রাখাইনে বড় দাগ রেখে গেল মোখা
১৫ মে ২০২৩, ০৮:১৫ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মোখার মূল ঝাপটাটি গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে। অতি প্রবল এই ঝড়ের তাÐবের পূর্ণ চিত্র পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার সকাল থেকে সন্ধ্যা নাগাদ উপক‚ল অতিক্রম করে শক্তিশালী এই ঘ‚র্ণিঝড়। এর কেন্দ্র আঘাত হানে রাখাইনের রাজধানী সিত্তের উপর দিয়ে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের (ওসিএইচএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য ও উত্তর-পশ্চিম উপক‚লীয় এলাকার প্রায় ৬০ লাখ মানুষের জরুরি সহায়তা দরকার, এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। মিয়ানমারে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রামানাথন বালাকৃষ্ণান রয়টার্সকে বলেন, “যে অঞ্চলটিতে আগে থেকেই মানবেতর পরিস্থিতি বিরাজ করছে, সেখানে এখন ঘ‚র্ণিঝড়ের আঘাত একটি দুঃস্বপ্নের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছে এরআগের দুর্যোগময় পরিস্থিতির কারণে যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা এরইমধ্যে নিঃশেষিত।” মিয়ানমারে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি টিটন মিত্রের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপক‚লীয় এলাকার ২০ লাখ মানুষ মোখার আঘাতের ঝুঁকিতে রয়েছে। টিটন মিত্রর টুইটারের পোস্টের বারতে যুক্তরাষ্ট্রের পত্রিকাটি জানিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের সামরিক তথ্য দপ্তরের বরাতে ওয়াশিংটন পোস্ট আরও লিখেছে, ঝড়ের আঘাতে সিত্তে, চিয়াওকপিউ ও গওয়া শহরতলীর বাড়িঘর, বিদ্যুতের ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, ল্যাম্পপোস্ট ও অনেক নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানিয়েছে, মোখার সৃষ্ট ঝড়ো বাতাসে ইয়াংগুন থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কোকো দ্বীপের একটি ক্রীড়া ভবনের ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের স্থানীয় সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর এসেছে, সিত্তে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানকার রাস্তাঘাট ও বাড়িঘরের নিচতলায় পানি জমেছে। ওই অঞ্চলের বেশিরভাগ টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই অঞ্চলের আশ্রয়কেন্দ্রের এক স্বেচ্ছাসেবক তিন নিয়েন উ জানিয়েছেন, সিত্তে শহরের তিন লাখ বাসিন্দার মধ্যে চার হাজার জনকে আগেই অন্যান্য শহরে স্থানান্তর করা হয় এবং ২০ হাজারের বেশি মানুষ শহরের উঁচু এলাকার ধর্মীয় উপাসনালয়, বিদ্যালয়ের মতো স্থাপনাগুলোতে আশ্রয় নেয়। স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান লিন লিন ঘ‚র্ণিঝড় আঘাত হানার আগে জানিয়েছিলেন, ধারণার চেয়ে বেশি মানুষ সিত্তে শহরে জড়ো হওয়ায় সেখানে খাদ্য ও আশ্রয় কেন্দ্রে সংকট দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, সিত্তে শহরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে থাকা রোহিঙ্গাদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হলেও তাদের জন্য খাবার বা পানির কোনো ব্যবস্থা করা হয়নি। সিত্তের বাসিন্দা জাও মিন তুন রয়টার্সকে বলেন, “রাজ্য সরকার আশ্রয় শিবিরগুলো থেকে কোনো সতর্কবার্তা ছাড়াই রোহিঙ্গাদের সরিয়ে নিতে শুরু করে। তাদের খাবার দেওয়া হয়নি, ফলে তারাক্ষুধার্ত অবস্থায় দিন পার করছে।” রোবাবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ঘ‚ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণের জেরে মিয়ানমারে কয়েকজনের প্রাণহানি হয়েছে। সেদেশের পূর্বাঞ্চলীয় রাজ্য শানের ফেইসবুক পেইজে জানানো হয়, তাচিলেইক শহরে স্থানীয় কর্তৃপক্ষ এক দম্পতির লাশ উদ্ধার করেছে, যারা প্রবল বর্ষণে ভ‚মিধসে মাটি চাপা পড়েছিলেন। এছাড়া কেন্দ্রীয় মানদালে অঞ্চলে পাইইন উ লওইন শহরতলীতে বটগাছের চাপায় আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মোখার প্রভাবে স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি জোয়ারের পানিতে সিত্ত শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সূত্র থেকে পাওয়া ভিডিওচিত্রের বরাতে তারা জানিয়েছে, উপক‚লে সাগরে ঢেউয়ের উচ্চতা বাড়ায় আবর্জনা ভেসে এসে শহরের রাস্তাঘাটে জমা হয়েছে এবং সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছে, ঘ‚র্ণিঝড় আঘাত হানার পরপর তারা বিভিন্ন এলাকায় আটকে পড়া লোকজনের কাছ থেকে ফোন পাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি নাজুক থাকায় উদ্ধার অভিযান চালানো যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওচিত্রের বরাতে বিসিসি জানিয়েছে, মোখা উপক‚ল অতিক্রমের সময় ঝড়ের তীব্রতায় মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াংগুনেও একটি মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়তে এবং বিভিন্ন বাড়িঘরের ছাড় ও বিলবোর্ড উড়ে যেতে দেখা গেছে। সেখানেও প্রচুর বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় আরেকটি শহর মরাউক উ থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, ঝোড়ো বাতাসে গাছপালা ভাঙছে, বিভিন্ন ভবনের টিনের চাল উড়ে যাচ্ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। বিবিসি জানিয়েছে, রাখাইন রাজ্যে একটি ১৪ বছরের ছেলে গাছচাপায় মারা গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ভবন ধসের খবরও জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। বিবিসি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে