নওয়াজের রাজনীতিতে ফেরার পথ ফের বন্ধ
১১ আগস্ট ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
পাকিস্তানের সবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ আবারো বন্ধ করলো সুপ্রিম কোর্ট। এদিকে, জেলে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী বুশরা বিবি।
পাকিস্তানের বিলুপ্ত পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া ‘রিভিও অব জার্জমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাস করানো হয়। এটির উদ্দেশ্য ছিল- যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন- তারা চাইলে আবারও তাদের বিরুদ্ধে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল রায় দিয়েছেন এটি ‘অসাংবিধানিক।’ এর মাধ্যমে নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদ- দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি।
এছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনটি পাস করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। আজ সেই বহুল কাঙ্খিত রায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ডেইলি জং জানিয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের সাথে বুশরা বিবির এ সাক্ষাৎ অন্তত এক ঘণ্টা স্থায়ী হয়। সংবাদমাধ্যমটি জানায়, আইনি দল ছাড়াই বুশরা বিবি ইমরান খানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেন।
বৃহস্পতিবার আইনি দলসহ বুশরা বিবি জেলখানায় প্রবেশ করেন। এরপর স্বামীর সাথে সরাসরি সাক্ষাতের পর সেখান থেকে বের হন তিনি। কারা-কর্তৃপক্ষ শুধুমাত্র বুশরা বিবিকে পিটিআই-চেয়ারম্যানের সাথে সাক্ষাতের অনুমতি দেয়। যদিও চারটি গাড়ির বহর নিয়ে তিনি জেলখানায় ভেতর প্রবেশ করেন। এর আগে অন্তত আধা ঘণ্টা ধরে তাদের গাড়িগুলো জেল-গেটে আটকে রাখে পুলিশ। তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদ- মাথায় নিয়ে জেলে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৫ আগস্ট ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় ঘোষণার পরই ইমরানকে আটক করে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের অটক জেলে। সূত্র : জিও টিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত