সিরীয় সংঘাত অবসানে আরব শান্তি পরিকল্পনা জর্ডানের
১৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম

সিরিয়ার সংঘাত অবসানে একটি যৌথ আরব শান্তি পরিকল্পনার প্রস্তাব হাজির করছে জর্ডান। আরব লিগে সিরিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করতে শুক্রবারের বৈঠকের আগে জর্ডানের পক্ষ থেকে এই শান্তি পরিকল্পনার কথা জানানো হলো। দেশটির দাবি, এতে সিরিয়ার দীর্ঘ দিনের সংঘাতের অবসান ঘটবে। বিষয়টি সম্পর্কে অবগত একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। সউদী আরবের জেদ্দায় একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এতে ইরাক, জর্ডান, মিসর ও গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এই বৈঠকে সিরিয়ার রক্তাক্ত সংঘাতের অবসানে আন্তর্জাতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর আরব দেশগুলোকে নেতৃস্থানীয় ভূমিকায় নিয়ে আসার বিষয়ে আলোচনা হবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নৃশংস দমনপীড়নের ঘটনায় আরবলিগ থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, জর্ডানের পক্ষ থেকে একটি যৌথ আরব গোষ্ঠী গঠনের প্রস্তাব দেওয়া হবে যা সংঘাতের অবসানে একটি বিশদ পরিকল্পনায় সিরিয়ার সরকারকে সরাসরি যুক্ত করবে। বিস্তারিত রূপরেখা সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করবে। এই অঞ্চলে ভূমিকা পুনরুদ্ধার ও আরব লিগে যাতে সিরিয়া যোগদান করতে পারে সেজন্য সংঘাতের অবসান। সংঘাত মোকাবিলায় আসাদের ভূমিকা নিয়ে প্রথম আরব দেশ হিসেবে বিরোধপূর্ণ অবস্থান নেয় জর্ডান। কিন্তু দুই বছর পর আসাদ যখন আঞ্চলিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন তখন দেশটি বলেছিল, সংঘাতের অচলাবস্থার অবসান প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জর্ডানি কর্মকর্তা বলেছেন, এই প্রস্তাবে সংকট অবসানের পদ্ধতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং শেষ পর্যন্ত সিরিয়াকে আরব লিগে যোগদানের সুযোগ দেবে, জর্ডানের পরিকল্পনার মূলভিত্তি এটি। জর্ডানে ১৩ লাখ সিরীয় আশ্রয় নিয়েছেন এবং তারা এখনও সংকটের শিকার। এই ঊর্ধ্বতন কর্মকর্তা যোগ করেছেন, সংঘাতের মানবিক, নিরাপত্তা এবং রাজনৈতিক পরিণতি মোকাবিলা করার জন্য রূপরেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ার যুদ্ধে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এতে বেশ কয়েকটি বিদেশি শক্তি জড়িয়ে পড়ে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ফেব্রুয়ারিতে দামেস্ক সফরের সময় সিরীয় প্রেসিডেন্ট আসাদের কাছে শান্তি পরিকল্পনা উত্থাপন করেছিলেন। সিরিয়ায় সংঘাত শুরুর পর এটিই ছিল জর্ডানের কোনও শীর্ষ কর্মকর্তার দামেস্ক সফর। পশ্চিমারা আসাদকে দূরে ঠেলে দিলেও তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করেছেন আসাদ। আরও কয়েকটি দেশও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ দেখাচ্ছে। দীর্ঘ দিন সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি না থাকা সউদী আরবও অবস্থান পাল্টেছে। ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তির পর রিয়াদ বলেছে, দামেস্কর সঙ্গে নতুন দৃষ্টিভঙ্গি সামনে আনা উচিত। বুধবার সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ রিয়াদ সফর করেছেন। উভয় দেশ শিগগিরই দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে এই পরিকল্পনার কথা জানিয়েছে জর্ডান। গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিয়া থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনা। ওই কর্মকর্তা আরও বলেছেন, সংকটের অবসান এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পশ্চিমাদের সমর্থন পাওয়া ছিল গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ব্যাপক পুনর্গঠন এবং ভয়াবহ মানবিক প্রয়োজন মেটানো যাবে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

সরকারের তিনটি মূল অগ্রাধিকার: বিচার, সংস্কার ও নির্বাচন : রিজওয়ানা হাসান

করুণারত্নের বিদায়ী টেস্টে চান্দিমাল-মেন্ডিসে রক্ষা শ্রীলঙ্কার

বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

স্বৈরাচারের প্রেতাত্মা অভিনেত্রী শাওন আটক, সামাজিক মাধ্যমে নেটিজেনদের স্বস্তি প্রকাশ

ছাত্রদলের শাকিলের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবসে ইন্ডোর প্লান্টে সেজেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

মতলবে অবৈধ ইট ভাটায় অভিযান,৬লাখ টাকা জরিমানা

একজনের পুঁজি আরেকজনের ব্যবসা প্রসঙ্গে।

দলিল লেখক সমিতির সমাবেশ বন্ধে ডিএমপিতে আবেদন

ফ্যাসিস্ট হাসিনার দোসর প্রবাসী সচিব প্রতিবেশি দেশের স্বার্থ হাসিলে মরিয়া: মতবিনিময় সভায় বায়রার নেতৃবৃন্দ

দর্শনায় রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ, উৎপাদন বন্ধ

বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়: আমিনুল হক

তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাক, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সন্ত্রাসী ছাত্রলীগের বিচারে মার্চ ফর জাস্টিসে জবি ছাত্রদলের স্মারকলিপি

কুলাউড়ায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভাঙ্গলো শেখ মুজিবের ম্যুরাল

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আ.লীগ আবার ফিরে আসবে: রাশেদ খাঁন

নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ

আশুলিয়ায় ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

স্বৈরাচার,ফ্যাসিবাদ মুক্ত হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে

অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে লাকসামে আলোচনা ও পুরস্কার বিতরণ