এরদোগানের পক্ষে যোগ দিলেন বিরোধী দলের এক হাজার সদস্য
৩১ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১৭ পিএম
মেরাল আকসেনারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট গুড পার্টির (আইওয়াইআই) এক হাজার সদস্য গণহারে পদত্যাগ করে তুরস্কে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একেপি) যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার তুরস্কের সংসদে অনুষ্ঠিত একেপির সংসদীয় ব্লকের বৈঠকে তাদের স্বাগত জানান।
এরদোগান আন্টালিয়া সিটি কাউন্সিলের একজন সদস্য ইউনুস আকপিনার এবং গুড পার্টির ১ হাজার সদস্যের সাথে পদত্যাগকারী আইনজীবী এমিল ওজডেনকে একেপি’র দলীয় প্রতীক প্রদান করেছেন। সম্প্রতি সমর্থনের জন্য কুর্দিশপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) নেতাদের সাথে বৈঠক করেন বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী কামাল কিলিকদারোগ্লু। এ ঘটনা তাদের জোট সদস্য আইওয়াইআই এর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তারা গণহারে পদত্যাগ করে এরদোগানের দলে যোগ দেন।
এদিকে, সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান মেনে নিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (৩০ মার্চ) তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডকে এই জোটে মেনে নেয়। এরপর আর দেশটির ন্যাটোয় যোগদানে কোনও বাধা থাকল না। এর আগে গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দিয়েছিল। ৩০ সদস্যের ন্যাটো জোটে কেবলমাত্র বাকি ছিল তুরস্ক। তুরস্কের অনুমতি না পেলে ন্যাটোতে যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের। কারণ, নিয়ম অনুযায়ী নতুন কোনও দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে সমস্ত সদস্য দেশের সম্মতি প্রয়োজন।
তুরস্ক শেষ দেশ হিসেবে ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানে অনুমোদন দিলো। অবশ্য ফিনল্যান্ডকে নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল তুরস্ক। প্রায় এক বছর ধরে আলোচনার পর এই মাসের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশ্বাস দেন, ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে তাদের আর কোনও আপত্তি নেই। বস্তুত বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটাভুটিতেও তার প্রতিফলন দেখা গেছে। তুরস্কের সমস্ত এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছে। এরপর ৩১তম ন্যাটো দেশ হিসেবে ফিনল্যান্ডের যোগদান কেবল সময়ের অপেক্ষা।
এদিন তুরস্কের সবুজ সংকেত পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও ন্যাটোয় যোগ দিতে চেয়েছিল। সুইডেনের রাস্তা অবশ্য এত মসৃণ নয়। তুরস্ক জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই সুইডেনের যোগদান মেনে নেবে না। কারণ, তুরস্কের জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করে সুইডেন। সূত্র : মিডল ইস্ট মনিটর, ওয়াশিংটন পোস্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে মাওরি আদিবাসীদের বিক্ষোভ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা
সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না : অর্থ উপদেষ্টা
ট্রাম্প ও শি জিনপিংয়ের 'প্রেমময়' সম্পর্ক কি আবারও নতুন করে জোড়া লাগবে?
বৈষম্যবিরোধী আন্দোলনে শরীরে ৫ শতাধিক বুলেট, যন্ত্রনায় চলাফেরা করেন লিটন
গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ
ঠাকুরগাঁওয়ে স্কুলের সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের দাবি শিক্ষার্থীদের
উপদেষ্টা মাহফুজ আলমের পোষ্ট ভাইরাল... সংঘাত অনিবার্য?
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি নানা অনিয়মে জড়িত থাকায় শোকজ
'খুনিদের হাস্যোজ্জ্বল ছবি কি বার্তা পৌঁছায়’ নেটিজেনদের আহাজারি!
রাউজান প্রেসক্লাব কমিটির সাথে ইউএনওর মত বিনিময়
দুর্নীতিসহ সব ধরনের অপকর্মে জড়িত কামরুল : ডিবি পুলিশ
তিতুমীর কলেজে পুলিশ মোতায়েন, জড়ো হচ্ছে শিক্ষার্থীরাও
ফ্যাসিস্ট হাসিনার ভাতিজা দুর্নীতির মহারাজ নিক্সন: কোন কোন দেশে আছে সম্পদ
"দুর্দান্ত লুকে মুক্তি পেল 'পুষ্পা ২: দ্য রুল', ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ"
স্কুলের বাইরে গাড়ি দুর্ঘটনায় চীনে অনেক শিশু আহত
আওয়ামী লীগ প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের হঠকারী প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
ফুলপুরে ভাইটকান্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৭ মামলা ও জরিমানা
বন্ধ ইবির ক্যাফেটেরিয়া, বিপাকে শিক্ষার্থীরা!
ট্রাম্প প্রশাসন পরিবহন মন্ত্রী হিসেবে শন ডাফিকে বেছে নিলেন