ইউরোপের বর্ডার গার্ড হবে না তিউনিসিয়া : প্রেসিডেন্ট
১১ জুন ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০১ এএম
ইউরোপের বর্ডার গার্ডে পরিণত হবে না উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া, এমনটিই বলেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসী ইস্যুতে ইউরোপীয় নেতাদের নির্ধারিত সফরের আগে তিনি এই মন্তব্য করলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় নেতাদের পরিকল্পিত সফরের আগে তিউনিসিয়া অন্য দেশের জন্য সীমান্তরক্ষী কোনও দেশ হবে না বলে শনিবার মন্তব্য করেছেন তিউনিসীয় প্রেসিডেন্ট কাইস সাইদ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন রোববার উত্তর আফ্রিকার এই দেশটিতে সফরে যাবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছিলেন, সফরের সময় তিউনিসয়াকে সহায়তার প্রস্তাব দেবেন তারা। মূলত তিউনিসিয়া বর্তমানে আর্থিক সংকটের মুখে রয়েছে। বার্তাসংস্থাটি বলছে, শনিবার তিউনিসয়ার বন্দরনগরী স্ফ্যাক্স পরিদর্শনে যান তিউনিসীয় প্রেসিডেন্ট কাইস সাইদ। আর এই বন্দরনগরীটিই নৌকায় করে ইতালিতে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের একটি প্রধান প্রস্থান পয়েন্ট। স্ফ্যাক্স পরিদর্শন করার সময় সাইদ বলেন, ‘(সমস্যার) সমাধান তিউনিসিয়ার খরচে হবে না... আমরা তাদের দেশের জন্য পাহারাদার হতে পারি না।’ এদিকে ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ গত শুক্রবার তিউনিসিয়াকে ‘জাঙ্ক’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে। এই ক্যাটাগরিতে ঋণকে উচ্চ ঝুঁকি হিসাবে বিবেচনা করা হয়। এমনকি দেশটির ঋণ খেলাপি হওয়ার আশঙ্কাও রয়েছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, এই ধরনের পরিস্থিতিতে চলতি বছর - বিশেষ করে তিউনিসিয়া থেকে - ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনের বড় ঢেউ দেখা দিতে পারে। এছাড়া তিউনিসিয়ার জন্য আইএমএফের রেসকিউ প্যাকেজও কয়েক মাস ধরে আটকে আছে। মূলত ঋণ পাওয়ার জন্য প্রেসিডেন্ট সাইদ প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার প্রত্যাখ্যান করায় সেটি স্থবির হয়ে আছে। দাতা দেশগুলো তাকে নীতি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে এবং আইএমএফকে ঋণ চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে ইতালি। রয়টার্স বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নকে বর্ণবাদী বলে প্রেসিডেন্ট সাইদ সাব-সাহারান অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের ঘোষণা দেওয়ার পর বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পারাপার বেড়ে গিয়েছিল। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক