অন্যের ছেড়ে দেয়া আসনে ছেলেকে নিলেন দাউদ
২৪ জুন ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম

আটলান্টিকের অতলে হারিয়ে গেল মিনি সাবমেরিন (ডুবোযান) টাইটান। যে টাইটানিক দর্শনের জন্য এত ঘনঘটা, সেই জাহাজের মতোই করুণ পরিণতি ডুবোযানের। এই টাইটানেই সওয়ার হওয়ার কথা ছিল লাস ভেগাসের বিনিয়োগকারী জে ব্লুম এবং তার ছেলের। বলা ভালো, ভাগ্যের জোরেই এক প্রকার প্রাণে বাঁচলেন তারা। আর তাদের জায়গায় বসে প্রাণ হারালেন পাকিস্তানে এক বিলিওনিয়ার ও তার ছেলে। ওশিয়ানগেটের ( যে কোম্পানি ওই ডুবোযান তৈরি করে) সিইও স্টকটন রাশ বিগত এক বছর ধরে জে-কে টাইটানে সওয়ার হওয়ার জন্য রাজি করিয়েছিলেন। স্টকটনের কথায় খানিক প্রভাবিতও হয়েছিলেন তিনি। আটলান্টিকে গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী ছিলেন তার ২০ বছরের ছেলেও। তবে শেষমেশ পিছিয়ে আসেন তারা। টাইটান আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে জে-র মনে খানিক সঙ্কোচ ছিল। তাই শেষ মুহূর্তে তিনি সেই অভিযান থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সেটা তখন প্রকাশ করেননি। সময়ের অভাবে অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। এর পরেই জে এবং তার ছেলের জন্য সংরক্ষিত টিকিট পান পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ এবং সুলেমান দাউদ। টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়ে আর ফিরে আসেননি তারা। অপর এক খবরে বলা হয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ আরোহীসহ পানির চাপে বিস্ফোরিত হয়েছে সাবমেরিন টাইটান। মার্কিন কোস্টগার্ড এমন ধারণার কথা জানিয়েছে। টাইটানিক জাহাজের কাছ থেকে বিস্ফোরিত টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর ফলে উদ্ধার অভিযানের মূল মনোযোগ এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। কীভাবে তদন্তকারীরা এই কারণ খুঁজে বের করতে পারেন তা নিয়ে বিশেষজ্ঞদের কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউজারের মতে, তারা সমুদ্রের তলদেশে যা পেয়েছেন তা ভয়াবহ অন্তর্মুখী বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ তারা দুটি ধ্বংসাবশেষ পেয়েছেন। একটি টাইটানের পেছনের দিকের একটি অংশ এবং অপরটি এর ল্যান্ডিং ফ্রেম, যা ইঙ্গিত দিচ্ছে ডুবোযানটি পানির চাপে খ--বিখ- হয়ে গেছে। ব্রিটেনের রয়্যাল নেভির সাবেক সাবমেরিন ক্যাপ্টেন রায়ান র্যামসের মতে, এমনটি কেন ঘটেছে এবং এটি এড়াতে কী করার ছিল তা সম্পর্কে জানতে কর্তৃপক্ষ খুঁজে পাওয়া সব ধ্বাংসাবশেষ একত্রিত করবে। তিনি বলেন, এটায় কোনও ব্ল্যাক বক্স নেই। ফলে ডুবোযানটির সর্বশেষ গতিবিধি জানার সুযোগ থাকছে না। এটি বাদে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের সঙ্গে এর তেমন কোনও পার্থক্য নেই। তার মতে, তদন্তকারীরা ধ্বংসাবশেষগুলো সাগর থেকে তুলে আনার পর ভেঙে যাওয়া কাঠামোগুলোর কার্বন গঠন পর্যবেক্ষণ করবেন। শেষ মুহূর্তে কী ঘটেছে তা বুঝতে এটি খুব সহযোগিতা করবে। প্রতিটি টুকরো পুংখানুপুংখভাবে যাচাই করা হবে। কার্বন ফাইবারের ফিলামেন্টের দিক পর্যবেক্ষণ করা হবে। খুঁজে দেখা হবে ‘মাইক্রোস্কোপিক টিয়ার্স’। এগুলো থেকে কোন স্থানে ফাটল ধরেছিল তা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে। তদন্তকারীদের যে বড় প্রশ্নটির উত্তর খুঁজতে হবে তা হলো অবকাঠামোগত ত্রুটির কারণে এমনটি ঘটেছিল কিনা। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের অধ্যাপক ব্লেয়ার থর্নটন বলেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে টাইটান অবিশ্বাস্য রকমের চাপে পড়েছিল, যে চাপের ভর আইফেল টাওয়ারের সমান হতে পারে। তিনি বলেন, আমরা টাইটানের ভেতরে একটি খুব শক্তিশালী অন্তর্মুখী বিস্ফোরণের কথা বলছি। কয়েকজন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেবে। আর তা হলো পর্যাপ্ত পরীক্ষার অভাবে কি এমনটি ঘটেছে? ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রডেরিক অ্যা স্মিথ বলেন, কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের সংযোগ খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। অন্তর্মুখী বিস্ফোরণের তীব্রতার কারণে ঘটনাগুলোর পরম্পরা নির্দিষ্ট করা খুব কঠিন হতে পারে। তাই সম্ভব হলে পুনরুদ্ধার এবং কষ্টসাধ্য পরীক্ষার প্রয়োজন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চীনের বিশাল সুপার ড্যাম, উদ্বিগ্ন ভারত?

আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবি শিবিরের

কালিয়াকৈরে তুরাগ নদীতে ভাসছে অজ্ঞাত লাশ

বোরকা পরে-মুখ ঢেকে আদালতে অপু বিশ্বাস

মোদি-মমতাকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

এনবিআর নামটি আর থাকবে না: জ্বালানি উপদেষ্টা

জাতীয় ঐকমত্য গঠনে দ্রুত অগ্রগতির লক্ষ্যে কাজ করছে কমিশন: আলী রীয়াজ

বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ

ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের

আইন-শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব : সিইসি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট, থাকছে ড্রোন শো’

মাদক ছাড়ো মাঠে চলো, সুন্দর একটা দেশ গড় - এস.এ. জিন্নাহ কবীর

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের
বিশ্বকাপের ভেন্যু থেকে মালাগার নাম প্রত্যাহার

চাঁদপুরে লেক থেকে এক কিশোরের লাশ উদ্ধার

সরকারবিরোধী রূপ নিয়েছিল এনবিআরের আন্দোলন: মন্তব্য জ্বালানি উপদেষ্টার

ফরিদপুরে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকায় ব্যবসায়ী হত্যাকান্ডের প্রতিবাদে ফরিদপুরে পৃথক বিক্ষোভ মিছিল

বিদ্রোহীদের আক্রমণের ভয়ে থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম