেপি) অফিসকে স্বতন্ত্র ক্ষমতায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নেয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করা। আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটি মন্ত্রিসভার প্রস্তাবিত সংশোধনী অনুমোদনের কয়েক ঘণ্টা পর আইন ও বিচার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আজম নাজির তারার উপস্থাপিত বিলটি পাস হয়।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, আইনমন্ত্রীকে সম্বোধন করার সময়, উদ্যোগটিকে ‘খুব কম এবং খুব দেরী’ বলে অভিহিত করেছেন এবং বলেছিলেন যে, এটিকে ‘বিচারক ক্ষমতায়ন’ বিল বলা উচিত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলতে শোনা গিয়েছিল, ‘যদি প্রধান বিচারপতির শক্তি খর্ব করতে আইন না বানানো হয়, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’ এরপরই ওই বিল পাকিস্তানের সংসদে পেশ করা হয়। প্রধানমন্ত্রীর মন্তব্য ও এই সংক্রান্ত বিল পেশ এমন সময় ঘটল, যখন পাকিস্তানের শীর্ষ আদালতেরই দুই বিচারপতি প্রধান বিচারপতির বিবেচনাধীন শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই বিচারপতিদের দাবি ছিল শীর্ষ আদালত কখনও একজন ব্যক্তি তথা প্রধান বিচারপতির একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল হতে পারে না। এই প্রসঙ্গে পাক সংবিধানের ১৯১ ধারার উল্লেখ করে তারা বলেন, সমস্ত বিচারপতির সম্মতিতে তৈরি এক আইন-নির্ভর বিচারব্যবস্থার দ্বারাই সুপ্রিম কোর্টকে চালাতে হবে।
আসলে গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচন নিয়ে স্বতঃপ্রণোদিত বিজ্ঞপ্তি জারি করেন। এরপর থেকেই পরিস্থিতি জটিল হতে থাকে। উল্লেখ্য, বহু বছর ধরেই পাকিস্তানের প্রধান বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কিন্তু এ প্রথম এর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ জানাতে দেখা গেল দুই বিচারপতিকে।
এদিকে, পাঞ্জাব বিধানসভার নির্বাচন বিলম্বিত করায় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পিটিশনের শুনানি বুধবার পুনরায় শুরু করেছে সুপ্রিম কোর্ট। এদিকে, সরকার পাকিস্তানের প্রধান বিচারপতির (সিজেপি) ক্ষমতা হ্রাস করতে পদক্ষেপ নিতে যাচ্ছে।
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মুনিব আখতার, বিচারপতি আমিনুদ্দিন খান ও বিচারপতি জামাল খান মান্দোখাইলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ বিষয়টি নিয়ে শুনানি করেছেন। সেখানে সিজেপি বলেন, গত দুই দশক ধরে পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি সমস্যা ছিল, তবুও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন যে, ১৯৯০ এর দশকে ‘যখন কমিউনিজম এবং সন্ত্রাসবাদ ক্রমবর্ধমান ছিল’, তখনও তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে, প্রধান বিচারপতি বন্দিয়াল পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) উসমান আওয়ানের একটি পৃথক আবেদনে উত্থাপিত একটি ‘প্রযুক্তিগত পয়েন্ট’ হিসাবে পিটিআইয়ের আবেদনের শুনানির বেঞ্চ সম্পর্কে উত্থাপিত আপত্তি বাতিল করেছিলেন। বিচারপতি বন্দিয়াল যোগ করেছেন যে, ইসিপি প্রেসিডেন্টকে না জানিয়েই নতুন তারিখের পরামর্শ দিয়েছে। সিজেপি বলেছেন যে, পাঞ্জাবে সন্ত্রাসের পাঁচটি ঘটনা ঘটেছে যার সর্বশেষটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হত্যার হামলা। সূত্র : ট্রিবিউন, ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক
কুষ্টিয়ায় কাভার্ডভ্যান এর চাপায় নিহত ২
তারাকান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আজ থেকে দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ
কিশোরগঞ্জে ঘন কুয়াশায় দিনেও যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে
ভূগর্ভস্থ পানিরস্তর নামাসহ জরাজীর্ণ সরবরাহ ব্যবস্থায় বরিশাল মহানগরীতে পানির হাহাকার
নতুন বছরে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটি
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থছাড়ের সীমা শিথিল
বাংলাদেশের ২০২৪ : একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ বিরল সব ঘটনা
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন
হরিরামপুরে মহান দিবস উদযাপনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক
গর্ত থেকে আবার যে স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল
আগস্টের পর বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, মুসলিমরাই বেশি ভারতে গেছেন
নেচে-গেয়ে শুরু হলো তারকাদের নতুন বছর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ-সমন্বয়ক গ্রেফতার
এবার জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে বাতিল করল মৃত্যুদণ্ড
বছরের প্রথম দিনেও ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরে মামা ভাগিনার বাড়িতে শোকের মাতম