নিহত বেসামরিকের সংখ্যা ৯ হাজার বলছে জাতিসংঘ
০৮ জুলাই ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৬ এএম

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিনে শুক্রবার এ হিসাব প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাটি। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) বিবৃতিতে জানায়, ইউক্রেনে যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে উদ্বিগ্ন জাতিসংঘ। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, ‘শুক্রবার আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়ঙ্কর হামলা চলছে। পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনে হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম ছিল। তবে এই সংখ্যাটি মে এবং জুন মাসে আবার বাড়তে শুরু করেছে। পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র হামলায় ২৭ জুন চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বৃহস্পতিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হন। একে বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছেন শহরের মেয়র। জাতিসংঘ বলেছে, হামলাটি ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন দ্বারা সুরক্ষিত একটি এলাকায় সংঘটিত হয়েছিল। হামলায় একটি ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনে জাতিসংঘের মনিটরিং মিশন আরও উল্লেখ করেছে, পূর্ব ইউক্রেনে গত আট বছরের তুলনায় গত ৫০০ দিনে তিনগুণ বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। নির্বিচারে আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র হামলাগুলো বেসামরিকদের জন্য মারাত্মক হয়ে উঠছে। বেসামরিক অবকাঠামো এবং সরবরাহ লাইনে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে বিদ্যুৎ ও পানি থেকে বঞ্চিত করেছে মস্কো। বুচা এবং মারিউপোলের মতো শহরগুলো গত বছর রাশিয়ান নৃশংসতার চরম শিকার হয়েছিল। সেখানে গণহত্যার এবং যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে ব্যাপক। এই অবস্থায় শুক্রবার ইউক্রেনীয় বাহিনীকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে মানবাধিকার সংগঠনগুলোর। আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের