নদীতে মিলল ২ হাজার টায়ার, অসংখ্য জঞ্জাল
৩০ আগস্ট ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের একটি নদীতে পরিচ্ছন্নতার কাজ চালানোর সময় ২ হাজার টায়ার খুঁজে পাওয়া গেছে। পরে সেগুলো টেনে তীরে তোলা হয়। এছাড়া আরও অসংখ্য জঞ্জাল ওই নদী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওগমোর নামের ওই নদীটি সাউথ ওয়েলসের প্রধান নদীগুলোর একটি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভাটার সময় ওগমোর নদীতে প্রচুর পরিমাণে আবর্জনা দেখে বিরক্ত হয়েছিলেন আলুন নামে এক ব্যক্তি। ব্রিজেন্ডের এই ব্যক্তি একজন ডগ ওয়াকার হিসেবে কাজ করেন, যার দায়িত্ব হচ্ছে অন্যের কুকুর হাঁটানো। আর তাই এই নদী পরিষ্কার করতে দুটি খনন যন্ত্র ও ১৫০ জন স্বেচ্ছাসেবক-সহ অন্যান্য ব্যবস্থাপনা যোগাড় করতে তিনি চার বছর পার করেছেন। আর এই স্বেচ্ছাসেবকরাই নদী থেকে প্রায় ২ হাজার টায়ারসহ শপিং ট্রলি, পুরানো আসবাবপত্র তুলতে সাহায্য করেন। বিবিসি বলছে, আলুন প্রায়শই ওগমোর-বাই-সি-তে যেতেন এবং ভাটার সময় তিনি নদীর তীরে শপিং ট্রলি ও টায়ারসহ জঞ্জাল দেখতে পেতেন। তিনি বলছেন, ‘এগুলো অপসারণ করা পরিবেশের জন্য খুবই ভালো। নদী থেকে কী বের হচ্ছে এবং কত জঞ্জাল অপসারণ করা হচ্ছে তা দেখাটা দুর্দান্ত।’ তিনি আরও বলেন, ‘সবাই একত্রিত হয়ে একসাথে এটি করবে তা আমার বিশ্বাসের বাইরে ছিল। তারা যতটা করেছেন, তাতে সবাইকে তাদের প্রাপ্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।’ নদী পরিচ্ছন্নতায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন গেরি ক্রস নামের এক ব্যক্তি। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদায় ঢেকে থাকা এই ব্যক্তি বলছেন, ‘নদীতে যা ছিল তা দেখাটা খুবই দুঃখজনক। আমি হতবাক, আমাদের অবশ্যই আমাদের গ্রহের আরও ভালো যতœ নিতে হবে।’ গ্লুচেস্টারশায়ার থেকে ফ্রান্সেস্কা গ্রিবল নামে আরেকজন স্বেচ্ছাসেবক বলেছেন: ‘আমি নদী থেকে ক্যান, ললিপপ স্টিক ও টেকওয়ে কার্টন তুলেছি এবং আমাদের বন্ধু নদী থেকে একটি আর্মচেয়ারও তুলেছে।’ কার্ডিফ রিভারস গ্রুপের ডেভিড কিং বলছেন, ‘কেবল একজন ব্যক্তি সেতু থেকে একটি টায়ার নদীতে নিক্ষেপ করছে; বিষয়টি আসলে তেমন নয়। এটি অবশ্যই সংগঠিত কোনও কাজ, লোকেরা ব্যবসা হিসাবে টায়ার সংগ্রহ করে এবং দীর্ঘ সময় ধরে সরাসরি নদীতে রেখে দেয়।’ ফ্লাই টিপিং অ্যাকশন ওয়েলসের নীল হ্যারিসনের মতে, কিছু টায়ার ১০ বছরেরও বেশি সময় ধরে নদীতে ছিল। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান