৪৩ ছাত্র অপহরণে জড়িত মেক্সিকোর পুলিশ
২৬ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ২০১৪ সালে ৪৩ জন ছাত্রকে অপহরণ করা হয়েছিল। এই অপহরণের ঘটনায় জড়িত ছিল পুলিশ। অবশ্য শুধু পুলিশ নয়, দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারাও জানতেন ওই ছাত্রদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। মূলত ৪৩ জন ছাত্রকে অপহরণের ঘটনার কিছুদিনের মধ্যেই বিষয়টি নিয়ে সমান্তরাল তদন্ত চালানোর জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল। এরইমধ্যে মেক্সিকোর সরকার পরিবর্তন হয়েছে। তদন্ত কমিটিকে নতুন করে কাজ শুরু করতে হয়েছে। অবশেষে মঙ্গলবার তারা তাদের রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, সেনাবাহিনী, নৌসেনা এবং পুলিশের একাধিক কর্মকর্তা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তারা জানতেন ওই ছাত্রদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে তারা তা জানাননি। ছাত্রদের উদ্ধারের ব্যবস্থাও করেননি। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ওই কর্মকর্তারা সরাসরি ড্রাগ মাফিয়াদের সঙ্গে যুক্ত অথবা তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরা ওই চক্রের সঙ্গে জড়িত। সে কারণেই তারা ওই ছাত্রদের উদ্ধারের চেষ্টা করেননি। বস্তুত, ওই ছাত্রদের অপহরণের পেছনেও পুলিশ এবং সেনাবাহিনীর হাত থাকতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এর সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। ৪৩ জনের মধ্যে ১৭ জন ছাত্র কোথায় আছে, সেই রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে ছিল বলেও জানানো হয়েছে। বস্তুত, ওই ঘটনার পর সেনাবাহিনী এবং নৌসেনা বেশ কয়েকটি ভুয়া অপারেশন চালায় বলে অভিযোগ রয়েছে। সেখানে বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু ওই ব্যক্তিদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ব্যক্তিদের ওপর অত্যাচার চালিয়ে ভুল জবানবন্দি আদায় করার চেষ্টা হয়েছিল বলে দাবি করা হয়েছে রিপোর্টে। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর রীতিমতো আলোড়ন পড়ে গেছে মেক্সিকোতে। এর আগেও সেখানকার প্রশাসনের সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগাযোগের অভিযোগ একাধিকবার উঠেছে। কিন্তু এত স্পষ্ট করে লিখিত আকারে এমন অভিয়োগ বিরল। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর ইগুয়ালা শহর থেকে ৪৩ জন ছাত্র নিখোঁজ হয়ে যায়। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে