আলোচনার টেবিলেই শেষ হবে যুদ্ধ
১৬ আগস্ট ২০২৩, ০৯:২২ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
গত ৫ মাসের তীব্র লড়াই বন্ধে সুদানের সেনাবাহিনী ও সশস্ত্র র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) আলোচনায় বসা উচিত। এমনটাই মনে করেন সুদানের সার্বভৌম পরিষদের উপ-প্রধান মালিক আগর। তিনি বলেছেন, দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাটাও জরুরি। দীর্ঘদিনের লড়াইয়ে সাধারণ মানুষের অভাবনীয় দুর্দশার কথা তুলে মঙ্গলবার মালিক আগর বলেছেন, ‘দিন শেষে আলোচনার টেবিলেই এই যুদ্ধ শেষ করতে হবে।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এই লড়াই থামানো। পাশাপাশি যুদ্ধপরবর্তীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও প্রতিষ্ঠা করা। এ অবস্থায় বৃহৎ অর্থে একটি সংলাপের প্রয়োজন মনে করেন তিনি। তবে রাজধানী খার্তুমের আল-জাজিরার প্রতিনিধি হিমা মরগান বলেছেন, ‘দেশটিতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোনও আলোচনার লক্ষণ নেই। পূর্বে বার বার যুদ্ধবিরতি উপেক্ষা করে সেনা ও আরএসএফ’কে তীব্র লড়াইয়ে লিপ্ত হতে দেখা গেছে। দেশের পরিস্থিতি ও বেসামরিক নাগরিকদের কথা বিবেচনা নিয়ে শিগগিরই দুইপক্ষ আলোচনার টেবিলে বসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।’ ইতোপূর্বে সউদী আরব ও জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও সমাধানে পৌঁছানো যায়নি। অপর এক খবরে বলা হয়, চলমান পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে। চার মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সুদান থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে, দেশ থাকা লোকজনের খাবার ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্যসেবার অভাবে তারা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলা লড়াই রাজধানী খার্তুমকে ধ্বংস করে দিয়েছে। এ লড়াইয়ের কারণে দারফুরে জাতিগত হামলা শুরু হয়েছে। এসব পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে। মঙ্গলবার জাতিসংঘের সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, “কৃষকদের ফসল বোনার সময় ফুরিয়ে যাচ্ছে যা তাদের ও প্রতিবেশীদের খাদ্যের যোগান দেবে। চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গৃহযুদ্ধের কারণে ১০ লাখ ১৭ হাজার ৪৪৯ জন মানুষ সুদান ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজার ২৫ জন। বেসামরিক শাসনে ফেরার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত উত্তেজনাকে কেন্দ্র করে ১৫ এপ্রিল সুদানে লড়াই শুরু হয়, এতে রাজধানী ও এর আশপাশের বেসামরিক বাসিন্দারা নিত্যদিন ধরে চলা লড়াই ও হামলার মুখোমুখি হয়ে পড়েন। খার্তুম এবং দারফুর ও কুরদোফান অঞ্চলের শহরগুলোতে বসবাসকারী লাখ লাখ মানুষ ব্যাপক লুটপাট, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকা, যোগাযোগ ও পানিবিহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। জেনিভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল বলেন, “নিহত বহু মানুষের দেহাবশেষ সংগ্রহ, শনাক্ত বা কবর দেওয়া হয়নি।” জাতিসংঘের হিসাব অনুযায়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের কর্মকর্তা লায়লা বেকার জানিয়েছেন, যৌন নিপীড়নের অভিযোগ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার এক বক্তৃতায় দেশটির সেনাবাহিনীর প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান বলেছেন, “আরএসএফ দেশকে আধুনিক জমানার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। যতদূর কল্পনা করা যায় সব ধরনের অপরাধই ঘটাচ্ছে তারা।” অপরদিকে আরএসএফ অভিযোগ করে বলেছে, ২০১৯ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত একনায়ক ওমর আল বশিরের অনুগতদের পরিচালনায় সেনাবাহিনী সব ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। রয়টার্স, বিবিসি, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার
গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন
চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া
সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ