ক্লাস্টার বোমা আছড়ে পড়ে যেভাবে লক্ষ্যবস্তুতে
০৮ জুলাই ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৬ এএম
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই এ বোমা ইউক্রেনের মাটিতে এসে পৌঁছাবে। তবে বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঝুঁকি থাকায় বিশ্বের ১২০টি দেশে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও মার্কিনিরা ইউক্রেনকে এ বোমা দিচ্ছে। ক্লাস্টার বোমা রকেট সদৃশ একটি কাঠামোর ভেতর থাকে। এ বোমা বিমান, কামান ও রকেট লঞ্চার থেকে ছোঁড়া যায়। ক্লাস্টার বোমা যখন ছোঁড়া হয় তখন এর ভেতর থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ছোট ছোট এসব বোমার সবগুলো তাৎক্ষণিভাবে বিস্ফোরিত নাও হতে পারে। ফলে যুদ্ধের সময়; এমনকি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও এগুলো বিস্ফোরিত হয়ে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাতে পারে। কিভাবে এই ক্লাস্টার লক্ষ্যবস্তুতে আঘাত হানে সেটির একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশিক্ষণের এ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিমান থেকে বোমাটি ছোঁড়া হয়েছে। যা নিচের দিকে আসতে থাকে। এরমধ্যেই বোমাটি বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমাগুলো বেরিয়ে আসে। তখন এগুলো নিচে আছড়ে পড়ে অসংখ্যবার বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের যে ধরনের বোমা দিচ্ছে, সেটি হাউইটজার কামান থেকে ছোঁড়া যাবে। ১৫৫ মিলিমিটার এ ক্লাস্টার বোমার ভেতর ছোট ছোট ৮০টি বোমা রয়েছে। ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে রুশ সেনারা যেসব জায়গায় পরিখা খনন করেছে, সেসব জায়গায় এ বোমা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। ইউক্রেন দীর্ঘদিন ধরে ক্লাস্টার বোমা চাইলেও, এটি দিতে অপরাগতা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত সপ্তাহে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা কিয়েভকে ঝুঁকিপূর্ণ এ বোমা দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে সম্মতি জানান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া নিয়ে সংবাদমাধ্যম সিএনএনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। এতে তিনি এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, ‘এ সিদ্ধান্ত নিতে আমার সময় নিতে হয়েছে। কিন্তু ইউক্রেনীয়দের অস্ত্র ফুরিয়ে আসায় আমাকে এটি করতে হয়েছে।’ বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ