দুই দিনে মণিপুরে ঢুকল সাত শতাধিক মিয়ানমার নাগরিক
২৫ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৪ এএম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মিয়ানমারের ৭ শতাধিক নাগরিক প্রবেশে করেছে। পরপর দুইদিনে এসব মানুষ মণিপুরে প্রবেশ করে এবং প্রতিবেশী দেশ থেকে আসা এসব নাগরিকের কাছে বৈধ কোনও কাগজপত্র নেই। ভারতের এই রাজ্যটি দুই মাসেরও বেশি সময় ধরে সহিংসতায় বিপর্যস্ত এবং সেখানেই একসঙ্গে মিয়ানমারের বিপুল সংখ্যক নাগরিক প্রবেশ করায় উঠেছে প্রশ্ন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ ও ২৩ জুলাই মাত্র দুই দিনে মিয়ানমারের কমপক্ষে ৭১৮ জন নাগরিক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রবেশ করেছে। সোমবার রাতে স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতেও বিষয়টি স্বীকার করা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, মাত্র দুই দিনে কিভাবে মিয়ানমারের অন্তত ৭১৮ জন নাগরিককে ‘যথাযথ ভ্রমণ নথিপত্র ছাড়াই’ ‘ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো’, সে বিষয়ে আসাম রাইফেলসের কাছে একটি বিশদ প্রতিবেদন চেয়েছে মণিপুর সরকার। এনডিটিভি বলছে, স্বরাষ্ট্র দপ্তরের এই বিবৃতির তাৎপর্য রয়েছে। কারণ এই বিবৃতিতে আসাম রাইফেলস-এর কাছে জানতে চাওয়া হয়েছে, তাদের নজরদারি সত্ত্বেও দুই মাস ধরে জাতিগত সহিংসতার কারণে মণিপুরে বিরাজমান উত্তেজনার মধ্যে মাত্র দুই দিনে সাত শতাধিক বার্মিজ নাগরিক ভারতে প্রবেশ করতে সক্ষম হলো। এছাড়া মণিপুর রাজ্য সরকার নিজেই উদ্বিগ্ন যে, মিয়ানমারের এসব নাগরিক ভারতে পাড়ি জমানোর সময় তাদের সাথে অস্ত্র ও গোলাবারুদ এনেছে কিনা তা জানার কোনও উপায় নেই। বিষয়টি সম্পর্কে প্রত্যক্ষভাবে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তি পরিচয় প্রকাশ না করে এনডিটিভিকে একথা জানিয়েছেন। মণিপুর স্বরাষ্ট্র বিভাগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ৭১৮ জন শরণার্থী নতুন করে ভারত-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেছে এবং গত ২৩ জুলাই চান্দেল জেলা হয়ে মণিপুরে প্রবেশ করেছে বলে ২৮ সেক্টর আসাম রাইফেলসের সদর দপ্তর জানিয়েছে। মণিপুরের মুখ্য সচিব ড. বিনীত জোশীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বৈধ ভিসা বা ভ্রমণের নথিপত্র ছাড়াই মিয়ানমারের নাগরিকদের মণিপুরে প্রবেশে বাধা দিতে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সীমান্ত-রক্ষী বাহিনী আসাম রাইফেলসকে স্পষ্টভাবে জানিয়েছিল মণিপুর সরকার। রাজ্য সরকার বিবৃতিতে আরও বলেছে, ‘মণিপুর সরকার ৭১৮ শরণার্থীর নতুন করে অবৈধ প্রবেশকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে। কারণ এই ঘটনার আন্তর্জাতিক প্রভাব থাকতে পারে বিশেষ করে চলমান আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে এর প্রভাব দেখা যেতে পারে।’ মণিপুর সরকার বলেছে, তারা ‘আসাম রাইফেলস কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিশদ প্রতিবেদন চেয়েছে যে, কেন এবং কীভাবে মিয়ানমারের এই ৭১৮ জন নাগরিককে যথাযথ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো; এছাড়া সেই ৭১৮ জন বার্মিজ নাগরিককে চিহ্নিত করে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানোর কঠোর পরামর্শও’ দিয়েছে তারা। এছাড়া চান্দেল জেলার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখতে এবং মিয়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্স ও ছবি রাখার নির্দেশ দিয়েছে সরকার। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া