জ্বালানি তেল সংকটের হুঁশিয়ারি আইইএ’র
২০ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
চলতি বছর বিশ্বজুড়েই অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। এর ফলে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, চাহিদা প্রতিদিন রেকর্ড ১০ কোটি ২৩ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে। উন্নয়নশীল বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলো চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে। আইইএ সম্প্রতি মিডিয়াম টার্ম মার্কেট রিপোর্ট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে করা প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৮ সালের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৬ শতাংশ বাড়বে। চাহিদার পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ১০ লাখ ৫৭ হাজার ব্যারেলে। ২০২২ সালের তুলনায় চাহিদা বাড়বে দৈনিক ৫৯ লাখ ব্যারেল। পেট্রোকেমিক্যাল ও এভিয়েশন খাত চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে। প্রতিবেদনের তথ্যমতে, ২০২৮ সাল পর্যন্ত ছয় বছরে তিন-চতুর্থাংশ চাহিদাই আসবে এশিয়ার দেশগুলো থেকে। ২০২৭ সাল নাগাদ চাহিদা প্রবৃদ্ধিতে প্রধান উৎস হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। জ্বালানি স্থানান্তর পলিসির কারণে এ সময়ের পুরোটাই উত্তর আমেরিকা ও ইউরোপে সংকোচনমূলক পরিস্থিতির মধ্যে থাকবে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। চীনে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা মহামারীপূর্ব অবস্থায় ঘুরে দাঁড়ায়। তবে আগামী বছর চাহিদা প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়তে পারে। আইইএ জানায়, জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধিতে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে পেট্রোকেমিক্যাল খাত। এর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ইথেন ও নাপথা অর্ধেকেরও বেশি চাহিদা বাড়াবে। ৯০ শতাংশ প্রবৃদ্ধিই মহামারীপূর্ব অবস্থায় ফিরবে। এভিয়েশন খাতও খুব শক্তভাবে ঘুরে দাঁড়াবে। কারণ চলতি বছর সীমান্ত খুলে দেয়ায় বিমানে ভ্রমণের হার বেড়ে গেছে। এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পূর্বাভাস কমিয়েছে গোল্ডম্যান স্যাকস। বছর শেষে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮৬ ডলারে নামবে বলে জানিয়েছে বিনিয়োগ ব্যাংকটি। আগের পূর্বাভাসে যা ছিল ৯৫ ডলার। সে হিসাবে দাম কমবে প্রায় ১০ শতাংশ। এর আগে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ডিসেম্বর নাগাদ গড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে নামবে বলে জানিয়েছিল গোল্ডম্যান স্যাকস। আইইএ ওয়েবসাইট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক