রেকর্ড ১০ লাখ আশ্রয় আবেদন ইউরোপে
০৬ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ২০২২ সালে মোট ৯ লাখ ৯৬ হাজার আশ্রয়ের আবেদন জমা পড়েছে। যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় অন্তত ৫৩ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে গত বছর আশ্রয় চেয়ে আবেদন করেছেন রেকর্ড ১০ লাখ মানুষ। আবেদনকারীদের বেশিরভাগই সিরয়িা, আফগানিস্তান, তুরস্ক, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার নাগরিক। ইউরোপে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে জার্মানিতে। ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় বিষয়ক সংস্থা (ইইউএএ) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ২০২২ সালে মোট ৯ লাখ ৯৬ হাজার আবেদন জমা পড়েছে। যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় অন্তত ৫৩ শতাংশ বেশি। ইইউএএ বলেছে, সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে জার্মানিতে। এরপরই রয়েছে ফ্রান্স; দেশটিতে জমা পড়েছে এক লাখ ৫৬ হাজার আবেদন। তৃতীয় স্থানে থাকা স্পেনে জমা পড়েছে এক লাখ ১৮ হাজার আশ্রয় আবেদন। আর চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়ায় জমা হয়েছে এক লাখ ৯ হাজার আশ্রয় আবেদন। পঞ্চম স্থানে থাকা ইতালিতে জমা হওয়া আশ্রয় আবেদনের সংখ্যা ৮৪ হাজার। অন্তত ৭০ শতাংশ আবেদনকারী এই দেশগুলোতেই আশ্রয় চেয়ে আবেদন করেছেন। আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ হাজার অভিভাবকহীন শিশু রয়েছে। এই সংখ্যা ২০১৬ সালের অভিবাসন বিপর্যয়ের পর সর্বোচ্চ। ইইউএএ জানিয়েছে, সংঘাত, সংঘর্ষ, জলবায়ু বিপর্যয়, ভূরাজনৈতিক অস্থিরতা,ক্ষুধা আর দারিদ্র্যের কারণে উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ অনিয়মিত অভিবাসনের পথ বেছে নিয়েছেন। করোনা মহামারির বাধা দূর হওয়ার পর ইউরোপে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়ে গেলেও ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কে এখনও ছাপিয়ে যায়নি। পরিসংখ্যান বলছে, সিরিয়া গৃহযুদ্ধের সময় অর্থাৎ ২০১৫ সালে ইউরোপে আশ্রয় চেয়েছিলেন ১৪ লাখ মানুষ। আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ওই দেশ থেকে আসা মানুষদের বিশেষ অস্থায়ী সুরক্ষা মর্যাদা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বর্তমানে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক আশ্রয় নিয়েছেন ইউরোপে। তবে আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের তালিকায় কোনও ইউক্রেনীয়কে অন্তর্ভুক্ত করেনি ইইউএএ। সংস্থাটি বলছে, বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায়, আবাসন নিয়ে চাপের মুখে পড়েছে জোটের অনেক সদস্য রাষ্ট্র। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে