তাপমাত্রা বৃদ্ধির সাথেই বাড়ছে দুর্যোগের শঙ্কা
১৯ জুলাই ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০১ এএম
মাত্র দু’সপ্তাহ আগে ‘সারফেস এয়ার টেম্পারেচারের’ নিরিখে বিশ্বের উষ্ণতম দিন বলা হয়েছিল ৫ জুলাইকে। ওই স্কেলে অর্থাৎ ভূ-পৃষ্ঠের থেকে ২ মিটার উপরে আমাদের আশেপাশের যে বাতাস, তার তাপমাত্রা ছিল ১৭.১৮ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.৬ ডিগ্রি ফারেনহাইট। ১৯৭৯ সালের পরে এই প্রথম পারদ এখানে ওঠে। সেদিনই অবশ্য আবহবিদরা বলেছিলেন, ‘এই তাপমাত্রা আগামী সপ্তাহগুলিতে আরও বাড়বে।’ হুবহু মিলে গেল তাদের কথা। পরবর্তী কয়েক দিনে রোজই উত্তর গোলার্ধ্বের দেশগুলি গরমের নিরিখে নিত্য-নতুন রেকর্ড করেছে ও করে চলেছে। রোববার যেমন ইরানের একটি জায়গার তাপমাত্রা ছিল ৬৬.৭ ডিগ্রি, মঙ্গলবার ইতালির সিসিলির তাপমাত্রা পৌঁছল ৪৯ ডিগ্রি সেলসিয়াসে! ইতালি গত কয়েক দিন ধরেই অত্যধিক গরমের শিকার। তীব্র গরম থেকে বাঁচতে টেক্সাস থেকে সস্ত্রীক ইতালিতে এসেছেন কোলম্যান পি ভি। তিনি বলেন, ‘আমরা টেক্সাস থেকে এসেছি। সেখানে প্রচণ্ড গরম। ভেবেছিলাম এখানে এসে গরম থেকে রেহাই পাব। কিন্তু এখানে দেখছি আরও বেশি গরম।’ স্পেনের সব জায়গাতেই কমবেশি ৪০ ডিগ্রি মতো থাকছে তাপমাত্রা। অত্যধিক শুষ্কতায় গ্রিসে দাবানল ছড়িয়েছে। এমনকী সুইজারল্যান্ডের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহ আরো তীব্র হতে পারে এই আশঙ্কায় ইতালির স্বাস্থ্যমন্ত্রণালয় রাজধানী রোম, বোলোঙ্গা, ফ্লোরেন্স-সহ ১৬টি শহরে লাল সতর্কতা জারি করেছে। স্পেনের ক্যানারি আইল্যান্ড ও আন্দালুসিয়া অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি আজ বুধবার পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। লা পালমা দ্বীপে দাবানলে চলতি সপ্তাহে পাঁচ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। তীব্র গরমের কারণে গ্রিসের রাজধানী আথেন্সের শীর্ষ পর্যটনকেন্দ্র অ্যাক্রোপলিস তৃতীয় দিনের মতো গত রোববারেও বন্ধ ছিল। জাপানের রাজধানী টোকিও-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় সরকার হিট স্ট্রোকের সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থার মতে, ২০১৮ সালে কুমাগায়া শহরে জাপানের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে অনুমান সংস্থাটির। ফুকুশিমার হিরোনো শহর-সহ বেশ কিছু শহরে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ। আসলে, ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সব অঞ্চলে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আমেরিকার ফিনিক্সে এ দিন ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে। এ দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বহু দাবানলের ঘটনা ঘটেছে। রিভারসাইড কাউন্টিতে দাবানলে সাড়ে সাত হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর (ইউএনডব্লিউএস) তাদের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপপ্রবাহ রেকর্ড ছাড়াতে পারে বলে সতর্ক করেছে। পিছিয়ে নেই চীনও। সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের যে কোনও বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জিনজিয়াং শহরের সানবাও গ্রামে অবস্থিত আবহাওয়া স্টেশন ৫২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯ শতক থেকে এখনও পর্যন্ত পৃথিবীর গরম বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। যে ভাবে তেল-গ্যাস-কয়লার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এটা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হবে। সিএনএন, দ্য ইকোনমিস্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার