চীনের অর্থনীতি দ্রুত বেড়েছে
২০ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১২:২০ পিএম
প্রথম প্রান্তিকে প্রত্যাশার তুলনায় দ্রুতগতিতে বেড়েছে চীনের অর্থনীতি। কভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং ভোক্তা মহামারীকালীন ব্যাঘাত থেকে বেরিয়ে এসেছে। যদিও বৈশ্বিক মন্দার এ সময়ে সামনে থেকে দেয়া বড় ধাক্কার কারণে আগামীর পথটা খুব বেশি মসৃণ হবে না বলেই ধারণা অনেকের। বছরওয়ারি হিসেবে প্রথম তিন মাসে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যে এমন চিত্র দেখা গেছে। এর আগের প্রান্তিকে সংখ্যাটা ছিল ২ দশমিক ৯ শতাংশ, যা বিশ্লেষকদের পূর্বাভাসে বলা ৪ শতাংশের থেকেও বেশি। গত ডিসেম্বরে কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয় চীন। তাছাড়া প্রযুক্তি ফার্ম ও সম্পদের ওপর থেকে তিন বছরের কঠোর নজরদারি সরিয়ে নেয়া হয়। এরপর থেকেই বেইজিংয়ের পুনরুদ্ধার কতটা শক্তিশালী হচ্ছে তা বোঝার জন্য বিনিয়োগকারীরা প্রথম প্রান্তিকের দিকে নজর রাখছিলেন। সিটি ইনডেক্সের সিনিয়র বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘ইন্টারনেটে চীনের প্রথম প্রান্তিকের একটি সুবিধাজনক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, সেটাই তাদের চলতি বছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৫ শতাংশে বজায় রাখতে সাহায্য করছে।’ চীনের প্রবৃদ্ধির ফলে এশিয়ায় মনোভাবও ইতিবাচক হয়েছে। কিন্তু প্রথম প্রান্তিকের তথ্য নিয়ে কিছুটা দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ রয়েছে। মূলত দীর্ঘসময় অর্থনীতি বন্ধ থাকার পরে খুলে দেয়ার কারণে এমন চিত্র দেখা যেতে পারে। ফলে দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকে পরিস্থিতি ঝিমিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত চীনের পুনরুদ্ধারের পথ কিছুটা অমসৃণই রয়েছে। খরচ, পরিষেবা ও অবকাঠামো ব্যয় বেড়েই যাচ্ছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ, যা বিশ্লেষকদের প্রত্যাশার মতোই ছিল এবং আগের প্রান্তিকের দশমিক ৬ শতাংশ বৃদ্ধি থেকে বেশি ছিল। করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার মধ্যে গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি প্রায় অর্ধশতকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। তাই চীনের নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছেন, চলতি বছর দেশটির অর্থনীতিকে সমর্থন দেয়ার জন্য ১৮ ট্রিলিয়ন ডলার ব্যয় করা হবে যেন বেকারত্বে কিছুটা লাগাম টানা যায়। কিন্তু ঋণের ঝুঁকি ও কাঠামোগত সমস্যা নিয়ে উদ্বেগের মুখে কিছু পরিকল্পনা পরিবর্তনের সুযোগের অভাবে ভুগছে। অন্যদিকে গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, পর্যাপ্ত তারল্য বজায় রেখে প্রবৃদ্ধি এবং চাকরির বাজার স্থিতিশীলতা রাখার চেষ্টা করা হবে এবং চাহিদা যেন আরো বাড়ে সেদিকে নজর দেয়া হবে। ২০২২ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে খুব খারাপভাবে পিছিয়ে পড়ার পরে এবার ৫ শতাংশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। চলতি বছরের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো ঋণদাতাদের রিজার্ভের প্রয়োজনীয়তা কমিয়েছে। সেই সঙ্গে সরকারও বেশকিছু অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে। মঙ্গলবার প্রকাশিত মার্চের আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে, খুচরা বিক্রি বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ