গামোছা ও গামছা নিয়ে আসামে তুলকালাম
০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ এএম
আসামে নবগঠিত একটি সাহিত্য সংগঠন বাংলা সাহিত্য সভা’ ২৫ মার্চ প্রথমবারের মতো গুয়াহাটিতে রাজ্য সম্মেলন আয়োজন করে। আয়োজকরা তাদের অতিথি এবং প্রতিনিধিদের একটি বিশেষ ধরনের কাপড়ের টুকরো দিয়ে সংবর্ধনা দেন। এটি তৈরি করা হয়েছে আসামি ফুলাম গামোছা এবং বাঙালি গামছা মাঝামাঝি কেটে একসঙ্গে জোড়া লাগিয়ে। ফুলাম গামোছা হাতে বোনা লাল ও সাদা তোয়াল্লে। এটিকে আসামের সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনুষ্ঠানটির ছবি ছড়িয়ে পড়ার পর তুলকালাম শুরু হয়েছে। অনেকে এই উদ্যোগকে আসামি সমাজের জন্য অপমান হিসেবে উল্লেখ করছেন। সুশীল সমাজের পক্ষ থেকে আসামের সংস্কৃতিমন্ত্রী কুশপুতুল দাহ করা হয়েছে। রাজপথে বিক্ষোভের পাশাপাশি হাই ভোল্টেজ টেলিভিশন বিতর্ক এবং সোশাল মিডিয়ায় জ্বালাময়ী মন্তব্যের ছড়াছড়ি। রাজ্যজুড়ে বাংলা সাহিত্য সভার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। প্রভাবশালী অল আসাম স্টুডেন্টস’ ইউনিয়নের উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, গামোছা আমাদের অহংকার এবং আসামের সাংস্কৃতিক প্রতীক। আসামি জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি কারও অশ্রদ্ধা করা ঠিক না। সমালোচনা ও নিন্দা এত প্রবল ছিল যে ২৮ মার্চ বাংলা সাহিত্য সভা দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি দিতে বাধ্য হয়। আসাম ও বাঙালি সম্প্রদায়ের সম্প্রীতির প্রতীক হিসেবে বিতর্কিত কাপড়টিকে উল্লেখ করেছে সংগঠনটি। রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সমালোচকরা এই ঘটনাটিকে এত হালকা করে দেখতে রাজি না। অনুষ্ঠানটিতে দলটির সিনিয়র নেতা ও রাজ্যের সরকারি কর্মকর্তাদের উপস্থিতি সমালোচকদের আরও রসদ জুগিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রানোজ পেগু, বিজেপির সিনিয়র নেতা শিলাদিত্য দেব। তিনি আবার রাজ্যের সংখ্যালঘু ভাষা উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন। অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিকে পরিণত হওয়া অখিল গগৈ অভিযোগ করেছেন, ২৫ মার্চের আয়োজন ছিল বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র। তিনি বলেন, বিজেপির রাজনীতি এখন হিন্দু বাঙালিদের ঘিরে, যারা ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে এখানে এসেছে। হিন্দুত্ববাদী এজেন্ডার অংশ হিসেবে এদেরকে আসামি সমাজের অংশে পরিণত করতে চাইছে বিজেপি। সাম্প্রতিক গামোছা কা- ছিল এই রাজনীতির অংশ। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার শিলচরের কাছাড় কলেজের শিক্ষক জয়দ্বীপ বিশ্বাসের দাবি, আসামি ও বাঙালিদের বিভেদ ঘুচাতে গামোছা ও গামছাকে এক সঙ্গে জুড়ে দেওয়ার বিষয়টি সন্দেহজনক। আসামি গামোছা আসামিদের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু বাঙালিদের কাছে গামছার নির্দিষ্ট কোনও গুরুত্ব নেই। তিনি বলেছেন, বাঙালি গামছা হিন্দু ধর্মীয় রীতিতে ব্যবহৃত হয়। বিজেপির কাছে বাঙালি মানে হলো হিন্দু বাঙালি। কিন্তু বাঙালিরা আসামিদের মতো একটি ভাষাগত সম্প্রদায়। বিশ্বাস আরও উল্লেখ করেছেন, বাংলা সাহিত্য সভা সংগঠনটির বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা হিন্দু বাঙালি। সংগঠনটিতে মুসলিম বাঙালিদের রাখা হয়নি। বিজেপির রাজনীতি হলো ভাষা, জাতির ভিন্নতা থাকা বৃহত্তর হিন্দুদের একত্রিত করা। এটি করেই বিজেপি দেশে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে। স্ক্রল ডট ইন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এভারকেয়ারে অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার
জাতীয় ঐক্যের ডাক দিলেন মিজানুর রহমান আজহারী
নীতীশ-সুন্দরের ব্যাটে ফলো-অন এড়ালো ভারত
বগুড়ায় বালু ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সউদীতে নিজ নামেই ব্যবসা পরিচালনার সুযোগ
অলিভিয়া হাসি : কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া
ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আটক
প্রকৃতির সাথে হাসছে সরিষা ফুল, সাথে মিশে আছে কৃষকের রঙিন স্বপ্ন
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক :স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ- মাহমুদুল হক রুবেল
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার