নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দাম বেঁধে দেয়ার আলোচনায় ব্রিটিশ মন্ত্রীরা
৩০ মে ২০২৩, ০৮:২৪ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০১ এএম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। সুপারমার্কেটগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা মন্ত্রীদের। ব্রিটিশ নাগরিকদের ব্যয়ভার নাগালের মধ্যে রাখতে নেয়া হবে পদক্ষেপ। বিশেষ করে খাদ্য ও পানীয়র দাম গত ৪০ বছরের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে। এ মুহূর্তে রুটি ও দুধের মতো প্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। দাম নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ প্রচেষ্টাটি নতুন নয়। এর আগে ১৯৭০-এর দশকে দাম বাড়ার বিপরীতে এমন পদক্ষেপ নেয়া হয়েছিল ব্রিটেনে। স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বলেছেন, ‘সুপারমার্কেটগুলোর সঙ্গে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। খাদ্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রেতার সাধ্যের বিপরীতে সরবরাহ চেইন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও রাখা হয়েছে দৃষ্টি।’ সম্প্রতি ফরাসি সরকার দাম নিয়ন্ত্রণের জন্য খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশেষ চুক্তি করে, যেন আগামী তিন মাস দাম ন্যূনতম রাখা হয়। মার্চে ঘোষিত চুক্তির অধীনে বিক্রেতারাই সিদ্ধান্ত নিয়েছিলেন কোন কোন পণ্যে দাম সীমিত রাখা হবে। সেসব পণ্যের গায়ে বিশেষ লোগো ব্যবহার করা হয় পরবর্তী সময়ে। যুক্তরাজ্যের নতুন নীতিমালা গ্রহণের ক্ষেত্রে পদ্ধতিটিকে বিবেচনায় রাখা হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দাম নির্ধারণের জন্য বাধ্যতামূলক কোনো নীতিমালা তৈরি করা হবে না। যেকোনো ধরনের সিদ্ধান্ত ও পরিকল্পনা হবে স্বেচ্ছায়। সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার একটা বাড়তি চাপ রয়েছে। বিশেষ করে খাদ্যের দাম বেশি থাকাটা ঝুঁকিপূর্ণ। ফলে প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সক্ষম হওয়াটা এখন সময়ের ওপর নির্ভর করছে। এর মধ্যেই প্রায় ৯ হাজার ৪০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়ে গেছে। প্রতি বাড়ির জন্য ৩ হাজার ৩০০ ডলার করে গড়ে। উল্লেখ্য, যুক্তরাজ্যে ১৮ মাস ধরে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ, যা মার্চের ১০ দশমিক ১ শতাংশের তুলনায় খানিকটা কম। যদিও বিশ্লেষকরা পূর্বাভাস প্রদান করেছিলেন মূল্যস্ফীতির হার ৮ দশমিক ২ শতাংশের ঘরে নেমে আসার। যার অর্থ দাম কমেনি বরং ধীরগতিতে বাড়ছে। চ্যান্সেলর জেরেমি হান্ট সম্প্রতি বিবিসিকে বলেন, ‘মূল্যস্ফীতির হার হ্রাসের খবরটিকে স্বাগত জানাই, তবে বিদ্যমান পরিসংখ্যান ইঙ্গিত দেয় যুদ্ধ শেষ হয়নি। আমাদের এখনো অনেক দূর যেতে হবে।’ বিশ্বের প্রধান তেল ও গ্যাস উৎপাদক দেশ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা