অস্থায়ী বিধান কী করে স্থায়ী হলো?
০৪ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
অনুচ্ছেদ ৩৭০-কে সংবিধানে একটি অস্থায়ী বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে। ১৯৫৭ সালে অধিকৃত জম্মু ও কাশ্মীরের গণপরিষদের মেয়াদ শেষ হয়। তারপর সেই অস্থায়ী বিধান কীকরে স্থায়ী বিধানে পরিণত হল? পাশাপাশি, গণ পরিষদের অস্তিত্বই যেখানে নেই, সেখানে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সুপারিশ কীভাবে করা যেতে পারে? প্রশ্ন ছুড়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট।
২০১৯-এর ৫ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিল করেছিল কেন্দ্র। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটানো হয়েছিল। মোদী সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনজমা পড়েছে সুপ্রিম কোর্টে। এদিন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কিষাণ কওল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্তের সাংবিধানিক বেঞ্চে, বৃহস্পতিবার থেকে সেই আবেদনগুলির শুনানি শুরু হল। আবেদনকারীদের পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিবল। অনুচ্ছেদ ৩৭০-এর ৩ নম্বর ধারার উল্লেখ করে শীর্ষ আদালত জানায়, এই অনুচ্ছেদ কার্যকর হবে কি হবে না তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারেন প্রেসিডেন্ট। অনুচ্ছেদের বিধানে কোনও ব্যতিক্রম রাখা হবে কিনা, কিংবা কোনও পরিবর্তন করা হবে কিনা, তাও ঠিক করতে পারেন প্রেসিডেন্ট। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অনুচ্ছেদ কার্যকর থাকবে, তাও ঠিক করতে পারেন তিনি।
তবে শর্ত অনুযায়ী, এই ধরনের বিজ্ঞপ্তিগুলি জারি করার আগে গণপরিষদের সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতিকে। কিন্তু, গণপরিষদের মেয়াদ ফুরোলে কী করা হবে, তার কোনও নির্দেশ নেই। কোনও গণপরিষদই অনির্দিষ্টকাল ধরে সক্রিয় থাকতে পারে না। গণপরিষদের অস্তিত্ব যেখানে নেই, সেখানে তাদের সুপারিশ গ্রহণ করে এই অনুচ্ছেদ বাতিলের বিজ্ঞপ্তি কীকরে করবেন প্রেসিডেন্ট? বিচারপতি গাভাই জিজ্ঞেস করেন ১৯৫৭ সালে জম্মু ও কাশ্মীরের গণপরিষদের মেয়াদ শেষ হওয়ার পর কি অনুচ্ছেদ ৩৭০ সম্পর্কে কিছু করা যেত না?
কপিল সিবল জানান, তাদের মূল যুক্তিই হচ্ছে, গণপরিষদের সুপরিশ ছাড়া প্রেসিডেন্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সুপারিশ করতে পারেন না। অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে এক রাজনৈতিক আইনের মাধ্যমে। এটি কোনও সাংবিধানিক আইন নয় বলে দাবি করেন কপিল সিবল। তিনি বলেন, ‘সংসদ নিজেই গণপরিষদের ভূমিকা নিয়েছিল এবং অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে বলেছিল, এটা নাকি জম্মু ও কাশ্মীরের জনগণের ইচ্ছায় করা হচ্ছে।’ যেভাবে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে, সেই প্রক্রিয়ার বিরোধিতা করছেন তারা। কপিল সিবল আরো জানান, ১৯৫৭ সালের পর এই বিষয়ে কিছু করা যেত কিনা, সেটা বর্তমান আদালতের আলোচ্য বিষয় নয়। তিনি বলেন, ‘বর্তমানে আদালতে একটি সাংবিধানিক বিধানের ব্যাখ্যা করা হচ্ছে।’
শীর্ষ আদালত জানিয়েছে, মঙ্গলবার (৮ অগস্ট) ফের এই মামলার শুনানি হবে। এই বিষয়ে প্রতিদিনই শুনানি চলবে। শুধুমাত্র সোম ও শুক্রবার এই মামলার শুনানির কাজ বন্ধ থাকবে। সপ্তাহের এই দুইদিন সাধারণত সুপ্রিম কোর্টে বিবিধ বিষয়ে শুনানি হয়। বিশেষ করে নতুন মামলার শুনানি শুরু করা হয় এই দিনগুলিতে, নিয়মিত বিষয়গুলি শুনানি হয় না। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ প্রবর্তন করেছিল কেন্দ্র। এই আইনের জোরে ওই বছরের ৫ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর রাজ্য তার আগে পর্যন্ত যে বিশেষ মর্যাদা পেত, তার অবসান ঘটেছিল। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীর (বিধানসভা-সহ) এবং লাদাখ (বিধানসভা ছাড়া) এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল রাজ্যটিকে। সূত্র : টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া