সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১৫ মে ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
৭৪ দিন
পানির নিচে টানা ৭৪ দিন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিশ্বরেকর্ড করেছেন। জোসেফ ডিটুরি নামে প্রাণিবিদ্যার অধ্যাপকের ১০০ দিন সমুদ্রের তলদেশে গিয়ে গবেষণা করার পরিকল্পনা ছিল। কিন্তু ৭৪ দিন পরই মার্চ মাসে তিনি গবেষণা শেষ করেন। এর আগে দীর্ঘদিন পানির নিচে থাকার রেকর্ডটিও তার ছিল। এর আগে ২০১৪ সালে আরও দুই অধ্যাপকের সঙ্গে তিনি টানা ৭৩ দিন পানির নিচে ছিলেন। এনডিটিভি।
গড়িমসি
আফগানিস্তানে উৎপত্তি হওয়া হেলমান্দ নদীর পানির অধিকার নিশ্চিত করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইরানের বিদ্যুৎমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানান, এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো চ‚ড়ান্ত হবে। বৈঠকে ইরান সরকারের পানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, সরকারের শাখাগুলো হেলমান্দ নদীর পানির অধিকার রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে। কোন প্রকার গড়িমসি চলবে না। ইরনা।
গাড়ি রফতানিতে
চলতি বছরের প্রথম চার মাসে চীন আন্তর্জাতিক বাজারে ৭ দশমিক ৬৭ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য রফতানি করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। রোববার চীনের কাস্টমস সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, গাড়ি রপ্তানিতে জাপানকে ছাড়িয়ে গেছে চীন। চায়না অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এই সপ্তাহে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, এপ্রিলে অটোমোবাইল নির্মাতাদের রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৭৬ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ গুণ বেশি। গেøাবাল টাইমস।
মন্দার মুখে
উচ্চ মুদ্রাস্ফীতির কারণে মার্কিন অর্থনীতি মন্দায় পড়বে বলে সেদেশের চেইন সুপার মার্কেটের সিইও জন ক্যাটসিমেটিডিস সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালে ১৯৮১ সালের অর্থনৈতিক মন্দাবস্থায় দেখা দেবে। সরকারের উচিত মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। জানা গেছে, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেড়েছে। ফক্স নিউজ।
প্রতিশ্রæতি ফ্রান্সের
ফ্রান্স ইউক্রেনকে আরও হালকা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান সরবরাহের প্রতিশ্রæতি দিয়েছে। স্থানীয় সময় রোববার রাতে প্যারিসের এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে এ প্রতিশ্রæতি দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এ সময় ম্যাখোঁ ও জেলেনস্কি সামরিক সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, ফ্রান্স আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ ও সজ্জিত করবে। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে