ভারতে বিতর্কিত মুসলিমবিদ্বেষী চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’

প্রমাণ হাজির করতে ১ কোটি ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা

Daily Inqilab আলজাজিরা

০৫ মে ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম

একটি ভারতীয় ছলচ্চিত্রে করা দাবির পক্ষে প্রমাণ হাজির করার জন্য ভারতের কেরালা রাজ্যে একটি মুসলিম গোষ্ঠী ১ কোটি ভারতীয় রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে। ‘দ্য কেরালা স্টোরি’ নামক চলচ্চিত্রটিতে দাবি করা হয়েছে যে, কেরালার হাজার হাজার হিন্দু এবং খ্রিষ্টান নারীকে সশস্ত্র সন্ত্রাসবাদী আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীতে জোরপূর্বক নিয়োগ করা হয়েছিল। ইউটিউবে চলচ্চিত্রটির ট্রেলারে লেখা, ‘একটি মেরুদ- হিম করা সত্য গল্প, যা আগে কখনও বলা হয়নি, ভারতের বিরুদ্ধে সৃষ্ট একটি বিপজ্জনক ষড়যন্ত্র’। এতে বলা হয়েছে, ‘হাজার হাজার নিরপরাধ নারীকে পরিকল্পিতভাবে ধর্মান্তরিত করা হয়েছে, মৌলবাদী করা হয়েছে এবং তাদের জীবন ধ্বংস করে দেয়া হয়েছে। এটা তাদের বলা গল্প। সত্যটি আমাদের মুক্তি দেবে’! হিন্দি, মালায়ালাম, তামিল ও তেলেগু ভাষায় বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এবং সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার একদিন আগে বৃহস্পতিবার কেরালার বিরোধী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ পার্টির সাথে সম্পৃক্ত মুসলিম যুব লীগের সদস্যরা কেরালার ১৪টি জেলায় ছবিটিতে করা দাবির পক্ষে প্রমাণ সংগ্রহের কাউন্টার› স্থাপন করেছে। মুসলিম ইয়ুথ লীগের সাধারণ সম্পাদক পিকে ফিরোজ প্রশ্ন করেছেন, ‘যদি রাজ্য থেকে ৩২ হাজার হিন্দু মেয়ে আইএসআইএস-এ যোগ দিত, তাহলে তা রাজ্যের প্রতিটি গ্রামের ১০ জন করে মেয়ে। কীভাবে এটি কারোর দৃষ্টিগোচর হয়নি? ফিরোজ বলেছেন, চলচ্চিত্রটি ইসলাম বিদ্বেষী আচরণগুলোকে শক্তিশালী করছে। তিনি বলেন, ‘এটা আমাদের রাজ্যের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের সুনাম নষ্ট করার জন্য। আমরা অনুভব করেছি যে, বিবৃতি দেয়া বা আইনি নোটিশ জারি করা কোনো পরিবর্তন ঘটাবে না। আমরা চেয়েছিলাম ছবিটি দেখার আগে লোকেরা তাদের মন তৈরি করুক।’
দ্য কেরালা স্টোরির নির্মাতারা মুসলিমদের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ নামক হিন্দু চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্বকে গল্পের ভিত্তি হিসিবে নিয়েছেন। ভারতের কনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী ২০২০ সালে দেশটির সংসদে ‘লাভ জিহাদ’ বলে কিছু নেই ঘোষণা দিলেও এবং সরকারি তদন্ত অভিযোগগুলো খারিজ করে দিলেও এ প্লটটি ছবির কেন্দ্রবিন্দু। ছবিটিতে মুসলিম লাভ জিহাদের ঘটনা দেখানো হয়েছে, যেখানে অমুসলিম মেয়ে এবং মহিলাদের সাথে ভালোবাসার অভিনয় করা করা হয়, বিয়ের মাধ্যমে ইসলামে ধর্মান্তরিত করা হয় এবং তারপর আইএসআইএল-এ যোগ দিতে বাধ্য করা হয়। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বলেছে যে, তারা ভারতীয়দের আইএসআইএল-এ যোগদানের ৩৭টি মামলার তদন্ত করছে এবং এ পর্যন্ত ১শ’ ৬৮ জনকে গ্রেফতার করেছে। কিন্তু চলচ্চিত্রটির পরিচালক সুদীপ্ত সেন বলেছেন, তিনি তার কাজ এবং এই দাবির পক্ষে অটল রয়েছেন যে, ৩২ হাজার নারীকে আইএসআইএল-এর জন্য প্ররোচিত করা হয়েছে এবং নিয়োগ করা হয়েছে। দাবির পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে এবং চলচ্চিত্রটি তার সমস্ত সমালোচনার উত্তর হবে।
তবে শুধু মুসলিম যুবলীগ একাই চলচ্চিত্রটির মালোচনা করেছে, তা নয়। কেরালার বাসিন্দা মার্কিন নাগরিক নাজির হুসেন কিজাক্কেদাথু সেনের দাবিকৃত ভুক্তভোগী হাজার হাজার নারীদের মধ্য থেকে মাত্র ১০ জনের বিষয়ে প্রমাণ হাজির করার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন, যাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল এবং আইএসআইএল-এ যোগদান করানো হয়েছিল। তিনি তার এক আইনজীবী বন্ধুকে পুরস্কারের জন্য আরো ১০ লাখ রুপি দিতে উৎসাহিত করেছেন। নাজির বলেন, ‘এটি একটি সাংস্কৃতিক গণহত্যার অংশ’। তিনি বলেছেন, যদিও তিনি একজন নাস্তিক, তবে একজন হিন্দু নারীর সাথে তার বিয়েকেও লাভ জিহাদের মামলা হিসাবে বিবেচনা করা যেতে পারে, যদি ছবিটির ভিত্তিটি কোনো যাচাই-বাছাই ছাড়াই মেনে নেয়া হয়।
দ্য কেরালা স্টোরির সমালোচনা করেছেন কেরালার ক্ষমতাসীন কমিউনিস্ট জোট সরকার এবং বিরোধী নেতারাও। তারা ছবিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে লিখেছেন যে, ছবিটি ঘৃণামূলক প্রচারণা ছড়ানোর একটি প্রচেষ্টা। তিনি চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। তিনি পোস্ট করেছেন, ‘এ ভুয়া গল্পটি সঙ্ঘ পরিবারের মিথ্যার কারখানার ফসল। মত প্রকাশের স্বাধীনতার যুক্তি ব্যবহার করে যারা সিনেমাকে শুধুমাত্র বিভাজন সৃষ্টির লক্ষ্যে ব্যবহার করেন তাদের ন্যায্যতা দেয়া ঠিক নয়। মতপ্রকাশের স্বাধীনতা এ দেশকে সাম্প্রদায়িক করার, মিথ্যা ছড়ানোর এবং মানুষকে বিভক্ত করার লাইসেন্স নয়’।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘উদ্দেশ্যমূলক চলচ্চিত্র এবং মুসলিদের অনাহূত করাকে কেরালার নির্বাচনী রাজনীতিতে সঙ্ঘ পরিবারের সুবিধা পাওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রচেষ্টার প্রেক্ষাপটে দেখা উচিত’।
উল্লেখ্য, ‘সঙ্ঘ পরিবার’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শগত পৃষ্ঠপোষক চরমপন্থী ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’-এর নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর একটি জোটকে বোঝায়। বিজেপি বরাবরই ভারতের অন্যতম সেরা শাসিত রাজ্য কেরালায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে। কেরালার কংগ্রেস পার্টির বিরোধী দলনেতা ভিডি সাদেশান বলেন, ‘(ছবিটি) রাজ্যের মহিলাদের প্রতি অপমান। যারা আইনের শাসন, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তারা এ ছবির মূলভাবের সাথে একমত হবেন না।’ এখন, ছবিটির মুক্তি স্থগিত চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের পাশাপাশি কেরালা হাইকোর্টে বেশ কয়েকটি আর্জি দাখিল করা হয়েছে। চলচ্চিত্র সমালোচক আন্না এমএম ভেটিকাড বলেছেন, ‘আমি এই ছবিটিকে (দ্য কেরালা স্টোরি) প্রতিক্রিয়া দিয়েও মর্যাদা দিতে চাই না।’ তিনি ভারতে হিন্দু আধিপত্যবাদের প্রচারকে ‘চরম অসারতা’ বলে নিন্দা জানান।
সমালোচকরা বলছেন যে, দ্য কেরালা স্টোরি ভারতীয় সিনেমার একটি নতুন প্রবণতার অংশ, যা সত্যের সামান্যতম তোয়াক্কাও না করে ভারতজুড়ে চরমপস্থী হিন্দুবাদের বিস্তার ঘাটতে চায়। তারা বলছেন যে, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর এ প্রবণতাটির শুরু হয়েছে। গত বছর, দ্য কাশ্মীর ফাইল্স নামক একটি চলচ্চিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যেটি মোদির ব্যাপক প্রশংসা কুড়ায়। চলচ্চিত্রটিতে দাবি করা হয় যে, ১৯৮০-এর দশকে ভারত-শাসিত কাশ্মীরে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে। যখন দেশটির একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল, তখন তাদের উপত্যকাটি ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সিনেমাটি প্রদর্শনীর পর দেখা গেছে, থিয়েটারগুলোর ভিতরে এবং বাইরে মুসলিম বিরোধী ঘৃণামূলক বক্তৃতা করা হচ্ছে। সেন ঘটনাক্রমে গত বছরের ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকম-লীর অংশ ছিলেন, যার চেয়ারম্যান ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিদ, দ্য কাশ্মীর ফাইলকে অপপ্রচার এবং একটি অশ্লীল চলচ্চিত্র বলে নিন্দা করেছিলেন। সেসময় সেন নিজেকে ল্যাপিদের মন্তব্য থেকে দূরে সরিয়ে রাখেন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে
সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
আরও

আরও পড়ুন

একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার

লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত

লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত

বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার

বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ

রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত

টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’

টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’

'সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে' ---বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

'সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে' ---বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন

অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন

রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন

রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন

আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম

আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম

প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক  আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের