সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৩০ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম
২০০ বছর
ইনকিলাব ডেস্ক : মার্কিন নাগরিকত্ব পেতে প্রয়োজন গ্রিন কার্ড। আর তার জন্য মার্কিন সরকারের কাছে ভারতীয়দের যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তা খতিয়ে দেখতে সময় লাগবে প্রায় ১৯৫ বছর! অবশ্য এ সমস্যা দ্রুত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য প্রচুর ভারতীয় আবেদন জানিয়েছেন। যে পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে তা বিবেচনা করে দেখতে প্রায় ২০০ বছর সময় লেগে যাবে। এনডিটিভি।
হাসপাতালে আগুন
ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে রবিবার ভোরে ১০তলা বিশিষ্ট একটি হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দ্রুত প্রায় ১২৫ জন রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার ভোর ৪টার দিকে আহমেদাবাদের শাহিবাগে রাজস্থান হাসপাতালের বেজমেন্টে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এনডিটিভি।
কানাডায় নিহত ৬
ইনকিলাব ডেস্ক : কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন যাত্রী। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য শুক্রবার রাত ৯টার দিকে ক্যালগারির কাছে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি। সিবিসি।
তাজিয়ায় নিহত ৪
ইনকিলাব ডেস্ক : ভারতের ঝাড়খ-ে মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছে। শনিবার প্রদেশটির বোকারো জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তার ফলেই তড়িতাহত হয় কয়েকজন। জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এনডিটিভি।
থাইল্যান্ডে নিহত ৯
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক বাজারে আতশবাজির গুদামে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১৫ জনের বেশি। মালয়েশিয়ান সীমান্তে সাঙ্গাই কোলকে দেশটির স্থানীয় সময় বিকেল ৩ টায় এ বিস্ফোরণ হয়। ধারণা করা হয়, সংস্কার কাজের জন্য এ বিস্ফোরণ ঘটেছে। ওই বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গভর্নর সানোন পনগাকসর্ন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ইস্পাত ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। রয়টার্স, এএফপি।
নার্স অপহৃত
ইনকিলাব ডেস্ক : ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে এক নার্সসহ তার সন্তানকে অপহরণ করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল র হাইতি’। সংস্থাটি বিবৃতিতে জানায়, আমরা নিশ্চিত আমাদের পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেনভিল ও তার সন্তান গত বৃহস্পতিবার অপহৃত হন। ওইদিন সকালে পোর্ট ও প্রিন্সের কাছে আমাদের কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। বিবৃতিতে শিশুটির বয়স উল্লেখ করা হয়নি। ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি ২০২১ সালের নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনার পর দেশটির আইনশৃংখলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যায়। রয়টার্স।
মহারাষ্ট্রে নিহত ৬
ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাজ্যটির বুলধানা জেলার মালকাপুরে এনএইচ ৫৩ মহাসড়কের নান্দুর নাকা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে, পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আইন প্রয়োগকারীরা জানিয়েছেন, বালাজি ট্রাভেলস নামের একটি কোম্পানির বাস অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের নিয়ে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় ফিরছিল। এনডিটিভি।
অতঃপর...
ইনকিলাব ডেস্ক : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী চাচাতো বোনকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। শুক্রবার ভারতের মালবীয় নগরের একটি পার্কে এ ঘটনা ঘটে। এদিন ওই পার্কে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।সঙ্গে সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় তরুণীর দেহে কিছু আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে মাথায় বড় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে, এই তরুণী দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা