‘সৈনিক ছিলেন, স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারলেন না’
২২ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ভারতের মনিপুর রাজ্যের যে দুই নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ভিডিও নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে, তাদেরই একজনের স্বামী শুক্রবার আক্ষেপ করে বলেছেন, তিনি ভারতের সেনাবাহিনীতে ছিলেন, কার্গিল যুদ্ধ করেছেন, অথচ স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারলেন না। ওই ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে মনিপুর পুলিশ জানিয়েছে, আর মূল অভিযুক্তের বাড়ি বৃহস্পতিবার রাতে ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় নারীরা। যে প্রাচীন নারী সংগঠনটির সদস্যরা মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই ‘মেইরা পেইবেই’ ওই দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো এবং তার ভিডিও করার গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে। ‘মেইরা পেইবেই’ শব্দের অর্থ যে নারীরা মশাল হাতে সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেন। ঘটনাচক্রে যাদের নিগ্রহ করা হয়েছে, তারা কুকি সম্প্রদায়ের মানুষ, আর অভিযুক্তরা মেইতেই সম্প্রদায়ভুক্ত। আবার যে নারীরা ওই অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিয়েছেন, তারাও পেইবেই। অভিযুক্তদের ফাঁসির দাবিও তুলেছে অতি শক্তিশালী ও সামাজিক আন্দোলনগুলোর সামনের সারিতে থাকা মনিপুরের নারী সমাজ। তারা বলছেন, মনিপুরী সমাজে যে নারীদের এত শ্রদ্ধা করা হয়, মায়ের সম্মান দেয়া হয়, সেই নারীজাতি, হলেনই বা তারা কুকি সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে কিভাবে এই ঘটনা ঘটাতে পারল অভিযুক্তরা? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে যে দুই নারীকে নগ্ন করে হাঁটতে বাধ্য করা হচ্ছে বলে দেখা গেছে, তাদের একজনের বয়স ৪০-এর ওপরে, অন্যজন ২০-২৩ বছর বয়সী। যার বয়স ৪০-এর ওপরে, তারই স্বামী শুক্রবার কথা বলেছেন সংবাদমাধ্যমের সাথে। তিনি সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের সুবেদার ছিলেন। তিনি বলেন, আমি কার্গিল যুদ্ধ দেখেছি, ভারতীয় শান্তিবাহিনীর হয়ে শ্রীলঙ্কাতেও ছিলাম। আমি দেশ রক্ষার কাজ করেছি, অথচ অবসর নেয়ার পরে নিজের স্ত্রী এবং গ্রামের আরেক নারীকে রক্ষা করতে পারলাম না। ওই অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কথায়, চৌঠা মে সকালে জনতা এসে এলাকার বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, দুজন নারীকে বিবস্ত্র করে দেয়া হয় আর গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। সেখানে পুলিশ হাজির ছিল, কিন্তু তারা কিচ্ছু করেনি। পুলিশের বিরুদ্ধে ঘটনা চলাকালীন কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ যেমন আছে, তেমনই থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্তদের গত তিন মাস গ্রেফতার করা হয়নি কেন, সেই প্রশ্নও তুলছেন মানবাধিকার কর্মীরা। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত