২০২৭ সাল নাগাদ গেমিং খাতে আয় দ্বিগুণ হবে মধ্যপ্রাচ্য ও উ. আফ্রিকার
৩১ মে ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০১ এএম
বর্তমানে বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতের পাশাপাশি গেমিং থেকেও আয় করছে বিভিন্ন দেশ। এ খাত থেকে ২০২৭ সাল নাগাদ দ্বিগুণ আয় করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ বা মেনা) অঞ্চল। দুবাই মাল্টি কমোডিটিস সেন্টার প্রকাশিত ২০২৩ বাণিজ্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। ‘গেমিং ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা (এমইএনএ): গিয়ারড ফর গ্রোথ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ খাত থেকে আয় ৬০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। মূলত তরুণ ও প্রযুক্তিপ্রেমী অধিবাসী, ডিজিটাল সংযোগের উচ্চপর্যায় ও সরকারি সহায়তার কারণে অঞ্চলগুলোয় ভোক্তা বাড়ছে এবং ক্রিয়েটর হাবে পরিণত হচ্ছে।
ভোক্তা বা গ্রাহক পর্যায়ে দ্রুতবর্ধনশীল বিভাগ হচ্ছে গেমিং ও ইস্পোর্টস। প্রযুক্তি খাতের অভাবনীয় উদ্ভাবন ও অগ্রগতির কারণে এর দর্শক অংশগ্রহণও বাড়ছে। অঞ্চল দুটোর নেতৃত্বে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরব। বেশি আয়, শক্তিশালী ডিজিটাল এনগেজমেন্ট ও পাবলিক বিনিয়োগ উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে। বৈশ্বিকভাবে এশিয়া প্যাসিফিকই বাজারের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে এককভাবে বড় মার্কেট হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও জাপান। অঞ্চলগুলোয় গেমিং খাতের বিকাশে স্ট্র্যাটেজিঅ্যান্ডের সহযোগী জাদ এল মির ও ইয়াল্লা ইস্পোর্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্লস কাজেতস্কির অবদানের বিষয়ও প্রতিবেদনে উঠে আসে। এছাড়া প্রযুক্তি, সংস্কৃতি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে গেমিং ও ইস্পোর্টসের ওপর প্রভাবও পরীক্ষা করা হয়েছে। ২০২৭ সাল নাগাদ গেমিং খাতে আয়ের প্রবৃদ্ধি ২০২১ সালের ২০ হাজার কোটি থেকে বেড়ে ৩৪ হাজার কোটি ডলারে উত্তীর্ণ হবে বলেও জানানো হয়েছে।
ডিএমসিসির এক্সিকিউটিভ চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ বিন সুলায়েম বলেন, ‘গেমিং বর্তমানে বিনোদন মাধ্যমের শীর্ষে চলে এসেছে। বিশেষ করে মেনা অঞ্চলে এর প্রবৃদ্ধি বেশি। কেননা বর্তমানে বিশ্বের মোট গেমারদের ১৫ শতাংশই এ অঞ্চলকেন্দ্রিক। সুলায়েম বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্যযতœসহ অন্যান্য খাতে গেমিংয়ের উত্থান অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এর গুরুত্বের বিষয়টি উত্থাপন করেছে। পাশাপাশি গেমিং খাতের ক্রমাগত প্রবৃদ্ধি যে ভবিষ্যতে বড় ধরনের প্রভাব বিস্তার করবে, সে বিষয়টিও নিশ্চিত করেছে।’ তিনি বলেন, ‘যেহেতু ডিএমসিসি দুবাইকে বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র ও অর্থনৈতিক হাবে পরিণত করতে চাইছে, তাই ধারণা করা হচ্ছে, গেমিং খাতে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করলে তা সহায়তা করবে।’
সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা খাতগুলোর মধ্যে ইস্পোর্টস অন্যতম। খাতটি ২০১৯-২৪ সালের মধ্যে মেনা অঞ্চলের রাজস্ব ২৩ দশমিক ৩ শতাংশ বাড়াতে অবদান রাখবে। অঞ্চল দুটির তরুণ জনগোষ্ঠী, আন্তর্জাতিক পর্যায়ে স্পন্সরদের বিনিয়োগ ও সরকারি সহায়তার কারণে এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গেমিং খাতের এ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে ২০২২ সালের ডিসেম্বরে ডিএমসিসি গেমিং সেন্টার দুবাইভিত্তিক পেশাদার ইস্পোর্টস প্রতিষ্ঠান ইয়াল্লা স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছে।
সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ ও অবকাঠামো, মধ্যপ্রাচ্য ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য গেটওয়ে হিসেবে কাজ করে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ের অনেক গেম ডেভেলপার প্রতিষ্ঠান দেশটিতে তাদের আঞ্চলিক অফিস স্থাপন করেছে। অ্যারাবিয়ান বিজনেস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মারা গেলেন 'মুজিব' বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল
মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু