মণিপুরে আবারো তীব্র সংঘাত নিহত ২

মণিপুর থেকে হাজার হাজার বাস্তুচ্যুত যাচ্ছে মিজোরামে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৩ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ক্রমশ তীব্র হচ্ছে শরণার্থী সংকট। আর এর পেছনে রয়েছে প্রতিবেশী মণিপুর রাজ্যের চলমান সহিংসতা। গত ৩রা মে থেকে স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে টানা সহিংসতা চলছে মণিপুরে। আর এতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে মিজোরামে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এরইমধ্যে মণিপুর থেকে আসা শরণার্থীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। রোববার প্রকাশিত এক রিপোর্টে ভারতীয় গণমাধ্যমটি দাবি করে, সাত হাজারেরও বেশি বাংলাদেশি উপজাতি বর্তমানে মিজোরামে শরণার্থী হয়ে আছে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাম্প্রতিক অস্থিরতার কারণেই তারা বাংলাদেশ ছেড়ে মিজোরামে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়। বাংলাদেশ সামরিক বাহিনী এবং কুকি-চীন ন্যাশনাল আর্মির (কেএনএ) মধ্যে গত নভেম্বর মাস থেকে সশস্ত্র সংঘাত চলছে। এই বাহিনী কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামেও পরিচিত। এটি মূলত একটি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী বাহিনী। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেসময় ৩৫ হাজার মানুষ মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করে এবং মিজোরামে শরণার্থী হিসেবে থাকতে শুরু করে। মিজোরাম মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য। বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া উপজাতিরা সেখানে সহজেই মিশে যেতে পারছে। চিন-কুকি কিংবা মিয়ানমার থেকে আসা জোমি গোষ্ঠীর মানুষেরা সবাইই মিজোরামের জো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের সংস্কৃতিতে মিল রয়েছে এবং তারা সকলেই খ্রিস্টান। এদিকে মণিপুরের সংঘাতের কারণে এখন নতুন করে শরণার্থীরা যেতে শুরু করেছে মিজোরামে। মণিপুরের সহিংসতায় এখন পর্যন্ত ১২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫০ জনেরও বেশি। এছাড়া পুড়িয়ে দেয়া হয়েছে শত শত বাড়িঘর, গাড়ি এবং দোকান পাট। মিজোরাম সরকার এখন মণিপুর, মিয়ানমার শরণার্থীদের জন্য কেন্দ্র থেকে তহবিল চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কোনও আর্থিক সহায়তা দেয়নি। শরণার্থীদের মিজোরামের ১১টি জেলার বিভিন্ন শিবিরে রাখা হয়েছে। তবে অনেকেই শিবিরের বাইরে থাকে। কেউ কেউ আছে আত্মীয়দের বাড়িতে, কেউ আবার ভাড়া বাড়িতে থাকছে। কেউ কেউ গির্জা কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টারে থাকছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ১৬ই মে এবং ২৩শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি লিখেছেন। তিনি মণিপুর থেকে আসা বাস্তুচ্যুত মানুষদের ত্রাণ দেয়ার জন্য ১০ কোটি রূপির আর্থিক সহায়তা চেয়েছেন। মিজোরামের হোম কমিশনার এইচ লালেংমাওইয়া বলেছেন যে, রাজ্যের একটি প্রতিনিধিদল পর্যটন মন্ত্রী রবার্ট রোমাওয়ার নেতৃত্বে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এরমধ্যে আছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাও। বাস্তুচ্যুত লোকদের ত্রাণ দেয়ার জন্য কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ দেয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। লালেংমাওইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। কিন্তু আমরা এখনও কোনও আর্থিক সহায়তা পাইনি। ইন্ডিয়া টুডে এ খবর জানায়। রোববার ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘শনিবার রাতে দু’পক্ষের গুলির লড়াইয়ে কমপক্ষে দু’জন ‘গ্রামসেবক’ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে খোইজুমন্তবি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় এলাকায় পাহারা দিচ্ছিলেন ‘গ্রামসেবকরা’। তখনই কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সাথে তাদের গুলির লড়াই শুরু হয়।’ গত দু’মাস ধরে মণিপুরে জাতিগত সংঘাতে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী রঞ্জন সিংহের বাড়িতে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। মণিপুর সরকারের একমাত্র নারী মন্ত্রী কাংপোকপি কেন্দ্রের এমপি নেমচা কিগপেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী এল সুসীন্দ্র মেইতেইয়ের বাড়ি সংলগ্ন একটি গুদামঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন সিংহ। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন তিনি। শনিবার ‘এনডিটিভি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে রাজ্যের হিংসায় যেভাবে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করা হচ্ছে, তাতে আঘাত পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন, তার সাথে কেউ নেই। কিন্তু পরে সমর্থকদের ‘ভালবাসা’তেই তিনি সিদ্ধান্ত বদল করেন। ইন্ডিয়া টুডে, এবিপি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
মার্কিন সমালোচনার কড়া জবাব দিলো পাকিস্তান
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের
পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত
আরও

আরও পড়ুন

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে