সার্বিয়া-কসোভো উত্তেজনা
৩০ মে ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০১ এএম
কসোভোয় সার্বদের সঙ্গে আলবেনিয়ানদের সংঘাত ঠেকাতে রাস্তায় নামা ন্যাটোর শান্তি বাহিনীর ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন অফিসার। কসোভোর উত্তরাঞ্চলে সার্ব বিক্ষোভকারীদের ঠেকাতে গেলে অন্তত ২৫ ন্যাটো কর্মকর্তা আহত হন। এমন অবস্থার মধ্যে প্রতিবেশী সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। কসোভো একসময় সার্বিয়ার অংশ ছিল। ২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে গেলেও সেখানে এখনও বড় সার্ব জনগোষ্ঠী রয়েছে। কসোভোতে তারা নিপীড়নের শিকার হচ্ছে বলে সার্বিয়ার অভিযোগ বহুদিনের। এই সার্বরা প্রায়ই বিক্ষোভ করে। সেরকম একটি বিক্ষোভ ঠেকাতে গিয়েই সাম্প্রতিক এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত সার্বরা গত বারের মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সার্বরা ভোট না দেয়ায় সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা। এই সংঘাতের পরেও সার্বরা জানিয়েছে তাদের বিক্ষোভ জারি থাকবে। ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ন্যাটোর বাহিনীতে থাকা তার দেশের সেনারা যেভাবে আক্রান্ত হয়েছেন তা আর মেনে নেয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে সার্বদের বাদ দিয়ে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। তিনি বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই উচিত নিজের অবস্থান থেকে সরে আসা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই। হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ জালে-বব্রভনিস্কি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ৭ সেনা গুরুতর আহত হয়েছে। চিকিৎসা সেবা দিতে তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসা হবে। ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশন কসোভোর এই সহিংসতার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিক্ষোভকারীদের মোকাবেলা করার সময় ন্যাটোর বহরে থাকা ইতালি ও হাঙ্গেরির একাধিক সেনা বিনা উসকানিতে আক্রমণের শিকার হয়েছে। তাদের চামড়া ছিলে গেছে, হাড়ে চিড় ধরেছে এবং বিস্ফোরণে দগ্ধ হয়েছে। তবে প্রতিবেশী দেশ সার্বিয়ার বলছে, সংঘর্ষে উল্টো সার্ব বিক্ষোভকারীরাই আক্রান্ত হয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিক বলেছেন, সংঘর্ষে ৫২ সার্ব আহত হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। কসোভোর প্রেসিডেন্ট ভোসা ওসমানি সোমবারের সংঘর্ষের দায় ভুচিককে দিয়ে বলেছেন, সার্বিয়ার প্রেসিডেন্ট কসোভোকে অস্থিতিশীল করতে চাইছেন। সার্বদের অবৈধ সংগঠনগুলো অপরাধীদের সংগঠনে পরিণত হয়েছে। তারা কসোভো পুলিশ, ন্যাটো কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। যারা কসোভোর উত্তরাঞ্চলকে অস্থিতিশীল করতে ভুচিকের আদেশ মেনেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অপরদিকে ভুচিক উত্তেজনা সৃষ্টির দায় দিয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে। তিনি অবশ্য কসোভোর সার্বদের ন্যাটো সেনাদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার আহ্বানও জানান। কসোভোর উত্তরাঞ্চলের সার্ব অধ্যুষিত এলাকাগুলোতে আলবেনীয় বংশোদ্ভূত মেয়ররা দায়িত্ব নেওয়ার পর ওই এলাকাগুলোতে উত্তেজনা চরম আকার ধারণ করে। এই মেয়ররা যে নির্বাচনে জিতেছিলেন, সেবার ভোট বয়কট করেছিল সার্বরা। রয়টার্স, এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা