আধা ঘণ্টার পরিচয়ে কিডনিদান
৩১ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৩ এএম

উবার অ্যাপ ক্যাব নিয়ে প্রায়ই নানা অভিযোগ ওঠে। উবার চালকদের দুর্ব্যবহারের সম্মুখীন হয়ে থাকেন বহু যাত্রী। কিন্তু এবার উবার অ্যাপ ক্যাবের চালকের জন্যই প্রাণে বাঁচলেন এক যাত্রী। না, নিছক পথের কোনো সমস্যা থেকে তিনি যাত্রীকে রক্ষা করেননি। সম্পূর্ণ অচেনা, অজানা, সম্পর্কহীন সেই যাত্রীর জন্য ওই চালক দান করে দিয়েছেন নিজের একটি কিডনি!
অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। সেখানকার বাসিন্দা ৭২ বছর বয়সি বিল সামিয়েল। তিনি কয়েক বছর ধরেই কিডনির অসুখে ভুগছেন। চিকিৎসকরা জানিয়ে দেন, বিলের একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপন করানো ছাড়া বাঁচার উপায় নেই, বলে দেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে গত তিন বছর ধরে কিডনিদাতা খুঁজেছেন বিল, কাউকেই পাননি। নিয়মিত ডায়ালিসিস করে করে কোনও রকমে দিন কাটছিল তার।
এমনই একদিন ডায়ালিসিস করাতে গিয়ে যে তার জীবনটাই বদলে যাবে, তা স্বপ্নেও ভাবেননি বিল। অন্যদিনের মতোই ডায়ালিসিস সেরে, হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন বিল। বুক করেছিলেন উবার ক্যাব। গাড়িটি চালাচ্ছিলেন ৩৫ বছরের যুবক টিম লেটস। তিনি সাবেক সেনা, এখন মাছের ব্যবসা করেন। অবসরে চালান অ্যাপ ক্যাব। তার গাড়িতে করে বাড়ি ফিরতে ফিরতে কথাচ্ছলেই নিজের অসুস্থতার কথা চালককে জানান বিল। কিডনির প্রয়োজনের কথাও বলেন, জানান, কিডনিদাতা খুঁজছেন বলে।
বিলের অসহায়তা, অসুস্থতা হয়তো স্পর্শ করেছিল টিমকে। তিনি নিজেই বলে বসেন, যে সম্ভব হলে তার কিডনিটি দান করতে চান বিলকে। প্রথমে বিশ্বাস করেননি বিল। এমন আবার হয় নাকি! মাত্র এইটুকু পরিচয়ে, কোনও পরিচিতি বা বন্ধুত্ব ছাড়া কেউ কাউকে কিডনি দেয়! টিম বিলকে ভরসা দিয়ে বলেন, তিনি কথার কথা বলছেন না। সত্যিই তিনি বিলকে দান করতে চান নিজের কিডনি। এই বলে তার ঠিকানা এবং ফোন নম্বরও দেন বিলকে।
বিস্ময়ের প্রাথমিক পর্ব পার করে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন বিল। জানান, তিনি কিডনিদাতা পেয়েছেন। এবার পরীক্ষা করে মিলিয়ে দেখার পালা। আশ্চর্যজনকভাবে, যা যা মাপকাঠি দরকার কিডনি দেওয়ার জন্য, সে সব মিলেও যায় বিল ও টিমের। এর পরে চিকিৎসকের বলে দেওয়া নির্দিষ্ট দিনে দু’জনেই হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার হয় তাঁদের। সফল প্রতিস্থাপনে সুস্থ হয়ে ওঠেন বিল, ফিরে পান নতুন জীবন।
বিল বলেছেন, টিম তারই ছেলে। টিমের সঙ্গে দেখা না হলে এই পৃথিবীতে বেশিদিন বেঁচে থাকতেন না তিনি। অন্যদিকে, পিতৃসম এক ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে টিমও বেজায় খুশি। তার জন্য প্রাণে বেঁচে রয়েছেন কোনও মানুষ, এটা টিমের কাছে চরম পরিতৃপ্তি ও স্বস্তির। সূত্র : দ্য ওয়াল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ওটিটিতে ফিরছে ‘বিগ বস’, সঞ্চালনায় সালমান খান

কুয়াকাটায় দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আরও বাড়বে গরম

মোগল আমলেও এত কষ্ট ছিল না : এমপি শামীম হায়দার

হতভাগা ১২ জনই নির্মাণ শ্রমিক

কানাডার দাবানলের ধোঁয়ায় ধূসর স্ট্যাচু অব লিবার্টি

রাজধানীর বনানী থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী আটক

বিএনপির সাথে আলোচনার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

সাঈদ খোকনের বিরুদ্ধে শ্রম আদালতের মামলা খারিজ, বাদীকে সতর্ক করলেন আদালত

সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

তীব্র দাবদাহে এবার ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ ঘোষণা

হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি, নিহত ২

ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ইরানের নৌ জোটে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশ

'অনশনকারী' জাবি শিক্ষার্থী প্রত্যয়ের উপর হামলা

তিনদিনে ইউক্রেনের ৩ হাজার ৭০০ সেনা নিহত : রাশিয়া

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা-১৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা