ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, নৌবাহিনীকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি কিমের
২১ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সেই পরীক্ষা তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার এই তথ্য জানিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। একে অপরের মিত্র এই দুই দেশের এই ধরনের সামরিক মহড়াকে অবশ্য যুদ্ধের মহড়া হিসাবে দেখে থাকে পিয়ংইয়ং। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি যুদ্ধজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষণ বা তদারকির জন্য তিনি পূর্ব উপকূলে অবস্থানরত নৌবাহিনীর একটি নৌবহরও পরিদর্শন করেন। অবশ্য কিমের এই সফরের কোনও তারিখ উল্লেখ করেনি দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষণগুলো শনাক্ত করেছে তারা। তবে কোনও ধরনের বিশদ বিবরণ ছাড়াই কেসিএনএ যেসব দাবি করেছে তা ‘অতিরিক্ত’ এবং ‘বাস্তবতা থেকে আলাদা’ বলেও উল্লেখ করেছে তারা। রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ঘটনা এমন সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সোমবার উলচি ফ্রিডম শিল্ড সামার সামরিক মহড়া শুরু করেছে। মূলত উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সক্ষমতা বাড়ানোর জন্য এই মহড়া চালানো হচ্ছে। অবশ্য এই দুই মিত্র দেশের সামরিক মহড়াকে পারমাণবিক যুদ্ধের মহড়া হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা বলেছেন, উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে বা মিত্রদের মহড়া বা দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের গত সপ্তাহের শীর্ষ সম্মেলনের প্রতিবাদে অন্য কোনও সামরিক পদক্ষেপ নিতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির নৌবাহিনীকে উন্নত যুদ্ধ দক্ষতার সাথে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন যাতে প্রকৃত যুদ্ধে অংশগ্রহণের জন্য এই বাহিনীর সক্ষমতা বাড়ানো যায়। তিনি একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শনের সময় এ প্রতিশ্রুতি দিয়েছেন। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বার্ষিক সামরিক মহড়া শুরুর প্রতিবাদে এই পরীক্ষা। ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন। উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার জানিয়েছে, কিম পূর্ব উপকূলে একটি নৌ ইউনিট পরিদর্শনের সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। একটি জাহাজে কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন তিনি। আরেকটি ছবিতে দেখা গেছে, জেটিতে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিম জং। তবে কবে ও কখন কিম এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা দেখেছেন তা উল্লেখ করেনি কেসিএনএ। উত্তর কোরিয়ার জাহাজের যুদ্ধের সক্ষমতা এবং এর ক্ষেপণাস্ত্র যাচাই করতে পরীক্ষা চালানো হয়। কোনো ত্রুটি ছাড়া দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি। একই সময় দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। যার নাম দেয়া হয়েছে ‘আলচি ফ্রিডম শিল্ড’। যেখানে দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নিয়েছে যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এর নিন্দা জানিয়ে সতর্ক করেছে পিয়ংইয়ং। সিউলের আইনপ্রণেতারা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অথবা অন্যকোনো সামরিক মহড়া চালাতে পারে। এই বছর দেশটি রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সাংগঠনিক দক্ষতায় মানবাধিকার লিডারশীপ এ্যাওয়ার্ড অর্জন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি ইউসুফ
কেরানীগঞ্জে ১৬ বছর পরে ডিজিটাল প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা কান্ডের বিচারের দাবীত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত
বিমান দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিববহন মন্ত্রী
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
আবারো উচ্ছেদ হলো খালের উপর নির্মিত অবৈধ দোকান
বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলায় ত্রৈ-বার্ষিক ২০২৫ সম্মেলন অনুষ্ঠিত
কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না : শিক্ষা উপদেষ্টা
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ
ভোটচোর ও গণহত্যাকারীর বিচার করা হবে- সৈয়দপুরে শিবির সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম
দ্রুত নির্বাচন দিয়ে জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন বগুড়ায় সমবায় দলের পথসভায় সাবেক এমপি জ্যোতি
পশ্চিম তীরে ৩ ইহুদিকে গুলি করে হত্যা
টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য
সিংগাইরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সালাম আর নেই
ভারতের আগরতলায় ফিরলেন সহকারি হাই কমিশনার
ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলা হুথিদের
শ্যামনগরে গম খেতে ইটভাটার পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা
হরিরামপুরে বিশৃঙ্খলার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক
ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র