সুদান থেকে নাগরিকদের সরিয়ে নিতে তোড়জোড়
২৪ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী সুদান থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে, অন্য দেশগুলোও তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। রোববার সুদানের রাজধানী খার্তুমে প্রতিদ্বন্দ্বী সামরিক পক্ষগুলোর লড়াইয়ের মধ্যেই এসব তোড়জোড় চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আট দিন আগে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর মানবিক সংকট দেখা দেয়, ৪২০ জন নিহত এবং লাখ লাখ সুদানি নিত্যপ্রয়োজনীয় পরিষেবাগুলো থেকে বঞ্চিত হয়। এই বিশৃঙ্খলা থেকে থেকে লোকজন পালানোর উদ্যোগ নিলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য খার্তুমে বিমান নামায় এবং গাড়িবহর সংগঠিত করে। এ সময় কিছু বিদেশি নাগরিক আহত হন। রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, পুরো শহরজুড়ে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে আছে। ফ্রান্সের একটি গাড়িবহরে হামলার জন্য লড়াইরত পক্ষগুলো একে অপরকে দায় দিয়েছে। উভয় পক্ষই বলেছে, এ ঘটনায় ফ্রান্সের একজন নাগরিক আহত হয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে তারা জানিয়েছিল, তারা তাদের দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ফ্রান্স জানিয়েছে, তাদের একটি উড়োজাহাজ খার্তুমে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও অন্যান্য দেশের নাগরিকসহ প্রায় ১০০ জনকে জিবুতিতে সরিয়ে নিয়েছে এবং আরেকটি উড়োজাহাজ একই সংখ্যক যাত্রীসহ উড্ডয়নের পর্যায়ে রয়েছে। তবে নাগরিকদের সরিয়ে আনার ক্ষেত্রে অনেক ঝুঁকিও রয়েছে। পোর্ট সুদানের দিকে যেতে থাকা কাতারের একটি গাড়িবহরে আরএসএফ লুটপাট চালিয়েছে বলে সুদানের সেনাবাহিনী অভিযোগ করেছে। পৃথক আরেক ঘটনায় সংঘর্ষ চলাকালে এক ইরাকি নাগরিক নিহত হয়েছেন আর মিশর জানিয়েছে, তাদের একজন কূটনীতিক আহত হয়েছেন। খার্তুম থেকে বিদেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশের উদ্যোগে কিছু সুদানি হতাশ বোধ করছেন, বিবদমান পক্ষগুলো বিদেশিদের নিরাপত্তার বিষয়ে সচেতন হলেও স্থানীয়দের নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ দেখাচ্ছে না বলে মনে করছেন তারা। “বিদেশিদের চলে যেতে দেখার পর আমার মন খারাপ হয়েছে। আমি দেখলাম, কিছু দলকে সেনাবাহিনী ও আরএসএফ, উভয়েই সহযোগিতা করছে আর এদিকে আমরা জখম হচ্ছি,” বলেছেন আলসাদিক আলফেইত; লড়াই শুরু হওয়ার পর রোববার প্রথমবারের মতো তিনি নিজ বাড়ি ছেড়ে বের হয়ে আসতে পেরেছেন তিনি আর মিশরের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান হোয়াইট হাউসের

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

মেসি ম্যাজিকে মায়ামির জয়

মুক্তির আগেই দাপুটে অবস্থানে ‘এমথ্রিগান ২.০’

ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

টেকসই সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

আজ ঢাকার বাতাসের মান ‘সহনীয়’, বিশ্বে অবস্থান ৪৫