অযৌক্তিক ও একটি উসকানি : চীন
২২ জুন ২০২৩, ০৯:৩৯ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলছে, উত্তেজনা প্রশমনের চেষ্টার পর এই মন্তব্য অযৌক্তিক ও একটি উসকানি। সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পর শিকে স্বৈরশাসক উল্লেখ করে মন্তব্য করেন বাইডেন। ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেছেন, এই বছরের শুরুতে মার্কিন আকাশসীমায় সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার ঘটনায় শি জিনপিং খুব বিব্রত। তার বিব্রত হওয়ার কারণ হলো যখন গোয়েন্দা সরঞ্জামে ভর্তি দুটি বক্সসহ বেলুন ভূপাতিত করি তখন তিনি জানতেন না এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রয়েছে। এটি স্বৈরাশাসকদের জন্য খুব বিব্রতকর। কী ঘটেছে তিনি জানতেন না। এটির যুক্তরাষ্ট্রে আসার কথা না। অবশ্যই তা ভূপাতিত করা হয়েছে। যদিও সোমবার ব্লিঙ্কেন বলেছিলেন, এই অধ্যায় বন্ধ হওয়া উচিত। অক্টোবরে কমিউনিস্ট পার্টির প্রধান এবং মার্চে তৃতীয়বার প্রেসিডেন্ট হয়ে মাও সে তুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন শি জিনপিং। তিনি এক দলীয় সরকার ব্যবস্থার প্রধান। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, পশ্চিমা নেতা ও শিক্ষাবিদরা এই ব্যবস্থাকে স্বৈরশাসন বলে থাকেন। কারণ এই ব্যবস্থায় স্বাধীন বিচারব্যবস্থা, মুক্ত সংবাদমাধ্যম বা সর্বজনীন ব্যবস্থা নেই। শি ও কমিউনিস্ট পার্টির সমালোচকদের অনলাইনে সেন্সর করা হয় এবং তাদের আটক করা ঝুঁকি থাকে। বাইডেন আরও বলেছেন, চীনের প্রকৃত অর্থনৈতিক জটিলতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এটি চরম অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন। চীনের তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখপাত্র মাও নিং বলেছেন, বাইডেনের এই মন্তব্য গুরুতরভাবে সত্য, কূটনৈতিক প্রটোকল ও চীনের রাজনৈতিক সম্মান খর্ব করেছে। এগুলো প্রকাশ্য রাজনৈতিক উসকানি। অপর এক খবরে বলা হয়, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, চীনের শি জিনপিংকে স্বৈরশাসক বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সঙ্গে একমত নন তিনি। আগামী রোববার ৬ দিনের সফরে হিপকিন্সের চীন যাওয়ার কথা রয়েছে, তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বাইডেনের বক্তব্যের সঙ্গে তার দ্বিমতের কথা জানান। “না, চীনে কী ধরনের সরকার থাকবে, তা চীনের জনগণের বিষয়,” শি স্বৈরশাসক কিনা, সে বিষয়ক প্রশ্নের জবাবে হিপকিন্স সাংবাদিকদের এ কথা বলেন। কী ধরনের সরকার থাকবে, এ বিষয়ে চীনের জনগণ কিছু বলতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “যদি তারা তাদের সরকার ব্যবস্থা বদলাতে চায়, সেটাও তাদের বিষয়।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউ জিল্যান্ডের অনেকগুলো বড় বড় কোম্পানির প্রতিনিধিসহ একটি বাণিজ্য দল নিয়ে চীন যাওয়ার কথা হিপকিন্সের; ৩০ জুন পর্যন্ত চলা এই সফরে তিনি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করবেন। রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ